পাকিস্তানের ইতিহাস

পাকিস্তান ( উর্দু: پاکِستان‬‎‎‎) যা সরকারীভাবে ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান ( উর্দু: اِسلامی جمہوریہ پاکِستان‬‎‎‎) হিসেবে বিবেচিত, হলো দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। প্রায় ২১,২৭,৪২,৬৩১ এর অধিক জনসংখ্যা নিয়ে এটি জনসংখ্যার দিক থেকে বিশ্বের ৫ম বৃহত্তম রাষ্ট্র এবং আয়তনের দিক থেকে তেত্রিশতম বৃহত্তম রাষ্ট্র। এটির দক্ষিণে আরব সাগর ও ওমান উপসাগরীয় উপকূলে ১০৪৬ কিলোমিটার (৬৫০ মা.) উপকূল রয়েছে এবং এটি পূর্ব দিকে ভারতের দিকে, আফগানিস্তান থেকে পশ্চিমে, ইরান থেকে দক্ষিণ-পশ্চিমে এবং উত্তর-পূর্ব দিকে চীন সীমান্তে অবস্থিত। দেশটি উত্তর–পশ্চিমে আফগানিস্তানের ওখান করিডোর দ্বারা তাজিকিস্তান থেকে সংকীর্ণভাবে বিভক্ত এবং এটি ওমানের সাথেও সামুদ্রিক সীমান্ত ভাগ করে।

পাকিস্তানের ইতিহাস
পাকিস্তানে, ভারোতের ও আফগানিস্তান এর মানচিএ।

নামকরণ

ফার্সি ও উর্দু ভাষায় 'পাকিস্তান' অর্থ- পবিত্র স্থান বা এলাকা। ফার্সি ও পশতু শব্দ 'পাক' অর্থ- পবিত্র।[১৪] আর শব্দাংশ ـستان (-স্তান) একটি তৎসম-ফার্সি শব্দ যার অর্থ স্থান বা এলাকা।[১৫] চৌধুরী রহমত আলী "নাউ অর নেভার" পুস্তকে এ নামটির প্রস্তাব দেন।[১৬] [১৭] আরবি ভাষায় এর অর্থ "মদিনা-এ-তৈয়্যাবা" বা পবিত্র স্থান, মদিনা শব্দের অর্থ এলাকা এবং তৈয়্যাবা অর্থ পবিত্র।

ইতিহাস

প্রারম্ভিক এবং মধ্যযুগীয় সময়কাল

প্রাচীন সিন্ধু অঞ্চল যা মোটামুটি বর্তমান পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশ ছাড়া বাকিটা নিয়ে গঠিত, প্রাচীন কালে নব্য প্রস্তর যুগীয় মেহেরগড় সহ অনেক উন্নত সভ্যতার উৎপত্তিস্থল ছিল।[১৮] ব্রোঞ্জ যুগে সিন্ধু সভ্যতায়[১৯][২০][২১][২২] (২৮০০- ১৮০০খ্রিষ্টপূর্বাব্দ) হরপ্পামহেঞ্জো-দাড়ো নামে দুটি উন্নত নগর ছিল। [২৩][২৪]

বৈদিক যুগে (১৫০০ - ৫০০খ্রিষ্টপূর্বাব্দ) ইন্দো আর্যদের মাধ্যমে এখানে হিন্দুদের গোড়াপত্তন হয়, যা পরবর্তীতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।[২৫][২৬] মুলতান শহর হিন্দুদের গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা কেন্দ্রে পরিণত হয়।

ঔপনিবেশিক আমল

ভারতীয় অঞ্চলে ঔপনিবেশিক আমলকে দুই ভাগে ভাগ করা হয় যথা: ১. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল, ২. ব্রিটিশ সরকারের শাসনামল। তবে পাকিস্তান প্রথম থেকেই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে যায়নি। কারণ তখনও এই অঞ্চলে স্বাধীনভাবে রাজারা শাসন করতো । তারপর ধীরে ধীরে পাকিস্তান অঞ্চল ব্রিটিশ অধিভুক্ত হয়।

স্বাধীনতা এবং পরাধীনতা

১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করার পর ভারতীয় উপমহাদেশ বিভাজনের মাধ্যমে ভারত ও পাকিস্তান এ' দুটি দেশের জ‌ন্ম হয়। তারমধ্যে ছিল পশ্চিম পাকিস্তানপূর্ব পাকিস্তান(বর্তমান বাংলাদেশ) [২৭] [২৮]

তারপর পূূর্ব পাকিস্তান (বর্তমান- বাংলাদেশ) এর সাথে ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে যুদ্ধ শুরু হয়ে টানা "নয় মাস" রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর পাকিস্তান পরাজিত হয়।

তথ্যসূত্র

Tags:

পাকিস্তানের ইতিহাস নামকরণপাকিস্তানের ইতিহাস ইতিহাসপাকিস্তানের ইতিহাস তথ্যসূত্রপাকিস্তানের ইতিহাসআফগানিস্তানআরব সাগরইরানউর্দু ভাষাওমানচীনতাজিকিস্তানদক্ষিণ এশিয়াপাকিস্তানভারত

🔥 Trending searches on Wiki বাংলা:

পাহাড়পুর বৌদ্ধ বিহারবাংলার প্ৰাচীন জনপদসমূহওয়েব ব্রাউজারকাবামেটা প্ল্যাটফর্মসমুখমৈথুননাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ডসমূহ২০২৩ ক্রিকেট বিশ্বকাপসৌদি আরবহোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীক্রিস্তিয়ানো রোনালদোবাটাডিএনএযিনাত্বরণফিলিস্তিনফুটবলগাঁজা (মাদক)দৈনিক ইত্তেফাকবাংলাদেশের জাতীয় পতাকাঈসাবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড২০২৩–২৪ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহতাহাজ্জুদহৃৎপিণ্ডচেন্নাই সুপার কিংসকুষ্টিয়া জেলারামকৃষ্ণ মিশনঊনসত্তরের গণঅভ্যুত্থানওপেকপ্যারাডক্সিক্যাল সাজিদমিয়ানমারসুকান্ত ভট্টাচার্যবঙ্গবন্ধু সেতুবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকারামকৃষ্ণ পরমহংসদারাজবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাসমাসচর্যাপদযাকাত২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (এএফসি)প্রীতি জিনতাছিয়াত্তরের মন্বন্তরময়মনসিংহ বিভাগঅকাল বীর্যপাতজীবনঅর্থনীতিসূরা ফাতিহা১৮৫৭ সিপাহি বিদ্রোহনামাজবাংলাদেশের বিভাগসমূহবাংলাদেশের স্বাধীনতা দিবসগঙ্গা নদীঅপারেশন সার্চলাইটস্মার্ট বাংলাদেশরবীন্দ্রসঙ্গীতশিক্ষাজেলেরশিদ চৌধুরীবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ আনসারউহুদের যুদ্ধরাধাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মিশনারি আসনসূরা কাহফসলিমুল্লাহ খানতিলক বর্মাযুক্তফ্রন্টউমাইয়া খিলাফতবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২দেশ অনুযায়ী ইসলামবাংলা স্বরবর্ণজামালপুর জেলামানিক বন্দ্যোপাধ্যায়🡆 More