জিনা লল্লোব্রিজিদা: ইতালীয় অভিনেত্রী

লুইজিনা জিনা লল্লোব্রিজিদা (ইংরেজি: Luigina Gina Lollobrigida; জন্ম: ৪ জুলাই ১৯২৭) হলেন একজন ইতালীয় অভিনেত্রী, আলোকচিত্র সাংবাদিক ও ভাস্কর। তিনি ১৯৫০-এর দশক থেকে ১৯৬০-এর দশকের শুরু পর্যন্ত অন্যতম সেরা ইউরোপীয় অভিনেত্রী ছিলেন এবং এই সময়ে তিনি আন্তর্জাতিক যৌন আবেদনের প্রতীক হয়ে ওঠেন।

জিনা লল্লোব্রিজিদা
Gina Lollobrigida
জিনা লল্লোব্রিজিদা: প্রারম্ভিক জীবন, কর্মজীবন, তথ্যসূত্র
১৯৯১ কান চলচ্চিত্র উৎসব-এ লল্লোব্রিজিদা
জন্ম
লুইজিনা লল্লোব্রিজিদা

(1927-07-04) ৪ জুলাই ১৯২৭ (বয়স ৯৬)
সুবাকো, লাজিও, ইতালি

লল্লোব্রিজিদা ১৯৫৩ সালে পানে, আমোরে এ ফান্তাসিয়া চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে নাস্ত্রো দারজেন্তো পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ বিদেশি অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি লা দোন্নো পিউ বেল্লা দেল মোন্দো (১৯৫৫), ভেনেরে ইমপেরিয়েলে (১৯৬২) ও বোনা সেরা, মিসেস ক্যাম্পবেল (১৯৬৮) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনটি দাভিদ দি দোনাতেল্লো লাভ করেন।

চলচ্চিত্র কর্মজীবনের পড়তিকালীন তিনি আলোকচিত্র সাংবাদিক ও ভাস্কর হিসেবে তার দ্বিতীয় কর্মজীবন শুরু করেন। ১৯৭০-এর দশকে তিনি ফিদেল কাস্ত্রোর সাক্ষাৎকার গ্রহণের সুযোগ পান। তিনি ইতালীয় ও ইতালীয় মার্কিন বিভিন্ন সমস্যায় সক্রিয় কর্মী হিসেবে, বিশেষ করে ন্যাশনাল ইতালিয়ান আমেরিকান ফাউন্ডেশনের হয়ে, কাজ করেন। ২০০৮ সালে প্রতিষ্ঠানটির বার্ষিক আয়োজনে তাকে এনআইএএফ আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

প্রারম্ভিক জীবন

লুইজিয়া লল্লোব্রিজিদা ১৯২৭ সালের ৪ঠা জুলাই ইতালির সুবিয়াকো শহরের জন্মগ্রহণ করেন। তার পিতা একজন আসবাবপত্র প্রস্তুতকারক ছিলেন। তার তিন বোন ছিল, তারা হলেন জুলিয়ানা (জ. ১৯২৪), মারিয়া (জ. ১৯২৯) ও ফেরনান্দা (১৯৩০-২০১১)। তরুণ বয়সে লল্লোব্রিজিদা মডেলিং করতেন এবং কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই সময়ে তিনি কয়েকটি ইতালীয় চলচ্চিত্র ছোট চরিত্রে অভিনয় করেন।

১৯৪৫ সালে ১৮ বছর বয়সে তিনি মন্তে কাস্তেল্লো দি ভিবিওর তিয়াত্রো দেল্লা কনকর্দিয়ায় এদুয়ার্দো স্কারপেত্তার সান্তারেল্লিনা নাটকে অভিনয় করেন।

১৯৪৭ সালে লল্লোব্রিজিদা মিস ইতালিয়া সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করেন, যার ফলে তিনি জাতীয় পরিসরে পরিচিতি অর্জন করেন।

কর্মজীবন

১৯৫৩ সালে লল্লোব্রিজিদার অভিনীত পানে, আমোরে এ ফান্তাসিয়া চলচ্চিত্রটি বক্স অফিসে সফলতা অর্জন করে। তিনি এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে নাস্ত্রো দারজেন্তো লাভ করেন এবং শ্রেষ্ঠ বিদেশি অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এরপর তিনি লা প্রোভিনচিয়ালে (১৯৫৩) ও লা রোমানা (১৯৫৪) চলচ্চিত্রে অভিনয় করেন।

