টোকিও উপসাগর: জাপান সংলগ্ন উপসাগর

টোকিও উপসাগর হল হোনশু দ্বীপ এর পূর্ব অংশে প্রশান্ত মহাসাগর এর সম্প্রসারিত অংশ।এই উপসাগর এর তীরে টোকিও মহানগর ও টোকিও বন্দর অবস্থিত।এই উপসাগরটি একটি সংকির্ণ জল পথ দ্বারা প্রশান্ত মহাসাগর এর তীরে অবস্থিত।এই উপসাগরটি উত্তর থেকে দক্ষিণ দিকে লম্বা । উপসাগরটি টোকিও বন্দরের জন্য খুবই গুরুত্ব পূর্ন।এই বন্দরও উপসাগর টোকিও তথা জাপান এর অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলে।

টোকিও উপসাগর
টোকিও উপসাগর: অবস্থান, ভূগোল, নদ-নদী
টোকিও উপসাগর এর উপগ্রহ মানচিত্র
অবস্থানহোনশু ,জাপান
স্থানাঙ্ক৩৫°১৫′ উত্তর ১৩৯°২৮′ পূর্ব / ৩৫.২৫° উত্তর ১৩৯.৪৭° পূর্ব / 35.25; 139.47
নদীর উৎস
  • এরা নদী
  • ইডো নদী
  • ওবিটসু নদী
  • য়োরো নদী
মহাসাগর/সমুদ্রের উৎসপ্রশান্ত মহাসাগর
অববাহিকার দেশসমূহজাপান
সর্বাধিক দৈর্ঘ্য৫৪.৭৭২ কিলোমিটার (৩৪.০৩৪ মা)
সর্বাধিক প্রস্থ২৭.৩৮৬ কিলোমিটার (১৭.০১৭ মা)
পৃষ্ঠতল অঞ্চল১,৫০০ বর্গকিলোমিটার (৫৮০ মা)
গড় গভীরতা৪০ মিটার (১৩০ ফু)
সর্বাধিক গভীরতা৭০ মিটার (২৩০ ফু)
দ্বীপপুঞ্জসারুশিমা দ্বীপ
জনবসতিটোকিও

অবস্থান

টোকিও উপসাগরটি হোনশু দ্বীপ এর পূর্ব তীরে অবস্থান করছে।এটি ৩৫.২৫ ডিগ্রী থেকে ৩৫.৪১ ডিগ্রী উত্তর এবং ১৩৯.৪৭ ডিগ্রী থেকে ১৩৯.৭৮ ডিগ্রী পূর্বের মধ্যে উপসাগরটি অবস্থিত।

ভূগোল

টোকিও উপসাগর এর মোট আয়তন হল ১ হাজার ৫০০ বর্গ কিলোমিটার বা ৫৮০ বর্গ মাইল।এটি উত্র থেকে দক্ষিণ দিকে লম্বা ।এর গভীরতম স্থানের গভীরতা ৭০ মিটার ২৩৩.৩৪ ফুট এবং গড় গভীরতা ৪০ মিটার বা ১৩৩.৩৩ ফুট।এই উপসাগরটি একটি জলপথ দ্বারা প্রশান্ত মহাসাগর এর সঙ্গে যুক্ত।এই উপসাগর এর উপকূল ভাগ খুবই ভগ্ন প্রকৃতির।ফলে এই উপসাগর এর তীরে সহজেই বন্দর গড়ে তোলা সম্ভব।এই উপসাগর এর তীরে বহু মৎস বন্দর রয়েছে।টোকিও উপসাগর এর মাঝে সারুশিমা দ্বীপ অবস্থান করছে।

নদ-নদী

এই উপসাগরে জাপান এর কিছু নদী বা নদমিলিত হয়েছে।এই নদী গুলি হল - এরা নদী, ইডো নদী, ওবিটসু পনী ও য়োরো নদী।

