পর্যাবৃত্ত গতি

পর্যায়বৃত্ত গতি হলো একধরনের গতি যেটা নির্দিষ্ট সময় অন্তর নিজ অক্ষে ফিরে আসে। বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক বা আরো জটিল হতে পারে।

পর্যাবৃত্ত গতি
গ্রাফে একটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ
পর্যাবৃত্ত গতি
পর্যাবৃত্ত গতির উদাহরণ

আমাদের হৃৎপিন্ডের স্পন্দন পর্যাবৃত্ত গতির খুবই চমকপ্রদ উদাহরণ কারণ সেটি নির্দিষ্ট সময় পর পর একইভাবে একই দিকে স্পন্দিত বা গতিশীল হয়। ঘড়ির কাটা, বৈদ্যুতিক পাখা, সাইকেলের চাকা ইত্যাদির গতিও পর্যাবৃত্ত গতির উদাহরণ। কম্পন/স্পন্দন গতিও এক ধরনের পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। সকল স্পন্দন গতিই পর্যাবৃত্ত গতি। আবার সকল ঘূর্ণন গতিই পর্যাবৃত্ত গতি।


যদি সরল পথে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ঐ বিন্দু অভিমুখী হয় তাহলে কণার ঐ গতিকে সরল ছন্দিত স্পন্দন(Simple Harmonic Oscillation) বলে।

পর্যায়বৃত্ততা (Periodicity)

নির্দিষ্ট সময় পর পর কোনো ঘটনার পুনরাবৃত্তি বা নির্দিষ্ট দূরত্ব পর পর কোনো কিছুর পুনরাবৃত্তিকে বলা হয় Periodicity বা পর্যায়বৃত্ততা।

পর্যায়বৃত্ততাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যথাঃ

কালিক পর্যাক্রম(Temporal Periodicity): সময়ের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে কালিক পর্যাক্রম বা Temporal Periodicity বলে। উদাহরণস্বরূপ, দোলায়মান সরল দোলক একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, ঘড়ির কাঁটা একটি নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে ফিরে আসে, বর্ষাকাল একটি নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে।

স্থানিক পর্যাক্রম(Spatial Periodicity): স্থানের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে স্থানিক পর্যাক্রম বা Spatial Periodicity বলে। উদাহরণস্বরূপ, কঠিন পদার্থে কেলাসের অণু, পরমাণু, বা আয়নগুলো নির্দিষ্ট দূরত্ব পর পর পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত থাকে।

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

মাহিয়া মাহিমুখমৈথুনমরিয়ম বিনতে ইমরানমানুষমৈমনসিংহ গীতিকাযৌনাসনবায়ুদূষণসৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতাপল্লী সঞ্চয় ব্যাংকবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশবাংলাদেশের সংস্কৃতিঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০বসন্তশামসুর রাহমানসানি লিওনসিরাজগঞ্জ জেলাস্টকহোমসৌরজগৎসুফিবাদণত্ব বিধান ও ষত্ব বিধানসিলেট বিভাগপ্রথম বিশ্বযুদ্ধনীল বিদ্রোহ১৮৫৭ সিপাহি বিদ্রোহসূরা কাফিরুনবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়চেন্নাই সুপার কিংসএশিয়ারোহিত শর্মাটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাঅকাল বীর্যপাতবাঙালি হিন্দু বিবাহসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকামুহাম্মাদের নেতৃত্বে যুদ্ধের তালিকামুহাম্মাদের বংশধারাশব্দ (ব্যাকরণ)সৈয়দ মুজতবা আলীসোমালিয়াআইসোটোপল্যাপটপআমমেটা প্ল্যাটফর্মসকালো জাদুপেশাভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবাংলাদেশের প্রধানমন্ত্রীক্রিয়াপদহায়দ্রাবাদ রাজ্যজয়নুল আবেদিনউত্তম কুমারআমার সোনার বাংলাবৈজ্ঞানিক পদ্ধতিজিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকহামসিরাজউদ্দৌলাবীর শ্রেষ্ঠস্বাধীনতাবুড়িমারী এক্সপ্রেসভারতের সংবিধানআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাজাতিসংঘমসজিদে হারামআকিজ গ্রুপতুতানখামেনকানাডাসতীদাহজসীম উদ্‌দীনউহুদের যুদ্ধকুরআনের ইতিহাসও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদঅভিষেক শর্মা (পাঞ্জাবের ক্রিকেটার)ডেঙ্গু জ্বরগাণিতিক প্রতীকের তালিকাশবনম বুবলিছোলা🡆 More