শাহ জাহান: পঞ্চম মুঘল সম্রাট

শাহবুদ্দিন মুহাম্মদ খুররাম (এছাড়াও পরিচিত শাহ জাহান, শাজাহান নামে। ফার্সি: شاه ‌جهان), ( জানুয়ারি ৫, ১৫৯২ – জানুয়ারি ২২, ১৬৬৬) মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন যিনি ১৬২৮ খ্রিষ্টাব্দ থেকে ১৬৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন। শাহ জাহান নামটি এসেছে ফার্সি ভাষা থেকে যার অর্থ পৃথিবীর রাজা। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং শাহরিয়ার মিরজার পরে ষষ্ঠ মুঘল সম্রাট।

শাহাবুদ্দিন মুহাম্মদ খুররম (শাহজাহান)
শাহ জাহান: প্রথম জীবন, সম্রাট (১৬২৮-১৬৫৮), মুঘল সাম্রাজ্যের প্রশাসন
"একটি গ্লোবের উপর দন্ডায়মান সম্রাট শাহ জাহান" স্মিথিসোনিয়ান ইন্সটিটিউট থেকে সংগ্রহক করা
মুঘল সম্রাট
রাজত্ব১৯ জানুয়ারি ১৬২৮ – ৩১ জুলাই ১৬৫৮
রাজ্যাভিষেক১৪ ফেব্রুয়ারি ১৬২৮, আগ্রা
পূর্বসূরিশাহরিয়ার মির্জা
উত্তরসূরিআওরঙ্গজেব
সমাধি
দাম্পত্য সঙ্গীআকবারাবাদি মহল
কান্দাহারি মহল
মুমতাজ মহল
হাসিনা বেগম সাহেবা
মুতি বেগম সাহেবা
ফাতেহপুরি মহল সাহেবা
সরহিন্দি বেগম সাহিবা
শ্রীমতি মানভবাতি বাইজি লাল সাহেবা
লীলাবতি বাইজি লাল সাহেবা
বংশধরজাহানারা বেগম
দারা শিকোহ
শাহ সুজা
রওশনারা বেগম
আওরঙ্গজেব
মুরাদ বাকশ
গহুরা বেগম
হুর আল নিসা
উম্মিদ বক্স
রাজ্যের নাম
শাহ জাহান
রাজবংশTimurid
রাজবংশমুঘল
পিতাজাহাঙ্গীর
মাতাপ্রিন্সেস মনমতি
ধর্মসুন্নি (ইসলাম)

তিনি সম্রাট জাহাঙ্গীর এবং তার হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিবি বিলকিস মাকানির সন্তান। সিংহাসন আরোহনের পূর্ব পর্যন্ত শাহাজাদা খুররাম নামে পরিচিত ছিলেন। ১৬২৭ সালে পিতা জাহাঙ্গীরের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে আরোহণ করেন। তার শাসনামলে মুঘলরা স্থাপত্য এবং সাংস্কৃতিক গৌরবের শিখরে পৌঁছেছিল। দাদা আকবরের মতো তিনিও তার সাম্রাজ্য প্রসারিত করতে আগ্রহী ছিলেন। ১৬৫৮ সালে তিনি অসুস্থ হয়ে পড়লে পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেন এবং বন্দী অবস্থায় ১৬৬৬ সালে আগ্রা দূর্গে তার মৃত্যু হয়।

তার রাজত্বের সময়কালের মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। সম্রাট শাহ জাহান লাল কেল্লা, শাহজাহান মসজিদ এবং তাঁর স্ত্রীর সমাধিসৌধ তাজমহল সহ অনেক স্মৃতিসৌধ নির্মাণ করেন। শাহ জাহান মেওয়ারের রাজপুত ও দাক্ষিণাত্যের লোদিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেন। ১৬২৭ সালের অক্টোবরে জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান তার কনিষ্ঠ ভ্রাতা শাহরিয়ার মির্জাকে পরাজিত করে আগ্রার কেল্লায় নিজেকে পরবর্তী মুঘল সম্রাট হিসাবে ঘোষণা করেন। শাহরিয়ার ছাড়াও, শাহজাহান সিংহাসনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী দাবিদারকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

শাহজাহান দাক্ষিণাত্য সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন। তিনি পর্তুগিজ এবং সাফাভিদের সাথে যুদ্ধের নেতৃত্ব দেন। সভাপতিত্ব করেন, যখন উসমানীয় সাম্রাজ্যের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখেন।

প্রথম জীবন

সেনাপতি

শাহজাহান মেবারের বিদ্রোহী রাজা রানা অমর সিং কে পরাজিত করেন ও মুঘলদের বশ্যতা স্বীকারে বাধ্য করেন। তিনি দাক্ষিণাত্যের লোদীদের দমন করেন এবং মুঘল সাম্রাজ্যর সীমা ঠিক রাখতে পিতা সম্রাট জাহাঙ্গীরকে সাহায্য করেন। জাহাঙ্গীর তাঁর ওপর যারপরনাই খুশি হন। তাকে পরবর্তী সম্রাট ঘোষণা করেন এবং শাহজাদা খুররমকে "শাহজাহান" বা " পৃথিবীর সম্রাট " উপাধি দিয়ে দরবারের স্থায়ী সভ্য করে নেন। ঐতিহাসিকদের মতে, এতে করে মহলের লোকেরা কেউ তাকে হিংসা করতে লাগল, কেউ তাকে তোষামোদ করতে লাগল। কিন্তু প্রকৃত অর্থে কেউই তাকে ভালবাসত না।