বন্দর

টোকিও উপসাগর এর তীরে টোকিও বন্দর হল জাপান এর হোনশু দ্বীপ এর প্রধান ও বৃহত্তম বন্দর।এটি জাপান এর বৃহত্তম বন্দর গুলোর মধ্যে অন্যতম।বন্দরটি টোকিও উপসাগর এর তীরে অবস্থিত।বন্দরটি টোকিও শহর এর পণ্য পরিবহন করে থাকে।এছাড়া এই বন্দর দিয়ে বৃহত্তর হোনশু দ্বীপ এর পণ্য দ্রব্য পরিবহন করা হয়।বন্দরটি বিশ্বের বেশির ভাগ বন্দরের সঙ্গে যুক্ত এবং এই বন্দর থেকে ওই সব বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল করে।বন্দরটির গভীরতা ১০ মিটার বা ৩১ ফুটের বেশি।বন্দরটি হোনশু দ্বীপের পূর্ব দিকে অবস্থিত।প্রাচীন সময় থেকেই এই বন্দরটি জাপান এর সমুদ্র বাণিজ্যে নেতৃত্ব দিচ্ছে।বন্দরটি বছরে ৪৫ লক্ষ কন্টেইনার পরিবহন করে এবং ২০০ মিলিয়ন টন কার্গো পণ্য পরিবহন করছে।বন্দরটি মোট ৬৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠেছে।এর মধ্যে ৫২.৫ বর্গ কিলোমিটার এলাককা পোতাশ্রয় ও বাকি ১০.৫ বর্গ কিলোমিটার স্থল ভূমি। টোকিও বন্দরে মোট ৩০ হাজার কর্মী নিযুক্ত রয়েছে। বন্দরটিতে মোট ২০৫ টি জেটি চালু রয়েছে।বন্দরটিতে কন্টেইনার পণ্য ও কার্গো পণ্য পরিবহনের সুষ্ঠ ব্যবস্থা রয়েছে।বন্দরটিতে যাত্রী পরি বহনের পৃথক টার্মিনাস রয়েছে।

তথ্যসূত্র

Tags:

টোকিও উপসাগর অবস্থানটোকিও উপসাগর ভূগোলটোকিও উপসাগর নদ-নদীটোকিও উপসাগর বন্দরটোকিও উপসাগর তথ্যসূত্রটোকিও উপসাগরজাপানটোকিওটোকিও বন্দরপ্রশান্ত মহাসাগরহোনশু

🔥 Trending searches on Wiki বাংলা:

পুদিনাসূরা কাফিরুনকাফিরহাবীবুল্লাহ্‌ বাহার কলেজজয়তুনসৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতাবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা২০২২ ফিফা বিশ্বকাপমহেন্দ্র সিং ধোনিজসীম উদ্‌দীনডেঙ্গু জ্বরইতিহাসযোনি পিচ্ছিলকারকহরিচাঁদ ঠাকুরবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রসাহাবিদের তালিকাঅ্যান্টিবায়োটিক তালিকারামমোহন রায়ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংলালবাগের কেল্লাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসদ্বিতীয় মুরাদতুরস্কআবুল আ'লা মওদুদীমহাস্থানগড়অমর্ত্য সেনবাংলাদেশ বিমান বাহিনীবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ছাগলগাঁজাযাকাতশিল্প বিপ্লবদারাজসূরা নাসরঈসানামাজের সময়সমূহপ্রথম ওরহানআলিঅপারেশন সার্চলাইটভিসারোডেশিয়ারমজানসিন্ধু সভ্যতাবিভিন্ন দেশের মুদ্রাবাংলাদেশের প্রধানমন্ত্রীইসলামে বিবাহপায়ুসঙ্গমইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাকোটিইস্তেখারার নামাজবাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলা সংখ্যা পদ্ধতিমুস্তাফিজুর রহমানবিশেষ্যমশামুজিবনগরও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদযশোর জেলাসালাহুদ্দিন আইয়ুবিমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাবাঙালি হিন্দুদের পদবিসমূহসিদরাতুল মুনতাহাআহল-ই-হাদীসবাংলাদেশবাঙালি জাতিচ্যাটজিপিটিপ্রোফেসর শঙ্কুবল১ (সংখ্যা)হেপাটাইটিস বিসালমান এফ রহমানদিনাজপুর জেলাআগরতলা ষড়যন্ত্র মামলাবাংলাদেশের অর্থনীতিসিকিমচীনফুল২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (এএফসি)🡆 More