গওহর আরা বেগম: মোগল সাম্রাজ্যের শাহাজাদী

গওহর আরা বেগম (১৭ জুন, ১৬৩১ – ১৭০৬ আনুমানিক) মোগল রাজকন্যা এবং সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মুমতাজ মহলের চৌদ্দতম এবং সর্বকনিষ্ঠ সন্তান।

গওহর আরা বেগম
মোগল রাজকন্যা
জন্ম১৭ জুন, ১৬৩১
বুরহানপুর,ভারত
মৃত্যু১৭০৬ (বয়স ৭৪–৭৫)
দিল্লী, ভারত
রাজবংশতৈমুরি রাজবংশ
পিতাশাহ জাহান
মাতামুমতাজ মহল
ধর্মইসলাম

গওহরের মা বিখ্যাত মোগল সম্রাজ্ঞী মুমতাজ মহল ১৬৩১ সালে তাকে জন্ম দেওয়ার সময় মারা যান। মুমতাজ মহলের মৃত্যুতে সম্রাট শাহ জাহান প্রচন্ড কষ্ট পান। তার নামেই বিখ্যতা স্মৃতি সৌধ তাজমহল তৈরী করা হয়। সম্রাট শাহ জাহানের ৪ পুত্র পরস্পরের সাথে উত্তরাধিকার যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে গওহর আরা বেগম জড়িত ছিলেন কি না সে সম্পর্কে খুব বেশি জানা যায় না।

গওহর আরা বেগম ১৭০৬ সালে মারা যান।

জীবন

গওহর আরা বেগম তার বাবার ও ভাইয়ের রাজত্বকালে খুব বেশি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতেন না।

উত্তরাধিকার যুদ্ধের সময়েও তিনি জড়িত ছিলেন না। তবে ধারণা করা হয় উত্তরাধিকার যুদ্ধের সময় তিনি তার চতুর্থ ভাই মুরাদ বখশের সিংহাসন লাভকে সমর্থন করেছিলেন। তবে এটা যদি সত্য হয়, তাহলে তাকে বিজয়ী ভাই আওরঙ্গজেবের দ্বারা কারাগারে বন্দী হওয়ার কথা ছিলো। কিন্তু তিনি বন্দী হন নি।

তার বোনদের সাথে গওহর আরা বেগমকে সম্রাট শাহজাহান বিয়ে করা থেকে নিষিদ্ধ করেন। তবে তার বাবার শাসনামলের পতন ঘটলে তিনি অনেকের বিয়ের ব্যবস্থা করেন। ১৬৭৩ সালে দারার শিকোহের পুত্র সিফির শিকোহ আওরঙ্গজেবের মেয়ে জুবদাত-উন-নিসাকে বিয়ে করেন। এই বিয়ের আয়োজন করেন গওহর আরা বেগম এবং তার মামাতো ভাই হামিদা বানু বেগম।

১৬৭২ সালে দারা শিকোহর নাতনী সালিম বনু বেগম ( যাকে তিনি দত্তক নিয়েছিলেন) এবং আওরঙ্গজেবের চতুর্থ পুত্র রাজকুমার মুহম্মদ আকবরের বিয়েতে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিবাহের অনুষ্ঠানে তিনি দিল্লি গেট থেকে বেগম মহল পর্যন্ত কাঠের কাঠামো দিয়ে আলোকসজ্জা করেছিলেন।

মৃত্যু

১৭০৬ সালে শাহজাহানবাদে গওহর আরা বেগম মারা যান। সেই সময় সম্রাট আওরঙ্গজেব, দাক্ষিণাত্য মালভূমিতে ছিলেন। বোনের মৃত্যুতে তিনি প্রচন্ড কষ্ট পেয়েছিলেন। তিনি বলতেন, "শাহ জাহানের সব সন্তানদের মধ্যে, তিনি এবং আমি বেঁচে আছি।"

স্বীকৃতি

  • রশীর গুপ্তের উপন্যাস মিস্ট্রেস অফ দ্য থ্রোন (২০১৪) এ গওহর আরা বেগম প্রধান চরিত্র।

তথ্যসূত্র

Tags:

গওহর আরা বেগম জীবনগওহর আরা বেগম মৃত্যুগওহর আরা বেগম স্বীকৃতিগওহর আরা বেগম তথ্যসূত্রগওহর আরা বেগমমুঘল সাম্রাজ্যমুমতাজ মহলশাহ জাহান

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের জাতীয় পতাকাবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকাশেখশ্রীলঙ্কা২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (এপ্রিল ২০২৩)মুঘল সাম্রাজ্যথ্যালাসেমিয়াগণতন্ত্রকারামান বেয়লিকঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)ফিলিস্তিনের ইতিহাসআসসালামু আলাইকুমজানাজার নামাজহীরক রাজার দেশেজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)মুহাম্মাদরবীন্দ্রনাথ ঠাকুরঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাবাংলাদেশের জেলাসমূহের তালিকামানিক বন্দ্যোপাধ্যায়কাঠগোলাপবাংলাদেশের নদীবন্দরের তালিকাসাপভারতীয় সংসদইন্দোনেশিয়ামেটা প্ল্যাটফর্মসপ্রাণ-আরএফএল গ্রুপপলাশীর যুদ্ধইন্দিরা গান্ধীসমাজবিজ্ঞানপ্রাকৃতিক দুর্যোগক্যান্সারআল মনসুরবাংলাদেশের নদীর তালিকাআলিওয়েবসাইটজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকামিয়ানমারসিরাজউদ্দৌলাস্বামী বিবেকানন্দভৌগোলিক নির্দেশকবাংলাদেশের বিভাগসমূহরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মভোটকুমিল্লা জেলাদুবাইহস্তমৈথুনের ইতিহাস২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপপৃথিবীরঙের তালিকানিমবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলইসলাম ও হস্তমৈথুনপায়ুসঙ্গমবারমাকিমাটিফুসফুসশাহবাজ আহমেদ (ক্রিকেটার)বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহজিয়াউর রহমানমুতাজিলাহামবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়বঙ্গভঙ্গ (১৯০৫)খুলনা বিভাগকশ্যপটিকটকডিপজলব্র্যাকঅ্যান্টিবায়োটিক তালিকাবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরবাংলাদেশের পোস্ট কোডের তালিকাদুধবিসিএস পরীক্ষাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানআরবি বর্ণমালাঅভিস্রবণ🡆 More