তিনি লা দোন্নো পিউ বেল্লা দেল মোন্দো (১৯৫৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তার প্রথম দাভিদ দি দোনাতেল্লো লাভ করেন। এই চলচ্চিত্রে তিনি ইতালীয় সোপরানো লিনা কাভালিয়েরির চরিত্রে অভিনয় করেন, এবং নিজের কণ্ঠে কয়েকটি তোস্কা গান।

তিনি ১৯৬২ সালে স্টিফেন বয়েডের বিপরীতে জঁ দেলানয়ের পরিচালনায় ভেনেরে ইমপেরিয়েলে (১৯৬২) চলচ্চিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে নাস্ত্রো দারজেন্তোদাভিদ দি দোনাতেল্লো লাভ করেন। এরপর তিনি শন কনারির বিপরীতে ওম্যান অব স্ট্র (১৯৬৪), রক হাডসনের বিপরীতে স্ট্রেঞ্জ বেডফেলোস (১৯৬৫) ও অ্যালেক গিনেসের বিপরীতে হোটেল পারাদিজো (১৯৬৬) চলচ্চিত্রে অভিনয় করেন।

তিনি শেলি উইন্টার্স, ফিল সিলভার্স, পিটার লফোর্ড ও টেলি স্যাভালাসের সাথে বোনা সেরা, মিসেস ক্যাম্পবেল (১৯৬৮) চলচ্চিত্র অভিনয় করেন। এই কাজের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তার তৃতীয় দাভিদ দি দোনাতেল্লো লাভ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

জিনা লল্লোব্রিজিদা প্রারম্ভিক জীবনজিনা লল্লোব্রিজিদা কর্মজীবনজিনা লল্লোব্রিজিদা তথ্যসূত্রজিনা লল্লোব্রিজিদা বহিঃসংযোগজিনা লল্লোব্রিজিদাইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

বিশেষ্যবাংলাদেশের বন্দরের তালিকাকাতার২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপগর্ভধারণছাগলইহুদি গণহত্যাআলিআব্বাসীয় বিপ্লববাংলাদেশ জাতীয় ক্রিকেট দলতাপপ্রবাহশুক্র গ্রহস্নায়ুযুদ্ধপ্রেমালুশীর্ষে নারী (যৌনাসন)বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরাসাদ্দাম হুসাইনবাংলাদেশের তৈরি পোশাক শিল্পডায়াজিপামআইজাক নিউটনবাংলাদেশের জাতীয় পতাকারবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মবিশ্ব ম্যালেরিয়া দিবসরশ্মিকা মন্দানামার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৪দুর্গাপূজাঔষধ প্রশাসন অধিদপ্তরসাইবার অপরাধবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসূরা কাফিরুনবাংলাদেশের রাষ্ট্রপতিদ্বৈত শাসন ব্যবস্থা৬৯ (যৌনাসন)ইস্তেখারার নামাজপর্তুগিজ সাম্রাজ্যকম্পিউটারভারতের সাধারণ নির্বাচন, ২০২৪নিজামিয়া মাদ্রাসাগোপালগঞ্জ জেলামানিক বন্দ্যোপাধ্যায়বঙ্গভঙ্গ (১৯০৫)রঙের তালিকাজাতীয় সংসদইউরোবাংলাদেশের পৌরসভার তালিকাবাসুকীজয় চৌধুরীপানিপথের যুদ্ধখুলনা জেলাগজলবাংলাদেশ সেনাবাহিনীর পদবিযক্ষ্মাব্রাজিলকনডমমহেন্দ্র সিং ধোনিদক্ষিণবঙ্গবাগদাদ অবরোধ (১২৫৮)কারামান বেয়লিকসংস্কৃত ভাষাফারাক্কা বাঁধফাতিমাএ. পি. জে. আবদুল কালাম১৮৫৭ সিপাহি বিদ্রোহরবীন্দ্রসঙ্গীতহোমিওপ্যাথিশিশ্ন বর্ধনস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবলোকনাথ ব্রহ্মচারীহজ্জমানবজমিন (পত্রিকা)ইসলাম ও হস্তমৈথুনআশারায়ে মুবাশশারাভোটবাংলাদেশের কোম্পানির তালিকাকিরগিজস্তানযোগাযোগবঙ্গবন্ধু-২🡆 More