থিয়াগো আলকান্তারা: স্পেনীয় ফুটবলার

থিয়াগো আলকান্তারা দো নাসিমেন্তো (জন্ম ১১ এপ্রিল ১৯৯১), সাধারণত থিয়াগো নামে পরিচিত, একজন স্পেনীয় ফুটবলার। থিয়াগো বর্তমানে একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল খেলেন।

থিয়াগো আলকান্তারা
Thiago Alcântara
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম থিয়াগো আলকান্তারা দো নাসিমেন্তো
জন্ম (1991-04-11) ১১ এপ্রিল ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থান স্যান পিয়েত্রো ভের্নোতিকো, ইতালি
উচ্চতা ১.৭২ মি (৫ ফু ৮ ইঞ্চি)
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিভারপুল
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৫–১৯৯৬ ফ্লামেঙ্গো
১৯৯৬–২০০০ ইউরেকা
২০০০–২০০১ কেলমে
২০০১–২০০৫ ফ্লামেঙ্গো
২০০৫–২০০৮ বার্সেলোনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০১১ বার্সেলোনা বি ৫৯ (৩)
২০০৯– বার্সেলোনা ৫৭ (৬)
২০১৩–২০২০ বায়ার্ন মিউনিখ (০)
২০২০– লিভারপুল
জাতীয় দল
২০০৭ স্পেন অনূর্ধ্ব ১৬ (০)
২০০৯–২০০৮ স্পেন অনূর্ধ্ব ১৭ (৫)
২০০৯ স্পেন অনূর্ধ্ব ১৮ (১)
২০০৯–২০১০ স্পেন অনূর্ধ্ব ১৯ ১১ (৪)
২০১০– স্পেন অনূর্ধ্ব ২১ ১৪ (২)
২০১১– স্পেন (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ ডিসেম্বর ২০১৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১ অক্টোবর ২০১১ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

প্রারম্ভিক সময়

থিয়াগো ইতালির স্যান পিয়েত্রো ভের্নোতিকো শহরে জন্মগ্রহণ করেন এবং শৈশব কাটান স্পেনে। তার বাবা হলেন প্রাক্তন ব্রাজিলীয় বিশ্বকাপ বিজয়ী মাজিনিও. তিনি ব্রাজিলীয় ক্লাব ফ্লামেঙ্গোর নিচু স্তরের দলের হয়ে খেলতে শুরু করেন। পাঁচ বছর বয়সে তিনি তার বাবার সাথে স্পেনে চলে আসেন এবং গালিসীয় দল ইউরেকায় যোগ দেন। ২০০১ সালে তিনি কেলমের হয়ে খেলেন, যখন তার বাবা এলচের হয়ে খেলছিলেন। ২০০৫ সালে, দশ বছর বয়সে, তিনি ফ্লামেঙ্গোতে ফিরে আসেন এরপর আবারে স্পেনে চলে যান এবং বার্সেলোনার সাথে চুক্তি সাক্ষর করেন।

বার্সেলোনা

প্রারম্ভিক ক্যারিয়ার

২০০৯ সালের ১৭ মে, ১৮ বছর বয়সে মায়োর্কার বিপক্ষে মূল দলের হয়ে অভিষেক হয় থিয়াগোর। খেলার ৬৩তম মিনিটে বদলি হিসেবে নামেন তিনি। ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি, রেসিং সান্তানদেরের বিপক্ষে খেলায় ৭৬তম মিনিটে ইয়ইয়া তরের বদলি হিসেবে নামেন থিয়াগো এবং বার্সেলোনার হয়ে তার প্রথম গোল করেন। বার্সেলোনার হয়ে তিনি দ্বিতীয় গোল করেন ২০১১ সালের ৯ এপ্রিল আলমেরিয়ার বিপক্ষে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তিনি তৃতীয় গোল করেন। ২০১০–১১ মৌসুমে তিনি ১৭টি খেলায় মাঠে নামেন, তিনটি গোল করেন এবং তিনটি গোলে সহায়তা করেন। ২০১১ সালের ২৯ জুন, তিনি বার্সেলোনার সাথে নতুন করে চুক্তিবদ্ধ হন, যার মেয়াদ ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত।

