পশ্চিম জার্মানীয় ভাষাসমূহ

পশ্চিম জার্মানীয় ভাষাগুলি মূলত উত্তর সাগরের উপকূল ঘেঁষে গড়ে ওঠে এবং এই এলাকার লোকেরা সমুদ্র পাড়ি দিয়ে অন্য যেসব স্থানে গিয়ে বসতি করেছিল, সেখানেও এই ভাষাগুলির প্রচলন হয়। বর্তমানে ছয়টি আধুনিক ভাষা পশ্চিম জার্মানীয় ভাষার অন্তর্গত: ইংরেজি, ফ্রিজীয়, নেদারল্যান্ডীয় (ওলন্দাজ ও ফ্লেমিশ), আফ্রিকান্স, জার্মান ও য়িদিশ ভাষা।

West Germanic
জাতিতত্ত্বWest Germanic peoples
ভৌগোলিক বিস্তারOriginally between the Rhine, Alps, Elbe, and North Sea; today worldwide
ভাষাগত শ্রেণীবিভাগইন্দো-ইউরোপীয়
উপবিভাগ
আইএসও ৬৩৯-৫gmw
লিঙ্গুয়াস্ফিয়ার52-AB & 52-AC
পশ্চিম জার্মানীয় ভাষাসমূহ
ষষ্ঠ শতাব্দীর কাছাকাছি পশ্চিম-জার্মানির ভাষা

মাতৃভাষাভাষীর সংখ্যা বিচারে চীনা ভাষার পরেই ইংরেজি ভাষার স্থান। আর বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় ভাষাও ইংরেজি।

ফ্রিজীয় ভাষার ধ্বনিব্যবস্থার সাথে ইংরেজির অনেক মিল আছে। তবে এ ভাষাটি বর্তমানে কেবল উত্তরাঞ্চলীয় নেদারল্যান্ড্‌স ও উত্তর-পশ্চিম জার্মানিতে প্রচলিত।

নেদারল্যান্ড্‌সের ওলন্দাজ ভাষা ও বেলজিয়ামের ফ্লেমিশ ভাষাকে একত্রে নেদারল্যান্ডীয় ভাষা বলা হয়। এগুলি গঠনগতভাবে একই ভাষা, তবে ফ্লেমিশ ভাষায় ঔপভাষিক বৈচিত্র্য বেশি।

নেদারল্যান্ডীয় ভাষা থেকে উদ্ভূত একটি ভাষা আফ্রিকান্স, ইউরোপ থেকে বহু দূরে, দক্ষিণ আফ্রিকায় প্রচলিত। আফ্রিকান্স ভাষায় স্থানীয় বিভিন্ন বান্টু ভাষার প্রভাব পড়েছে।

জার্মান ভাষা জার্মানি ও অস্ট্রিয়ার রাষ্ট্রভাষা এবং সুইজারল্যান্ডের তিনটি সরকারী ভাষার একটি। ইংরেজি ও ফরাসির পরে জার্মান ভাষা বিশ্বের সবচেয়ে বেশি অধীত ও ব্যবহৃত দ্বিতীয় ভাষা। ৬ষ্ঠ শতকে উচ্চ জার্মান ব্যঞ্জনধ্বনি সরণের ফলে উচ্চ জার্মান উপভাষাগুলি নেদারল্যান্ডীয় ভাষা ও নিম্ন-জার্মান ভাষাগুলি থেকে পৃথক হয়ে যায়। আদি-জার্মান ভাষায় লাতিন ভাষার বড় রকমের প্রভাব ছিল, কেননা তখনকার দিনে লেখালেখি মূলত ধর্মালয়গুলিতেই সীমাবদ্ধ ছিল। মধ্যযুগের শেষ দিকে এসে ইউরোপে ব্যবসা-বাণিজ্যের প্রসারের সাথে সাথে জার্মান ভাষা ফরাসি ভাষা থেকে অনেক শব্দ ঋণ নেয়। আধুনিক যুগে এসে লিখিত জার্মান ভাষা একটি আদর্শ রূপ ধারণ করলেও জার্মান মৌখিক উপভাষাগুলির মধ্যে বেশ ভালমতোই পার্থক্য রয়ে গেছে।

য়িদ্দিশ ছিল মধ্যপূর্ব ইউরোপে বসবাসকারী ইহুদীদের ভাষা। জার্মানীয় ভাষা হলেও এতে বিভিন্ন রোমান্স ভাষা, হিব্রু-আরামীয় ভাষাস্লাভীয় ভাষাগুলির প্রচুর উপাদান ছিল। য়িদিশ ভাষায় প্রায় ১ কোটিরও বেশি লোক কথা বলতেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকস্টে এদের অধিকাংশকেই নাৎসিরা হত্যা করে।

Tags:

আফ্রিকান্স ভাষাইংরেজি ভাষাউত্তর সাগরওলন্দাজ ভাষাজার্মান ভাষাফ্রিসীয় ভাষাসমূহফ্লেমিশ ভাষায়িদিশ ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

ইসলাম ও হস্তমৈথুনরংপুরঅণুজীবইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)রাজ্যসভাবেলি ফুলদুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)পল্লী সঞ্চয় ব্যাংকমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকামোশাররফ করিমগাজীপুর জেলাহস্তমৈথুনের ইতিহাসমুহাম্মাদের সন্তানগণকিরগিজস্তানশাবনূরধর্ষণন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালসুকান্ত ভট্টাচার্যআব্বাসীয় স্থাপত্যকম্পিউটার কিবোর্ডবাংলাদেশ আওয়ামী লীগবাংলাদেশ আনসারশিক্ষাধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরইউক্রেনভারতের ইতিহাসদোয়া কুনুতবাংলা ভাষাপশ্চিমবঙ্গের জেলামুতাজিলাবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩ইহুদি গণহত্যাউপসর্গ (ব্যাকরণ)কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টবিশেষণজায়েদ খান (বাংলাদেশী অভিনেতা)কালো জাদুচাঁদআমাশয়স্বাস্থ্যের উপর তামাকের প্রভাবলোহিত রক্তকণিকাজিয়াউর রহমানআল মনসুরপদ্মা নদী১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনঊষা (পৌরাণিক চরিত্র)মৌলিক সংখ্যাগোলাপহিন্দি ভাষাস্ক্যাবিসবাংলাদেশখুলনা বিভাগনিউমোনিয়ানীল বিদ্রোহজলবায়ু পরিবর্তনের প্রভাবইসরায়েলরামকৃষ্ণ পরমহংসআর্কিমিডিসের নীতিপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাবক্সারের যুদ্ধবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসুকুমার রায়তুলসীমার্কিন যুক্তরাষ্ট্রকলাএল নিনোজাযাকাল্লাহগাঁজা (মাদক)নেপালবায়ুদূষণবিটিএসঅভিষেক বন্দ্যোপাধ্যায়তাপপ্রবাহজাহাঙ্গীরবিশেষ শাখা (বাংলাদেশ পুলিশ)জাতীয় সংসদ ভবন🡆 More