বিদ্রোহী রাজকুমার

শাহজাহান ছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসফ খানের জামাতা। তাঁর ছোটভাই শাহজাদা শাহরিয়ার ছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের জামাতা, ( শের আফগানের কন্যার স্বামী)। শাহজাহান সন্দেহপ্রবণ ছিলেন যে তাঁর অনুপস্থিতিতে শাহরিয়ারকে নূরজাহান সিংহাসনে বসাবেন। তাই সম্রাট জাহাঙ্গীর যখন অসুস্থ তখন তিনি পিতা ও ভাইদের এবং সম্রাজ্ঞী নূরজাহানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তিনি যুদ্ধে জয়ী হলেও, এসময় কান্দাহার পারস্যের নিকট মুঘলদের হাতছাড়া হয়।

সম্রাট (১৬২৮-১৬৫৮)

১৬২৮ খৃষ্টাব্দে শাহরিয়ার মিরজার পদত্যাগের পর তিনি সিংহাসনে আরোহন করেন৷

শাহজাহানের সময় মুঘল বাহিনীর সৈন্যসংখ্যা দশ লক্ষে উন্নীত হয়। এবং একে তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত করে। তাজমহল, লাল কেল্লা, দিল্লির শাহজাহানাবাদ শহর (পুরান দিল্লি) প্রভৃতি নির্মাণশৈলীর কারণে তাঁকে " প্রিন্স অফ বিল্ডার্স " বলা হয়ে থাকে।

মুঘল সাম্রাজ্যের প্রশাসন

শাহজাহানের শাসনকালে ভারত বিশ্বের ২৪% জিডিপির যোগান দিত। এবং সমসাময়িক বিশ্বে মুঘল ভারত ছিল সর্ববৃহৎ অর্থনীতির দেশ। তথাপি ১৬৩০ সালে দীর্ঘদিনের যুদ্ধ ও খরার কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। ঐসময়ে শাহজাহান "লঙ্গর" নামে একধরনের " মেকশিফট কিচেন" হাজারে হাজারে স্থাপন করে দুর্ভিক্ষ প্রতিরোধ করেন। এরকম মেকশিফট কিচেন / লঙ্গরখানার চল এখনও আধুনিক ভারতবর্ষে রয়েছে।

শিল্পকলা পৃষ্ঠপোষকতা

শাহজাহান শিল্পকলার দারুণ পৃষ্ঠপোষক ছিলেন। তিনি পৃথিবীর স্মরণকালের শ্রেষ্ঠ সমাধিসৌধ "আগ্রার তাজমহল" নির্মাণ করেন। সমসাময়িক বিশ্বের সবচেয়ে জনবহুল ও বিলাসবহুল শাহজাহানাবাদ শহর নির্মাণ করেন দিল্লির বুকে। লাল কেল্লা তৈরি করেন বর্তমানে যেখান থেকে প্রতিবছর ভারতের প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

পরবর্তী জীবন

শাহজাহানের শেষ জীবন সুখের ছিল না। তিনি তাঁর জীবনের শেষ বিশ বছর আগ্রা দুর্গে পুত্র আওরঙ্গজেব কর্তৃক গৃহবন্দী হয়ে কাটান। তাঁর জীবদ্দশায় আওরঙ্গজেব তাঁর অবশিষ্ট পুত্র ও তাঁদের ঘরের নাতিদের হত্যা করেন।

স্থাপত্য নিদর্শন

সম্রাট শাহজাহান অত্যন্ত শিল্পানুরাগী ছিলেন। তাজমহল ছাড়াও তাঁর অমর কীর্তি গুলো হচ্ছে:-

শাহ জাহান: প্রথম জীবন, সম্রাট (১৬২৮-১৬৫৮), মুঘল সাম্রাজ্যের প্রশাসন 
তাজমহল, by artist Edwin Lord Weeks. The Walters Art Museum.
  • জামা মসজিদ, দিল্লি, ভারত
  • শাহজাহান মসজিদ, সিন্ধু, পাকিস্তান
  • মতি মসজিদ, লাহোর, পাকিস্তান
  • শালিমার গার্ডেন, লাহোর, পাকিস্তান
  • ওয়াজির খান মসজিদ, লাহোর, পাকিস্তান
  • দেওয়ান-ই-আম
  • দেওয়ান-ই-খাস
  • ময়ূর সিংহাসন

