জিন্স

জিন্স (ইংরেজি: Jeans জীন্স) হল জিন বা ডেনিম কাপড়ে তৈরী পোশক। জিন বা ডেনিম দিয়ে সাধারণতঃ প্যান্ট বা ট্রাউজার্স তৈরী করা হয়। মূলত শ্রমিকদের জন্য নির্মিত এই প্যান্ট ১৯৫০-এর দশক থেকে কিশোরদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। জিন্সের আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লিভাইজ (Levi's) ও র‌্যাংলার (Wrangler)।

জিন্স
এক জোড়া ফাঁটা, লুজ ফিট ছেলেদের জিন্স প্যান্ট

জিন্স কাপড় তৈরির ইতিহাস

একটি ফ্যাশন ট্রেন্ড জিন্স প্যান্ট। সৃষ্টির পর থেকেই জিন্সের ব্যাপক চাহিদা তৈরি হয়। জিন্সের সঠিক ইতিহাস না থাকলেও প্রচলিত রয়েছে লেভি স্ট্রস নামের এক ভদ্রলোক ১৮৫১ সালে জার্মানি থেকে নিউইয়র্কে পাড়ি জমান। সেখানে তিনি তার বড় ভাইয়ের সঙ্গে বিভিন্ন শুকনো মালামাল সাপ্লাই দিতেন। এর মধ্যে কাপড়ও রয়েছে। ১৯৫৩ সালে তিনি সানফ্রান্সিসকোতে চলে যান, ব্যবসা দাঁড় করানোর জন্য। ১৮৭২ সালে লেভি স্ট্রসের সঙ্গে পরিচয় ঘটে জ্যাকব ডেভিসের সঙ্গে, যিনি পেশায় একজন দর্জি ছিলেন। তিনি নিয়মিত লেভির কাছ থেকে কাপড় সংগ্রহ করতেন। একদিন জ্যাকব অফার করেন লেভি পার্টনারশিপ ব্যবসা শুরু করার জন্য। এবং ভিন্ন কিছু প্রোডাক্ট তৈরির জন্য। প্রথমেই মনযোগী হন প্যান্টের দিকে। মোটা কটনের কাপড় ব্যবহার করা হবে প্যান্টে যা হবে দীর্ঘস্থায়ী। এবং এই কটন কাপড় জার্মানি ভাষায় বলা হয় জিনিয়া, যা বর্তমানে জিন হিসেবেই পরিচিত। এই জিন্স প্যান্টের বাটন হুক এবং ব্যাক পকেট ডিজাইন লেভির করা। এবং তার দু’জনে মিলে প্যাটেন্ট কিনে ছিলেন জিন্স প্যান্ট ব্যবসার। ১৮৭৩ সালের ২০ মে এই বিশেষ ধরনের জিন্স তৈরির পেটেন্ট পায় ‘লেভি স্ট্রস অ্যান্ড কোং’। জিন্সের পেছনে লেভেল লাগান লেভি স্ট্রস এ্যান্ড কোং। জিন্সের সেই আদি রূপ হয় যুগে যুগে পরিবর্তিত হয়েছে ঠিকই কিন্তু জনপ্রিয়তা কমেনি এতটুকু। বর্তমান সময়ে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জিন্স প্যান্ট খুবই জনপ্রিয় একটি পোশাক। ক্যাম্পাস কিংবা আড্ডায় জিন্স প্যান্টের যেন বিকল্প নেই। অবশ্য বিভিন্ন পার্টিতেই আজকাল জিন্সের আধিক্যতা চোখে পড়ার মতো। রুচি এবং চাহিদার প্রেক্ষিতে জিন্স প্যান্টের রয়েছে রকম ভেদ। যেমন ব্যাগি জিন্স, ন্যারো শেপ, স্ট্রেট, স্টিচ ইত্যাদি। ফ্যাশন ট্রেন্ডের অন্যতম সঙ্গী এখন জিন্স প্যান্ট। গলির মোড় থেকে শুরু করে বড় বড় শপিং কমপ্লেক্সগুলোতে যেন জিন্সের বাহারি সমাহার। যে যার সাধ্যমতো সংগ্রহ করছে। ছেলেমেয়ে উভয়ের কাছে জিন্স প্যান্ট যেন প্রথম পছন্দের পোশাক। একটা সময় ছিল যখন জিন্স প্যান্ট মানেই শুধু তরুণ প্রজন্মের পোশাক। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই বদল হচ্ছে ফ্যাশন ট্রেন্ড। এখন প্রয়োজন অনুসারে ছেলে বুড়ো সবাই ব্যবহার করছে জিন্স প্যান্ট। দোকানিরাও এ কারণে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন ডিজাইনের জিন্সের পসরা সাজিয়ে বসেছেন। আগে জিন্স প্যান্ট মানেই নীল রঙকে বোঝানো হতো। কিন্তু এখন জিন্সের যে কত রকমের কালার রয়েছে তা বোধহয় গুণে শেষ করা যাবে না।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইংরেজি ভাষাকৈশোরট্রাউজার্সডেনিমপ্যান্ট

🔥 Trending searches on Wiki বাংলা:

মুহম্মদ জাফর ইকবালমিশরআবু বকরপ্রথম মুয়াবিয়াকিরগিজস্তান১ (সংখ্যা)বাংলার ইতিহাসতুরস্কশাহরুখ খান২০২৩–২৪ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগদর্শনঠাকুর অনুকূলচন্দ্রকার্বন ডাই অক্সাইডভারতের জাতীয় পতাকারক্তশূন্যতাচোখষাট গম্বুজ মসজিদযোগাযোগপৃথিবীবঙ্গবন্ধু সেতুবৈজ্ঞানিক পদ্ধতিসানরাইজার্স হায়দ্রাবাদক্রিয়াপদশবনম বুবলিআবু হানিফাভরিইসলাম ও হস্তমৈথুনস্বাধীনতা দিবস (ভারত)দৌলতদিয়া যৌনপল্লিবাস্তুতন্ত্রঅপারেশন সার্চলাইটভীমরাও রামজি আম্বেদকরতারাবীহরাজশাহীক্রিকেটকুরআনসিফিলিসআবদুল হামিদ খান ভাসানীজনি সিন্সযোহরের নামাজচেক প্রজাতন্ত্রকামরুল হাসানখ্রিস্টধর্মআল্লাহসেন রাজবংশমুহাম্মাদের বংশধারাব্রাহ্মণবাড়িয়া জেলাচেন্নাই সুপার কিংসজাতিসংঘ নিরাপত্তা পরিষদজগদীশ চন্দ্র বসুজয়তুন২০২২ ফিফা বিশ্বকাপভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাতাহাজ্জুদকাফিরবারাসাত লোকসভা কেন্দ্রসৌদি আরবের ইতিহাসঢাকা বিভাগইউরোপীয় ইউনিয়নটিম ডেভিডতাজমহলঅধিবর্ষযুক্তফ্রন্টজাতিসংঘের মহাসচিবব্রিক্‌সশবে কদরপুদিনাজান্নাতলগইনবাংলাদেশের জাতীয় পতাকা২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগলিওনেল মেসিবীর্যভালোবাসাতিলক বর্মাযুক্তরাজ্যকোষ বিভাজন🡆 More