গান্ধী আশ্রম ট্রাস্ট

গান্ধী আশ্রম নোয়াখালী জেলায় অবস্থিত একটি জনহিতকর ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। ১৯৪৬ সালে জাতিগত সংঘাত পর মহাত্মা গান্ধী নোয়াখালী জেলা এর বেগমগঞ্জ উপজেলা ভ্রমণ করেন এরং ১৯৪৭ সালের ২৯ জানুয়ারি গান্ধী বর্তমানে সোনাইমুড়ি উপজেলার জয়াগ বাজার নামক স্থানে পরিদর্শনের জন্য গেলে, সেখানকার তৎকালীন জমিদার ব্যরিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সকল সম্পত্তি গান্ধীজির আদর্শ প্রচার এবং গান্ধীজির স্মৃতি সংরক্ষণের একটি ট্রাস্টের মাধ্যমে জন্য দান করেন এবং গান্ধীজির নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন।

ট্রাস্টটি প্রথমে আম্বিকা কালিগঙ্গা চ্যেরিটেবল ট্রাস্ট হিসেবে নিবন্ধন কৃত হলেও ১৯৭৫ সালে এটি নাম পরিবর্তিত হয়ে গান্ধি আশ্রম ট্রাস্টে পরিনত হয়। গান্ধি আশ্রমে গান্ধিজির নামে একটি জাদুঘর ও আছে যাতে গান্ধিজির তখনকার নোয়াখালী সফরের একশতাধিক ছবি ও ব্যবহৃত জিনিসপত্র ও প্রকাশিত লেখা সংরক্ষিত আছে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর, গান্ধী আশ্রমের দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্যের পরিবর্তন ঘটে। তখন দাতব্য কার্যক্রমের পাশাপাশি দরিদ্র ও অনগ্রসরদের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়। বর্তমানে, গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান লক্ষ্য হচ্ছে জীবনযাত্রার উন্নত মানের উন্নয়ন। বর্তমানে আশ্রমটি একটি ট্রাষ্ট হিসেবে পল্লি উন্নয়নের কাজ করছে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

নোয়াখালী জেলামহাত্মা গান্ধী

🔥 Trending searches on Wiki বাংলা:

অর্থনীতিশাহরুখ খানআনন্দবাজার পত্রিকামরিয়ম বিনতে ইমরানপ্রথম ওরহানরশিদ চৌধুরীআর্জেন্টিনাকবিতাআমর ইবনে হিশামপথের পাঁচালী (চলচ্চিত্র)বাংলার নবজাগরণলোকনাথ ব্রহ্মচারীবাংলাদেশ নৌবাহিনীবাংলাদেশ সশস্ত্র বাহিনীসূরা কাফিরুনভারতের প্রধানমন্ত্রীদের তালিকাআলবার্ট আইনস্টাইনআসসালামু আলাইকুমবাংলা ব্যঞ্জনবর্ণরোজাজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)গুজরাত টাইটান্সপুদিনাল্যাপটপবাস্তুতন্ত্রট্রাভিস হেডফুসফুসধর্মসিকিমমানব শিশ্নের আকারবাংলাদেশের স্বাধীনতার ঘোষকদেলাওয়ার হোসাইন সাঈদীনারীসত্যজিৎ রায়ওয়েব ব্রাউজারহার্দিক পাণ্ড্যবাংলাদেশের স্বাধীনতা দিবসবাংলাদেশের অর্থনীতিখেজুরপ্রধান পাতাঢাকা বিশ্ববিদ্যালয়র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নফ্রান্সিস স্কট কী সেতু (বাল্টিমোর)রমজান (মাস)মালয়েশিয়াব্রাহ্মণবাড়িয়া জেলাঅপু বিশ্বাসরক্তশূন্যতাবাংলাদেশের পদমর্যাদা ক্রমসেন্ট মার্টিন দ্বীপতাজবিদফিতরাসালমান এফ রহমানমানিক বন্দ্যোপাধ্যায়বিড়ালমহিবুল হাসান চৌধুরী নওফেলইমাম বুখারীভাষা আন্দোলন দিবসপর্যায় সারণী (লেখ্যরুপ)প্রধান ধর্মাবলম্বী গোষ্ঠীসমূহব্যাংকফিলিস্তিনফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাগোপাল ভাঁড়ডুগংমুসাসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাইফয়েড জ্বরমুহাম্মাদের সন্তানগণঅপারেশন সার্চলাইটসূরা ইয়াসীনফ্রান্সজাতিসংঘযুক্তরাজ্যকোপা আমেরিকাতাপমাত্রাবাংলাদেশ বিমান বাহিনীজসীম উদ্‌দীন🡆 More