২০১১–১২ মৌসুম

থিয়াগো ২০১১–১২ মৌসুম শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্পেনীয় সুপার কাপের প্রথম লেগের মাধ্যমে। খেলার ৫৮তম মিনিটে জাভি হার্নান্দেজের বদলি হিসেবে নামেন তিনি। লা লিগায় বার্সেলোনার প্রথম খেলায় ভিয়ারিয়ালের বিপক্ষে তিনি গোল করেন। খেলায় বার্সেলোনা ৫–০ ব্যবধানে জয় লাভ করে। ২০১২ সালের ২৯ এপ্রিল, রায়ো ভায়েকানোর বিপক্ষেও তিনি গোল করেন। খেলায় বার্সেলোনা ৭–০ ব্যবধানে জয় লাভ করে।

বায়ার্ন মিউনিখ

২০১৩ সালের ১৪ জুলাই, থিয়াগো জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সাথে চার বছরের চুক্তি স্বাক্ষর করেন। তার স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। ২০১৩ সালের ২৭ জুলাই, ডিএফএল সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলায় থিয়াগোর অভিষেক হয়। খেলায় বায়ার্ন ৪–২ গোলের ব্যবধানে পরাজিত হয়।

আন্তর্জাতিক ক্যারিয়ার

যুব দল

২০০৮ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশীপে স্পেনের হয়ে অংশগ্রহণ করেন থিয়াগো এবং দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব ২১ চ্যাম্পিয়নশীপেও তিনি অংশগ্রহণ করেন। প্রতিযোগীতার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলপোস্টের ৪০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে গোল করেন থিয়াগো এবং দলকে ২–০ ব্যবধানের জয় এনে দেন। তাকে ম্যান অব দ্য ম্যাচ এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়।

২০১৩ সালের ১৮ জুন, ২০১৩ উয়েফা ইউরোপীয়ান অনূর্ধ্ব-২১ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির বিপক্ষে থিয়াগো হ্যাট্রিক করেন এবং দলকে ৪–২ গোলের জয় এনে দেন। এর মাধ্যমে স্পেন চতুর্থবারের মত এই শিরোপা নিজেদের করে নেয়।

সিনিয়র দল

২০১১ সালের ১০ আগস্ট, ইতালির বিপক্ষে প্রীতি খেলায় স্পেনের সিনিয়র দলের হয়ে অভিষেক হয় থিয়াগোর। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর, স্পেনের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক খেলায় মাঠে নামেন থিয়াগো। ২০১২ ইউরো বাছাইপর্বের ঐ খেলায় লিশটেনস্টাইনের বিপক্ষে ৬–০ ব্যবধানে জয় লাভ করে স্পেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

২৪ আগস্ট ২০১৩ অনুসারে।

ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
বার্সেলোনা বি ২০০৭–০৮
২০০৮–০৯ ২৫ ২৫
২০০৯–১০ ১৮ ১৮
২০১০–১১ ১১ ১১
মোট ৫৯ ৫৯
বার্সেলোনা ২০০৮–০৯
২০০৯–১০
২০১০–১১ ১২ ১৭
২০১১–১২ ২৭ ৪৫
২০১২–১৩ ২৭ ৩৬
মোট ৬৮ ১৯ ১০ ১০১ ১১
বায়ার্ন মিউনিখ ২০১৩–১৪
মোট
ক্যারিয়ারে সর্বমোট ১২৯ ১০ ১৯ ১০ ১৬২ ১৪

