নেলি ফুরটাডো

নেলি কিম ফুরটাডো (জন্ম ডিসেম্বর ২ ১৯৭৮) একজন পর্তুগিজ বংশোদ্ভূত কানাডীয় কণ্ঠশিল্পী, গীতিকার, যন্ত্রশিল্পী ও সঙ্গীত প্রযোজক।

নেলি ফুরটাডো
গেট লুজ ট্যুর এ নেলি ফুরটাডো
গেট লুজ ট্যুর এ নেলি ফুরটাডো
প্রাথমিক তথ্য
জন্মনামনেলি কিম ফুরটাডো
জন্ম (1978-12-02) ২ ডিসেম্বর ১৯৭৮ (বয়স ৪৫)
উদ্ভবকানাডা ভিক্টোরিয়া, ব্রিটিশ কলাম্বিয়া,
কানাডা
ধরনপপ, লোকগীতি, আর&বি, হিপ হপ, বিশ্বসঙ্গীত
পেশাগায়িকা, গীতিকার, রেকর্ড প্রোযোজক, যন্ত্রশিল্পী
বাদ্যযন্ত্রকন্ঠ, গিটার, কী-বোর্ড, en:ukulele, en:trombone
কার্যকাল১৯৯৬–বর্তমান
লেবেল
ড্রিমওয়ার্কস রেকর্ডস

মোসলি মিউজিক গ্রুপ গেফেন রেকর্ডস

ওয়েবসাইটnellyfurtado.com

২০০০ সালে হোয়া, নেলি! (Whoa, Nelly!) এলবাম দিয়ে যাত্রা শুরু করেন। এই এলবামের "I'm Like a Bird" গানের জন্য তিনি গ্রামি পুরস্কার জেতেন। মা হওয়ার পর ২০০৩ সালে তিনি ফোকলোর এলবাম প্রকাশ করেন যা বাণিজ্যিকভাবে তেমন সফলতা পায় নি। ২০০৬ সালে তিনি আবার আলোচনার শীর্ষে উঠে আসেন লুজ এলবামের জন্য। এই এলবামের Promiscuous, Maneater, Say It RightAll Good Things (Come to an End) গানগুলি বিলবোর্ডের শীর্ষে অবস্থান করে। সারাবিশ্বে এলবামটির প্রায় পনের মিলিয়ন কপি বিক্রি হয়।

গানের সাথে বিভিন্ন বাদ্যযন্ত্রে ও শব্দের ব্যবহার নিয়ে তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করেন। তার গানের ধরন ও গান গাওয়ার ভঙ্গিমা সাধারণের থেকে একটু আলাদা। তার এ বৈচিত্রতা সঙ্গীত অঙ্গনে ভিন্ন স্বাদের জন্ম দিয়েছে ও বিভিন্ন সংস্কৃতিতে প্রভাব ফেলেছে।

জীবনী

প্রারম্ভিক বছর

নেলির জন্ম হয় ব্রিটিশ কলম্বিয়ার ভিক্টোরিয়া অঞ্চলে। তার পূর্ব-পুরুষ ছিলেন পর্তুগীজ বংশোদ্ভূত। তার পিতা অ্যান্টোনিও জোসে ফুরটাডো এবং মা মারিয়া ম্যানুয়েলা। সোভিয়েত জিমন্যাস্ট নেলি কিম এরা নামানুসারে তার নাম রাখা হয়। বাড়ীতে রোমান ক্যাথলিক হিসেবে বেড়ে ওঠা নেলি জনসম্মুখে তার জীবনের প্রথম গান গেয়েছিলেন একটি চার্চে পর্তুগাল দিবস উপলক্ষে তার মায়ের সাথে দ্বৈত সঙ্গীতের মাধ্যমে। এসময় তার বয়স ছিল চার বছর। নয় বছর বয়সে তিনি বাদ্যযন্ত্র বাজানো শুরু করেন। তিনি এসময় ট্রমবোন, উকেলিলি বাজাতেন। পরে তিনি গিটার এবং কি-বোর্ড বাজানো শিখেন। বারো বছর বয়সে তিনি গান রচনা শুরু করেন এবং টিন-এজার হিসেবে একটি পর্তুগিজ ব্যান্ডের হয়ে মঞ্চ-সঙ্গীতে অংশ নেন।

নেলি তার কাজের পিছনে পরিবারের প্রেরণার কথা উল্লেখ করে থাকেন। তিনি আটটি গ্রীষ্মে তার মায়ের সাথে চেম্বারমেইড হিসেবে কাজ করেন, যিনি ছিলেন ভিক্টোরিয়ার একজন গৃহপরিচারিকা। তিনি বলেন শ্রমিক শ্রেণীর জীবন যাপনের ফলে তিনি তার ক্যারিয়ারকে উতিবাচক দিকে প্রবাহিত করেছেন।

