তুলসী কুমার: ভারতীয় গায়িকা

তুলসী কুমার দুয়া (১৫ মার্চ ১৯৮৬) হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি গুলশান কুমার ও সুদেশ কুমারী দুয়ার কন্যা। তার ভাই ভূষণ কুমার ও বোন খুশলী কুমারী দুয়া। তিনি হিন্দি চলচ্চিত্রে সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি এয়ারলিফট (২০১৬) চলচ্চিত্রে সোচ না সকে গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে আইফা পুরস্কার অর্জন করেন।

তুলসী কুমার
তুলসী কুমার: কর্মজীবন, ব্যক্তিগত জীবন, তথ্যসূত্র
২০১৯ সালে তুলসী কুমার
জন্ম (1986-03-15) ১৫ মার্চ ১৯৮৬ (বয়স ৩৮)
পেশানেপথ্য সঙ্গীতশিল্পী, অভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৬–বর্তমান
দাম্পত্য সঙ্গীহিতেশ রালহান
সন্তান
পিতা-মাতাগুলশান কুমার (পিতা)
সুদেশ কুমারী দুয়া (মাতা)
আত্মীয়ভূষণ কুমার (ভাই)
খুশলী কুমারী দুয়া (বোন)
দিব্যা খোসলা কুমার (ভাবী)
সঙ্গীত কর্মজীবন
ধরনচলচ্চিত্রের সঙ্গীত, ভারতীয় পপ
বাদ্যযন্ত্রকণ্ঠ

কর্মজীবন

কুমার চুপ চুপ কে, হামকো দিওয়ানা কর গয়েআকসার চলচ্চিত্রে গান পরিবেশনের মধ্য দিয়ে বলিউডে তার কর্মজীবন শুরু করেন।

২০০৯ সালে তার প্রথম গানের অ্যালবাম লাভ হো যায়ে প্রকাশিত হয়। অ্যালবাম প্রকাশের পাশাপাশি তিনি এর শীর্ষ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন। ২০১০ সালে তার গাওয়া পাঠশালা চলচ্চিত্রের "মুঝে তেরি" ও ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই চলচ্চিত্রের "তুম জো আয়ে" গান দুটি জনপ্রিয় হয়। এছাড়া তিনি ৮ x ১০ তসবির (২০১০) চলচ্চিত্রের "হাফিজ খোদা" গানের জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে আইফা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

২০১৫ সালে তিনি "ম্যায়নু ইশ্‌ক দা লাগিয়া রোগ" গানে কণ্ঠ দেন। এটি দিল হ্যায় কে মানতা নহিঁ চলচ্চিত্রের মূল গানের পুনর্নির্মিত সংস্করণ। এই গানের মিউজিক ভিডিওতে তার বোন খুশলী কুমারীর পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

২০১৬ সালে তিনি এয়ারলিফট (২০১৬) চলচ্চিত্রে "সোচ না সকে" গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে আইফা পুরস্কার অর্জন করেন। এছাড়া এই বছরে তিনি সনম রে চলচ্চিত্রের "সনম রে", জুনুনিয়ত চলচ্চিত্রের "নাচেঙ্গে সারি রাত" ও "ইশ্‌ক দি লাত তড়পাবে", সর্বজিৎ চলচ্চিত্রের "সালামত", তুম বিন ২ চলচ্চিত্রের "দেখ লেনা", ওয়াজাহ্‌ তুম হো চলচ্চিত্রের "ওয়াজাহ্‌ তুম হো", "দিল কে পাস" ও "দিল মে চুপা লুঙ্গা" গানে কণ্ঠ দেন।

