বামন: বিষ্ণুর পঞ্চম অবতার

বামন (সংস্কৃত: वामन), এছাড়াও ত্রিবিক্রম, উরুক্রম, উপেন্দ্র, দধিবামন এবং বলিবন্ধন (বলিকে বন্ধন বা হত্যাকারী) নামে পরিচিত) হলেন হিন্দু দেবতা বিষ্ণুর দশাবতারের মধ্যে পঞ্চম অবতার এবং নৃসিংহের পর ত্রেতাযুগের প্রথম অবতার।

বামন
দশাবতার গোষ্ঠীর সদস্য
বামন: বিষ্ণুর পঞ্চম অবতার
চিত্র: বামন, বিষ্ণুর এক অবতার যিনি বলিকে নিজের পায়ের চাপে পাতালে পাঠিয়ে দেন। রাজা রবি বর্মা কর্তৃক অঙ্কিত চিত্র।
অন্তর্ভুক্তিবৈষ্ণব সম্প্রদায়
আবাসবৈকুণ্ঠ, পাতাল
মন্ত্রওম্ ত্রিবিক্রমায় বিদ্মহে
বিশ্বরূপায় চ ধীমহি
তন্নো বামন প্রচোদয়াৎ॥
প্রতীককমণ্ডলু এবং ছাতা।
উৎসববলিপ্রতিপদ, বামন দ্বাদশী।
ব্যক্তিগত তথ্য
মাতাপিতা
সঙ্গীলক্ষ্মীর অবতার 'কীর্তি' অথবা পদ্মা অথবা কমলা।
সন্তান'বৃহৎ শ্লোক'
দশাবতার
পূর্বসূরিনৃসিংহ
উত্তরসূরিপরশুরাম

সর্বপ্রথম বেদ থেকে উদ্ভুত বামন হলেন হিন্দু মহাকাব্য এবং পুরাণে সবচেয়ে বেশি আলেচিত চরিত্র যেখানে বামন, দৈত্যরাজ বলির কাছ থেকে ত্রিপাদ স্থানের বিনিময়ে তিন লোক বা ত্রিলোক পুনরুদ্ধার করেন। এতে ত্রিজগতে শান্তি প্রতিষ্ঠিত হয় তিনি আদিত্যদের মধ্যে সর্বকনিষ্ট এবং ঋষি কশ্যপ ও মাতা অদিতির পুত্র। বামন পুরাণ অষ্টাদশ হিন্দুপুরাণের অন্যতম এবং একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থ। এই পুরাণটি বিষ্ণুর বামন অবতারের নামে নিবেদিত এবং বামন অবতারের কাহিনি উক্ত হয়েছে।

বামন: বিষ্ণুর পঞ্চম অবতার
বামন


হিন্দু পৌরাণিক কাহিনী মতে

ত্রেতাযুগে আবির্ভুত বিষ্ণুর প্রথম অবতার। দৈত্যরাজ বলিকে দমন করার জন্য বিষ্ণু বামনরূপে অবতীর্ণ হয়েছিলেন। পুরাণে বামনাবতার নামেও পরিচিত।

মৎস্য পুরাণের মতে− অসুরদের দ্বারা দেবতারা পরাজিত হয়ে আশ্রয়হীন হলে, দেবমাতা অদিতি পুনরায় শক্তিশালী পুত্রের জন্য বিষ্ণুর আরাধনা করেন। আরাধনায় সন্তুষ্ট হয়ে, বিষ্ণু তাঁকে জানান যে, তিনি (বিষ্ণু) কশ্যপের ঔরসে অদিতির গর্ভে জন্মগ্রহণের অঙ্গীকার করেন। এরপর যথাসময়ে অদিতির গর্ভে বিষ্ণুর আবির্ভাব হলে, অসুরেরা ক্রমে নিস্তেজ হয়ে পড়ে। যথাসময়ে বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করেন।

সেই সময়ের অসুর অধিপতি বলি একটি যজ্ঞের আয়োজন করলে, বামনরূপী বিষ্ণু উক্ত যজ্ঞানুষ্ঠানে গিয়ে ত্রিপাদ-ভূমি (তিন পা রাখার মতো ভূমি) প্রার্থনা করেন। বলি সম্মত হয়ে ভূমি দান করলে, বিষ্ণু তাঁর দেহবর্ধিত করে বিশাল আকার ধারণ করেন। বিষ্ণু স্বর্গে-মর্তে দুই পা রেখে নাভি থেকে তৃতীয় পা বের করেন। এই তৃতীয় পা কোথায় রাখবেন তা বলিকে জিজ্ঞাসা করলে, বলি তাঁর মাথা নত করে তৃতীয় পা রাখার অনুরোধ করেন। বিষ্ণু তৃতীয় পদ বলির মাথায় রাখার সাথে সাথে বলি বিষ্ণুর স্তব করতে থাকেন। এমন সময় প্রহ্লাদ এসে বলির বন্ধন মুক্তির জন্য অনুরোধ করলে, বিষ্ণু বলিকে মুক্তি দেন এবং বলি সত্য রক্ষার জন্য বহুকষ্ট স্বীকার করেছেন বলে, বিষ্ণু দেবতাদের দুষ্প্রাপ্য রসাতলকে তাঁর বাসের জন্য দান করেন।

তথ্যসূত্র

Tags:

অবতারত্রেতা যুগদশাবতারনৃসিংহবিষ্ণুসংস্কৃতহিন্দু

🔥 Trending searches on Wiki বাংলা:

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিহোমিওপ্যাথিতক্ষকবাঁশআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপমুহাম্মাদ ফাতিহহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরভূগোলঅ্যান্টিবায়োটিক তালিকাবাঙালি জাতিবাংলাদেশ সুপ্রীম কোর্টবাংলাদেশ সেনাবাহিনীর পদবিপদ্মা নদীসালোকসংশ্লেষণসিরাজউদ্দৌলাদ্বিতীয় বিশ্বযুদ্ধবর্তমান (দৈনিক পত্রিকা)যৌনসঙ্গমজিয়াউর রহমানহীরক রাজার দেশেশিবমুসাচৈতন্যচরিতামৃতঅবনীন্দ্রনাথ ঠাকুরদারুল উলুম দেওবন্দমাযহাববীর্যইসলামি সহযোগিতা সংস্থাআরব লিগআসমানী কিতাববাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাবঙ্গভঙ্গ আন্দোলনকোকা-কোলামাদারীপুর জেলাবইআমার দেখা নয়াচীনবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাইসলামমুঘল সাম্রাজ্যআনন্দবাজার পত্রিকাব্যঞ্জনবর্ণআবুল কাশেম ফজলুল হকসতীদাহখলিফাদের তালিকাদ্বিতীয় মুরাদশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ইহুদিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলকাঁঠালমুহাম্মাদঅর্শরোগমেঘনা বিভাগবিমান বাংলাদেশ এয়ারলাইন্সবাংলাদেশের সংবাদপত্রের তালিকাবাংলা সাহিত্যের ইতিহাসবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাঅভিষেক বন্দ্যোপাধ্যায়ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবহৃৎপিণ্ডকারকবদরের যুদ্ধআবু হানিফাবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাদ্য কোকা-কোলা কোম্পানিমুর্শিদাবাদ জেলাঅন্ধকূপ হত্যা২০২৩ ক্রিকেট বিশ্বকাপহার্নিয়াহারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)২৬ এপ্রিলষড়রিপুমানব দেহজয় চৌধুরীন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল🡆 More