প্রথম যে সঙ্গীতজ্ঞের সাথে নেলির পরিচয় হয় তারা ছিলেন আন্ডারগ্রাউন্ড র‌্যাপার ও ডিস্ক জকি (ডিজে)। ১১ গ্রেডে পরার সময় তিনি টরেন্টোতে বেড়াতে আসেন। এখানে হিপ হপ ব্যান্ড গ্রুপ ক্রেজি চিজ এর সদস্য টালিস নিউকির্ক এর সাথে তার দেখা হয়। ১৯৯৬ সালে তাদের প্রকাশিত অ্যালবাম জয়েন দ্য র‌্যাঙ্কস (Join the Ranks) এর ওয়েটিং ফর দ্য সিক্রেটস ("Waitin' 4 the Streets") গানে তিনি কন্ঠ দেন। ১৯৯৬ সালে মাউন্ট ডগলাস সেকেন্ডারি স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি টরোন্টোতে বসবাস করতে শুরু করেন। পরের বছর তিনি নিউকির্কের সাথে নেলস্টার নামে একটি ট্রিপ হপ দল গঠন করেন। শেষ পর্যন্ত নেলি অনুভব করেন ট্রিপ-হপ ধাঁচের সঙ্গীতে তিনি মানানসই নন এবং এই ধারায় তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটেনি। তিনি মনে করেন এই ধারায় তিনি তার গানের কন্ঠের ক্ষমতার প্রকাশ করতে পারবেন না। তিনি এই দল ছেড়ে দেন এবং বাড়ীতে ফেরত যাওয়ার পরিকল্পনা করেন।


তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

নেলি ফুরটাডো জীবনীনেলি ফুরটাডো তথ্যসূত্রনেলি ফুরটাডো বহিঃসংযোগনেলি ফুরটাডোকানাডাগীতিকারডিসেম্বর ২

🔥 Trending searches on Wiki বাংলা:

জীববৈচিত্র্যপ্রীতিলতা ওয়াদ্দেদারএইডেন মার্করামঅরবিন্দ কেজরীওয়ালশীলা আহমেদবদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের তালিকাখালেদা জিয়াবিসমিল্লাহির রাহমানির রাহিমব্রহ্মপুত্র নদপথের পাঁচালী (চলচ্চিত্র)মসজিদে হারামঅপু বিশ্বাসইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিআহসান মঞ্জিলশব্দ (ব্যাকরণ)অসমাপ্ত আত্মজীবনীবাংলা বাগধারার তালিকাযাকাতের নিসাবআমার দেখা নয়াচীনধানঅস্ট্রেলিয়া (মহাদেশ)ভূমি পরিমাপগাজওয়াতুল হিন্দচট্টগ্রামবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিবাংলাদেশের ইউনিয়নের তালিকাপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১সোমালিয়াআলাউদ্দিন খিলজিটাইফয়েড জ্বরলোকনাথ ব্রহ্মচারীশ্রাবন্তী চট্টোপাধ্যায়মিল্ফপদ (ব্যাকরণ)কোস্টা রিকা জাতীয় ফুটবল দলরংপুর বিভাগরমজানস্বাধীন বাংলা বেতার কেন্দ্রঅর্থ (টাকা)সমাজবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিভাগনিবিড় পরিচর্যা কেন্দ্রখন্দকের যুদ্ধজয়নুল আবেদিনরচিন রবীন্দ্রবাংলাদেশ পুলিশহায়দ্রাবাদ রাজ্যনাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯চন্দ্রযান-৩কুলম্বের সূত্রআযানস্বত্ববিলোপ নীতিমশাইউনিলিভারজালাল উদ্দিন মুহাম্মদ রুমিবাংলাদেশের জেলাদিনাজপুর জেলাকালেমাকার্তিক (দেবতা)২৮ মার্চরোজারাজশাহী বিশ্ববিদ্যালয়মহাভারতজাতিসংঘ নিরাপত্তা পরিষদমেটা প্ল্যাটফর্মসব্যোমযাত্রীর ডায়রিনিরাপদ যৌনতাবাংলাদেশের শিক্ষামন্ত্রীধর্মীয় জনসংখ্যার তালিকাআদমঠাকুর অনুকূলচন্দ্রমিয়া খলিফামুম্বই ইন্ডিয়ান্সপশ্চিমবঙ্গের জেলাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দল🡆 More