অবদান

শাহজাহানের অবদান স্থাপত্যশিল্পে অনস্বীকার্য। তবে এসব স্থাপত্যশৈলি নির্মাণের ব্যয়ভার বহন করার সময় তিনি শাহী খাজনার দরজা খুলে দিতেন যেন কারিগররা ইচ্ছামত মজুরি নিতে পারে। ফলস্বরূপ ১৬৬৫ সাল নাগাদ মুঘল শাহী খাজনা প্রায় শূন্য হয়ে পড়ে। শাহজাহানের এই খামখেয়ালিপনাকে মুঘল সাম্রাজ্যের পতনের সূচক কারণ হিসেবে চিহ্ণিত করেছেন ইতিহাসবিদরা।

মুদ্রা

শাহ জাহান স্বর্ণ (মোহর), রৌপ্য (রুপি) এবং তামা (দাম), এই তিন ধাতুর মুদ্রার প্রচলন করেছিলেন। সিংহাসন আরোহনের পূর্বে প্রচলিত মুদ্রায় তার নাম খুররাম উল্লেখ করা ছিল।

শাহ জাহান
এর রীতি
শাহ জাহান: প্রথম জীবন, সম্রাট (১৬২৮-১৬৫৮), মুঘল সাম্রাজ্যের প্রশাসন 
উদ্ধৃতিকরণের রীতিশাহেনশাহ
কথ্যরীতিজাঁহাপনা
বিকল্প রীতিআলাম পনা

সম্পূর্ণ নাম

আবুল মোজাফ্ফর সাহিব উদ্দীন মোহাম্মদ সাহিব-ই কিরান শাহজাহান বাদশা গাজি

চিত্রশালা

শাহ জাহান: প্রথম জীবন, সম্রাট (১৬২৮-১৬৫৮), মুঘল সাম্রাজ্যের প্রশাসন 
তাজমহলের সর্বনিম্ন তলে শাহজাহান ও মুমতাজের কবর

তথ্যসূত্র

বহি:সংযোগ

পূর্বসূরী:
সম্রাট জাহাঙ্গীর
মুঘল সম্রাট
১৬২৬১৬৫৮
উত্তরসূরী:
সম্রাট আওরঙ্গজেব

Tags:

শাহ জাহান প্রথম জীবনশাহ জাহান সম্রাট (১৬২৮-১৬৫৮)শাহ জাহান মুঘল সাম্রাজ্যের প্রশাসনশাহ জাহান পরবর্তী জীবনশাহ জাহান স্থাপত্য নিদর্শনশাহ জাহান অবদানশাহ জাহান মুদ্রাশাহ জাহান সম্পূর্ণ নামশাহ জাহান চিত্রশালাশাহ জাহান তথ্যসূত্রশাহ জাহান বহি:সংযোগশাহ জাহানআকবরজাহাঙ্গীরফার্সি ভাষাবাবরভারত উপমহাদেশহুমায়ুন

🔥 Trending searches on Wiki বাংলা:

বিদ্যালয়ঐশ্বর্যা রাইইতালিচিকিৎসকউমর ইবনে আবদুল আজিজভ্লাদিমির লেনিনপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদমক্কাজলবায়ুলালন২০১৮–১৯ বুন্দেসলিগাবাংলা স্বরবর্ণসিরাজউদ্দৌলাইউটিউবমুঘল সাম্রাজ্যকাদারিয়াবাংলা ভাষাহামনামশুভমান গিলছয় দফা আন্দোলনমহাভারতমিশ্র অর্থনীতিবাংলাদেশের কোম্পানির তালিকারক্তলালসালু (উপন্যাস)কৈবর্ত বিদ্রোহদেব রাজবংশবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকাহার্নিয়াতুলসীইন্ডিয়ান সুপার লিগজগদীশ চন্দ্র বসুবাংলাদেশ সেনাবাহিনীগঙ্গা নদীবাংলাদেশের ইউনিয়নপ্রথম বিশ্বযুদ্ধথ্যালাসেমিয়ামহিবুল হাসান চৌধুরী নওফেলদেশ অনুযায়ী ইসলামঢাকাসিরাজগঞ্জ জেলাখারিজিপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)বাংলা প্রবাদ-প্রবচনের তালিকাময়মনসিংহআসামইহুদিচাহিদার স্থিতিস্থাপকতাতেভাগা আন্দোলনকম্পিউটার কিবোর্ডলালবাগের কেল্লানারীচুয়াডাঙ্গা জেলারক্তশূন্যতাইরাকঢাকা জেলামালয়েশিয়ার ইতিহাসমুহাম্মাদওজোন স্তরসুনীল গঙ্গোপাধ্যায়দারাজবাংলাদেশমালদ্বীপখুলাফায়ে রাশেদীনইসরায়েলের ইতিহাসভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকামিজানুর রহমান আজহারীবন্ধুত্বচট্টগ্রামঘূর্ণিঝড়আন্তর্জাতিক মাতৃভাষা দিবসরাম মন্দির, অযোধ্যাজাতিসংঘমধুমতি এক্সপ্রেসশবনম বুবলিমীর মশাররফ হোসেন🡆 More