জ্যাক লেমন: মার্কিন অভিনেতা

তৃতীয় জন উহলার জ্যাক লেমন (ইংরেজি: John Uhler Jack Lemmon III, ৮ই ফেব্রুয়ারি, ১৯২৫ - ২৭শে জুন, ২০০১) ছিলেন একজন মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ। তিনি আটবার একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দুইবার এই পুরস্কার লাভ করেন। তিনি ষাটের অধিক চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে রয়েছে সাম লাইক ইট হট, দি অ্যাপার্টমেন্ট, মিস্টার রবার্টস, ডেজ অব ওয়াইন অ্যান্ড রোজেস, দ্য গ্রেট রেস, ইর্মা লা দোস, দি অড কাপল, সেভ দ্য টাইগার, দ্য আউট-অফ-টাউনার্স, দ্য চায়না সিনড্রোম, মিসিং, গ্লেনগারি গ্লেন রস, টুয়েসডেজ উইথ মোরি, গ্রাম্পি ওল্ড মেন এবং গ্রাম্পিয়ার ওল্ড মেন। দ্য চায়না সিনড্রোম ও মিসিং চলচ্চিত্রের জন্য তিনি দুইবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার লাভ করেন।

জ্যাক লেমন
Jack Lemmon
জ্যাক লেমন: জীবনী, তথ্যসূত্র, বহিঃসংযোগ
১৯৬৮ সালে লেমন
জন্ম
তৃতীয় জন উহলার লেমন

(১৯২৫-০২-০৮)৮ ফেব্রুয়ারি ১৯২৫
নিউটন, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৭ জুন ২০০১(2001-06-27) (বয়স ৭৬)
সমাধিওয়েস্টউড ভিলেজ মেমোরিয়াল পার্ক সিমেট্রি
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড কলেজ
পেশাঅভিনেতা, সঙ্গীতজ্ঞ
কর্মজীবন১৯৪৯–২০০০
দাম্পত্য সঙ্গীসিনথিয়া স্টোন
(বি. ১৯৫০; বিচ্ছেদ. ১৯৫৬)

ফেলিসিয়া ফার
(বি. ১৯৬২; মৃ. ২০০০)
সন্তান২, ক্রিস লেমন
সামরিক কর্মজীবন
আনুগত্যজ্যাক লেমন: জীবনী, তথ্যসূত্র, বহিঃসংযোগ মার্কিন যুক্তরাষ্ট্র
সেবা/শাখাজ্যাক লেমন: জীবনী, তথ্যসূত্র, বহিঃসংযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী
কার্যকাল১৯৪৫–৪৬
পদমর্যাদাটেমপ্লেট:Dodseal এনসাইন

জীবনী

প্রারম্ভিক জীবন

লেমন ১৯২৫ সালের ৮ই ফেব্রুয়ারি বোস্টনের নিকটবর্তী ম্যাসাচুসেটসের নিউটন শহরের নিউটন-ওয়েলেস্লি হাসপাতালে এলিভেটরে জন্মগ্রহণ করেন। তার পিতা হন উহলার লেমন জুনিয়র ছিলেন ডাফনাট কোম্পানির সভাপতি এবং মাতা মিলড্রেড বুর্গেস লারু। তিনি তার পিতামাতার একমাত্র সন্তান। লেমন ম্যাসাচুসেটসের নিউটন শহরের জন ওয়ার্ড এলিমেন্টারি স্কুল এবং ওয়েস্টন শহরের রিভার্স স্কুলে পড়াশুনা করেন। লেমন ১৯৪৩ সালে ফিলিপস একাডেমি এবং ১৯৪৭ সালে হার্ভার্ড কলেজে পড়াশুনা করেন। হার্ভার্ডে পড়াকালীন তিনি এলিয়ট হাউজে বসবাস করতেন এবং কয়েকটি নাট্য সংঘের সক্রিয় সদস্য ছিলেন ও হাস্টি পুডিং ক্লাবের সভাপতি ছিলেন। তিনি হার্ভার্ডের ডেলফিক ক্লাবেরও সদস্য ছিলেন।