আন্তর্জাতিক

১১ অক্টোবর ২০১১ অনুসারে।

জাতীয় দল সাল উপস্থিতি গোল
স্পেন ২০১১
২০১২
২০১৩
মোট

ব্যক্তিগত জীবন

থিয়াগো ১৯৯৪ ফিফা বিশ্বকাপ জয়ী ব্রাজিলীয় ফুটবলার মাজিনিওর পুত্র। তার মা ভ্যালেরিয়া আলকান্তারা ছিলেন একজন ভলিবল খেলোয়াড়। তার ছোট ভাই রাফিনিয়া বর্তমানে বার্সেলোনা দলের সদস্য।

সম্মাননা

ক্লাব

    বার্সেলোনা
    বায়ার্ন মিউনিখ

স্পেন

  • উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপ: ২০০৮
  • উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশীপ: ২০১১, ২০১৩

একক

  • উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ গোল্ডেন প্লেয়ার: ২০১৩
  • উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ সিলভার বুট: ২০১৩
  • উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সেরা দল: ২০১৩

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

থিয়াগো আলকান্তারা ক্লাব ক্যারিয়ারথিয়াগো আলকান্তারা আন্তর্জাতিক ক্যারিয়ারথিয়াগো আলকান্তারা ক্যারিয়ার পরিসংখ্যানথিয়াগো আলকান্তারা ব্যক্তিগত জীবনথিয়াগো আলকান্তারা সম্মাননাথিয়াগো আলকান্তারা তথ্যসূত্রথিয়াগো আলকান্তারা বহিঃসংযোগথিয়াগো আলকান্তারাপ্রিমিয়ার লিগফুটবলমধ্যমাঠের খেলোয়াড়লিভারপুল ফুটবল ক্লাবস্পেন

🔥 Trending searches on Wiki বাংলা:

নবায়নযোগ্য শক্তিকিরগিজস্তানচেঙ্গিজ খানচ্যাটজিপিটিশিবইস্তেখারার নামাজআমাশয়পরিবহণ (তাপ)মহম্মদ আতাউল গণি ওসমানীমাদার টেরিজাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়জরায়ুজীবনানন্দ দাশ২০২২ ফিফা বিশ্বকাপসোনার বাংলা এক্সপ্রেসবাংলাদেশ বিমান বাহিনী১৮৫৭ সিপাহি বিদ্রোহজাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালকক্সবাজার জেলাস্ক্যাবিসনারী ক্ষমতায়নময়মনসিংহমেঘনাদবধ কাব্যবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাসিরাজগঞ্জ জেলাভেষজ উদ্ভিদসত্যজিৎ রায়মহাস্থানগড়রমেশ শীলহামিদা বানু বেগমমেয়েক্রিকেটমুহাম্মাদের সন্তানগণআমাজন অরণ্যটাইফয়েড জ্বরবেগম রোকেয়াশীর্ষে নারী (যৌনাসন)নাইজারজলবায়ু পরিবর্তনের প্রভাবক্রোমোজোমসর্বনামসুফিয়া কামালপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০রবীন্দ্রনাথ ঠাকুরফজলুর রহমান খানশিয়া ইসলামমূল (উদ্ভিদবিদ্যা)ইন্টার মিলানউহুদের যুদ্ধবাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের তালিকাচট্টগ্রাম জেলামুহাম্মাদ ফাতিহপৃথিবীসুকুমার রায়প্রাকৃতিক সম্পদসংবিধানসাইমন ড্রিংফরিদপুর জেলামুর্শিদাবাদ জেলাবাংলাদেশের তৈরি পোশাক শিল্পআমার সোনার বাংলাশুক্র গ্রহছোটগল্পবাংলাদেশের সংস্কৃতিজাযাকাল্লাহজিএসটি ভর্তি পরীক্ষাইউসুফজয়া আহসানকোণঢাকা কলেজআওরঙ্গজেবমুহম্মদ শহীদুল্লাহবুদ্ধদেব ভট্টাচার্যযুক্তরাজ্যমহাদেশজানাজার নামাজনামাজইরানসাঁওতাল বিদ্রোহ🡆 More