তিনি সত্যমেব জয়তে (২০১৮) চলচ্চিত্রের "পানিয়োঁ সা" গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে আইফা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৯ সালে তিনি গুরু রনধাওয়ার সাথে "এন্নি সোনি" দ্বৈত গানে কণ্ঠ দেন। তিনি অখিল সচদেবের সাথে কবির সিং (২০১৯) চলচ্চিত্রের "তেরা বন যাউঙ্গা" দ্বৈত গানে কণ্ঠ দেন। এছাড়া তিনি পতি, পত্নী অউর ওহ (২০১৯) চলচ্চিত্রের জন্য ১৯৯০-এর দশকের দুলহে রাজা চলচ্চিত্রের গোবিন্দারবীনা ট্যান্ডনের উপর চিত্রায়িত জনপ্রিয় গান "আঁখিয়ো সে গোলি মারে" গানের পুনঃসংস্করণে মিকা সিংয়ের সাথে কণ্ঠ দেন।

ব্যক্তিগত জীবন

তুলসী কুমার দুয়া ১৯৮৬ সালের ১৫ই মার্চ নতুন দিল্লির এক পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা গুলশান কুমার একজন রেকর্ড প্রযোজক ও মাতা সুদেশ কুমারী দুয়া। তার ভাই ভূষণ কুমার ও বোন খুশলী কুমারী দুয়া। অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা দিব্যা খোসলা কুমার তার ভাইয়ের স্ত্রী।

তুলসী ২০১৫ সালের ১৮ই ফেব্রুয়ারি হিতেশ রালহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালের ২৪শে ডিসেম্বর তাদের পুত্র শিবায় রালহান জন্মগ্রহণ করে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

তুলসী কুমার কর্মজীবনতুলসী কুমার ব্যক্তিগত জীবনতুলসী কুমার তথ্যসূত্রতুলসী কুমার বহিঃসংযোগতুলসী কুমারগুলশান কুমারনেপথ্য সঙ্গীতশিল্পীবলিউডশ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে আইফা পুরস্কার

🔥 Trending searches on Wiki বাংলা:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাব্রাজিলআওরঙ্গজেবগাঁজা (মাদক)বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাবাংলাদেশের প্রধান বিচারপতিদের তালিকাসালমান শাহআবদুল মোনেম লিমিটেডদক্ষিণ কোরিয়াচট্টগ্রাম জেলালক্ষ্মীঅষ্টাঙ্গিক মার্গগীতাঞ্জলিপ্রেমালুইউএস-বাংলা এয়ারলাইন্সমুতাওয়াক্কিলসিরাজউদ্দৌলাভূগোলপ্রাকৃতিক দুর্যোগবাল্যবিবাহকুরআনবাঁশতাজমহলজানাজার নামাজসানরাইজার্স হায়দ্রাবাদব্যক্তিনিষ্ঠতাশিয়া ইসলামের ইতিহাসগঙ্গা নদীঢাকাট্রাভিস হেডঅন্ধকূপ হত্যাসোমালিয়াবৌদ্ধধর্মমৌলিক সংখ্যাবাংলা ব্যঞ্জনবর্ণসেলজুক সাম্রাজ্যরানা প্লাজা ধসশ্রাবন্তী চট্টোপাধ্যায়বাংলাদেশের ইউনিয়নের তালিকাকশ্যপগণতন্ত্রপর্তুগিজ সাম্রাজ্যতক্ষকষড়রিপুমাহিয়া মাহিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলএ. পি. জে. আবদুল কালামরাজশাহী বিশ্ববিদ্যালয়গুগলরবীন্দ্রসঙ্গীতআইসোটোপসাহাবিদের তালিকামাওলানাবাংলাদেশি কবিদের তালিকাফুসফুসগোত্র (হিন্দুধর্ম)তামান্না ভাটিয়াশাবনূরকারামান বেয়লিকআবু হানিফাআবহাওয়াবঙ্গবন্ধু সেতুবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবলিভারপুল ফুটবল ক্লাবহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরভিটামিনরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)ইন্দোনেশিয়াবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাঝড়ইউরোপীয় ইউনিয়নইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকামুহাম্মাদচ্যাটজিপিটিবেনজীর আহমেদআমবাংলাদেশের কোম্পানির তালিকাসুভাষচন্দ্র বসু🡆 More