সামরিক জীবন

হার্ভার্ডে লেমন ভি-১২ নেভি কলেজ ট্রেনিং প্রোগ্রামের সদস্য ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী থেকে পদোন্নতি লাভ করেন। তার সামরিক জীবন সমাপ্ত করে হার্ভার্ডে ফিরে আসার পূর্বে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের এনসাইন পদে কাজ করেন। ১৯৪৭ সালে একটি ডিগ্রিসহ যুদ্ধ সেবা বিজ্ঞান বিষয়ে স্নাতক শেষ করার পর, লেমন অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন এবং বেতার, টেলিভিশন ও ব্রডওয়েতে অভিনয় শুরু করেন। তিনি প্রশিক্ষক উটা হ্যাগেনের নিকট অভিনয় বিষয়ে পড়াশুনা করেন।

অভিনয় জীবন

লেমনের চলচ্চিত্রে অভিষেক হয় মাইকেল কার্টিজের ১৯৪৯ সালের দ্য লেডি টেক্‌স আ সেইলর চলচ্চিত্রে ক্ষুদ্র ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে। কিন্তু তিনি ১৯৫৪ সালে জুডি হলিডে'র বিপরীতে হাস্যরসাত্মক ইট শুড হ্যাপেন টু ইউ চলচ্চিত্রের পূর্ব পর্যন্ত তেমন পরিচিতি পান নি। পরের বছর জন ফোর্ড ও মেলভিন লেরয় পরিচালিত মিস্টার রবার্টস চলচ্চিত্রে ফ্রাঙ্ক থল্রো পালভার চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ বিদেশি অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

লেমন পরিচালক বিলি ওয়াইল্ডারের পছন্দের অভিনেতা ছিলেন এবং তার পরিচালিত সাম লাইক ইট হট, দি অ্যাপার্টমেন্ট, ইর্মা লা দোস, দ্য ফরচুন কুকি, আভান্তি! দ্য ফ্রন্ট পেজ, এবং বাডি বাডি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৫৯ সালে সাম লাইট ইট হট চলচ্চিত্রে জেরি "জেরার্ড" / ড্যাফনি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ বিদেশি অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারসেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। পরের বছর দি অ্যাপার্টমেন্ট চলচ্চিত্রে সি সি ব্যাক্সটার চরিত্রে অভিনয়ের জন্য তিনি পুনরায় শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ বিদেশি অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার ও সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।

সঙ্গীত জীবন

লেমন পিয়ানোতে আসক্ত ছিলেন এবং নিজে নিজেই পিয়ানো বাজানো শিখেন। এছাড়া তিনি হারমোনিকা, গিটার, অরগান ও ডাবল বেজ বাজাতে পারতেন। লেমনের গানের গোলা প্রথম শুনা যায় ১৯৫৫ সালের থ্রি ফর দ্য শো উইথ বেটি গ্রেবলমাই সিস্টার এইলিন চলচ্চিত্র দুটিতে। তিনি ১৯৫৬ সালে ইউ ক্যান্ট রান অ্যাওয়ে ফ্রম ইট চলচ্চিত্রে স্টাবি কাই ও জুন অ্যালিসনের সাথে গানে কণ্ঠ দেন। ১৯৫৮ সালে এপিক রেকর্ডস থেকে তার প্রথম একক অ্যালবাম আ টুইস্ট অব লেমন প্রকাশিত হয়।.১৯৫৯ সালে মেরিলিন মনরোর সাথে সাম লাইট ইট হট চলচ্চিত্রের চিত্রায়নের সময় তিনি তার দ্বিতীয় অ্যালবাম সাম লাইট ইট হট প্রকাশ করেন। এতে লেমনের কণ্ঠ গানের পাশাপাশি একটি একক পিয়ানো বাদনও রয়েছে।

