গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়: বাঙালি লেখক

গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় (ইংরেজি: Ganga Prasad Mukhopadhyay) ( ১৭ ডিসেম্বর, ১৮৩৬ - ১৩ ডিসেম্বর, ১৮৮৯) ছিলেন অবিভক্ত বাংলার যশস্বী চিকিৎসক।

গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়
জন্ম(১৮৩৬-১২-১৭)১৭ ডিসেম্বর ১৮৩৬
মৃত্যু১৩ ডিসেম্বর ১৮৮৯(1889-12-13) (বয়স ৫২)
জাতীয়তাবৃটিশ ভারতীয়
নাগরিকত্ববৃটিশ ভারতীয়
পেশাচিকিৎসক ও লেখক
দাম্পত্য সঙ্গীজগত্তারিণী দেবী
সন্তানস্যার আশুতোষ মুখোপাধ্যায়
পিতা-মাতাবিশ্বনাথ মুখোপাধ্যায় (পিতা)

সংক্ষিপ্ত জীবনী

গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট-বলাগড় গ্রামে। পিতার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। বাল্যকালে তার পিতৃবিয়োগ ঘটায় দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে পড়াশোনা করেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। ১৮৫৭ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে, তিনি ওই বছরেই এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৬১ খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে  বি.এ  পাশ করে কিছু দিন আইন পড়তে যান। পরে অবশ্য ডাক্তারি পড়তে শুরু করেন এবং ১৮৬৬ খ্রিস্টাব্দে এম.বি পাশ করে কলকাতার ভবানীপুর অঞ্চলে চিকিৎসা ব্যবসা শুরু করেন। দয়ালু ও সুচিকিৎসক হিসাবে তার সেসময় বেশ খ্যাতি ছিল। প্র্যাকটিসের ফাঁকেই তিনি  লিখেছিলেন বেশ কয়েকটা বই। সাধারণের পাঠোপযোগী,সাধারণ চিকিৎসা এবং ওষুধ-বিষুধের জন্য বাংলায় লেখেন চিকিৎসা সংক্রান্ত বই -

  • 'মাতৃশিক্ষা'
  • 'চিকিৎসা প্রকরণ' 

বই দুটি সেসময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল।  সে কালের কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তারি ছাত্রদের বাংলায় লেখা বইয়ের অভাব দেখে বাংলায় অনুবাদ করেন প্র্যাকটিস অফ মেডিসিনের প্রথম খণ্ড,দ্বিতীয় খণ্ড এবং‘শারীর বিদ্যা’(Anatomy-র বাংলা অনুবাদ)। গঙ্গাপ্রসাদ শুধু মেডিক্যাল সায়েন্সের বই-ই অনুবাদ করেননি, তিনি বাল্মীকি রামায়ণের ছন্দোবদ্ধ অনুবাদ করেছিলেন। গঙ্গাপ্রসাদের স্ত্রী ছিলেন জগত্তারিণী দেবী এবং বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন তার একমাত্র সন্তান। কলকাতার ভবানীপুরে তার নামাঙ্কিত একটি সড়ক আছে।

জীবনাবসান

গঙ্গাপ্রসাদ ১৮৮৯ খ্রিস্টাব্দে ১৩ ডিসেম্বর ৫৩ বৎসর বয়সে স্বল্প রোগভোগের পর প্রয়াত হন।

তথ্যসূত্র

Tags:

ইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

০ (সংখ্যা)তরমুজপ্রেমালুনগরায়নউসমানীয় খিলাফতজগদীশ চন্দ্র বসুঘূর্ণিঝড়বাংলাদেশশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাআবদুল মোনেম লিমিটেডমুতাজিলাওপেকপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১মৃত্যু পরবর্তী জীবনকামরুল হাসানজব্বারের বলীখেলাজেরুসালেমওয়ালটন গ্রুপহোয়াটসঅ্যাপনাটকধর্ষণজয়া আহসানতুলসীআব্বাসীয় খিলাফতমালদ্বীপঝড়মুর্শিদাবাদ জেলাআমাশয়বাংলাদেশ পুলিশআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাশাকিব খানসিফিলিসঅ্যান্টিবায়োটিক তালিকাষড়রিপুসাহাবিদের তালিকারাজশাহী বিশ্ববিদ্যালয়নামাজআব্বাসীয় বিপ্লবনিউটনের গতিসূত্রসমূহতাপ সঞ্চালনপ্রাকৃতিক সম্পদস্বরধ্বনিকোষ বিভাজনউমর ইবনুল খাত্তাববিসমিল্লাহির রাহমানির রাহিমমঙ্গল গ্রহবীর শ্রেষ্ঠরামকৃষ্ণ পরমহংসবিরসা দাশগুপ্তহৃৎপিণ্ডবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবসত্যজিৎ রায়ের চলচ্চিত্রআশারায়ে মুবাশশারাযাকাতকালেমাবাঁশহরপ্পাবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২বাংলাদেশ সরকারকৃষ্ণচূড়াবাংলার ইতিহাসআগরতলা ষড়যন্ত্র মামলাবাংলাদেশের কোম্পানির তালিকাকম্পিউটারমাটিইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাউদ্ভিদদৈনিক যুগান্তরবাংলাদেশের শিক্ষামন্ত্রীশিক্ষাজওহরলাল নেহেরুবিদীপ্তা চক্রবর্তীশিববাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহবাগদাদ অবরোধ (১২৫৮)মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৪জান্নাত🡆 More