এপিকের এই দুটি অ্যালবাম পরবর্তীতে ২০০১ সালে কালেক্টর্স চয়েস মিউজিকে আ টুইস্ট অব লেমন/সাম লাইট ইট হট নামে একক সিডিতে প্রকাশ হয়। কিন্তু এই অ্যালবামে ১৯৫৯ সালে প্রকাশিত "ড্যাফনি/স্লিপি লাগুন" ও ১৯৬০ সালে প্রকাশিত "আই এম ফরেভার ব্লোয়িং বাবলস/আই কভার দ্য ওয়াটারফ্রন্ট" গান দুটি ছিল না। এপিক রেকর্ডস ১৯৬০ সালে দি অ্যাপার্টমেন্ট চলচ্চিত্রের থিমের লেমনের পিয়ানোর একটি একক প্রকাশ করে। এটি লেমনের নিজের সুর লেমন ব্লুজ এই একক প্রকাশে সহায়তা করে। ১৯৬৩ সালে ক্যাপিটল রেকর্ডস থেকে লেমন তার তৃতীয় অ্যালবাম জ্যাক লেমন প্লেস পিয়ানো সিলেকশন্স ফ্রম ইর্মা লা দোস প্রকাশ করে।

মৃত্যু

লেমন মূত্রতলিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০১ সালের ২৭শে জুন লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি তার মৃত্যুর দুই বছর পূর্ব থেকে এই রোগের সাথে সংগ্রাম করছিলেন। তাকে ক্যালিফোর্নিয়ার ওয়েস্টউড ভিলেজ মেমোরিয়াল পার্ক সিমেট্রিতে তার বন্ধু ও সহ-অভিনেতা ওয়াল্টার ম্যাথাউয়ের পাশে সমাহিত করা হয়। ম্যাথু লেমনের ঠিক এক বছর পূর্বে মারা যান। তার সমাধির পাথরে তার একটি চলচ্চিত্রের মত "জ্যাক লেমন ইন" লেখা রয়েছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

জ্যাক লেমন জীবনীজ্যাক লেমন তথ্যসূত্রজ্যাক লেমন বহিঃসংযোগজ্যাক লেমনইংরেজি ভাষাএকাডেমি পুরস্কারদি অ্যাপার্টমেন্টসাম লাইক ইট হট২৭ জুন৮ ফেব্রুয়ারি

🔥 Trending searches on Wiki বাংলা:

সার্বজনীন পেনশনতাজমহলআয়িশামানবজমিন (পত্রিকা)হস্তমৈথুনের ইতিহাসসাপশক্তিন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালরামকৃষ্ণ পরমহংসযক্ষ্মাবগুড়া জেলাএইচআইভি/এইডসদেশ অনুযায়ী ইসলামবাঙালি জাতিমানুষদর্শনকশ্যপসংযুক্ত আরব আমিরাতজাতীয় স্মৃতিসৌধইসলামে যৌনতাহুমায়ূন আহমেদসমরেশ মজুমদারভিটামিনভারতের সংবিধানইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসিলেটভাষাবাংলাদেশে পালিত দিবসসমূহস্মার্ট বাংলাদেশবিশেষ শাখা (বাংলাদেশ পুলিশ)চুয়াডাঙ্গা জেলামাটিপ্রিয়তমাবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাআল-মামুনউদ্ভিদকোষগাঁজা (মাদক)আব্বাসীয় বিপ্লববাংলাদেশের জেলাহিন্দি ভাষারামপ্রসাদ সেনঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েপ্রথম বিশ্বযুদ্ধইউরোকৃষ্ণচূড়াক্ষুদিরাম বসুতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়গোলাপডিপজলবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকাভারতীয় জনতা পার্টিআফগানিস্তানহার্নিয়ানেপোলিয়ন বোনাপার্টবিশ্ব ব্যাংকনিমথাইল্যান্ডবিশ্বায়নমৃত্যু পরবর্তী জীবনমালয়েশিয়াইস্ট ইন্ডিয়া কোম্পানিকৃত্তিবাসী রামায়ণবাংলাদেশ ব্যাংকবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাআবুল কাশেম ফজলুল হকবাংলা সাহিত্যতৃণমূল কংগ্রেসবাণাসুররাশিয়াবটশিয়া ইসলামন্যাটোআইসোটোপসূরা ইয়াসীনবাঙালি সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)আলিগায়ত্রী মন্ত্রহিন্দুধর্মবারো ভূঁইয়া🡆 More