কাহ্নপাদ: চর্যাগীতির পদকর্তা

কাহ্নপাদ (আনু. ১০ম শতক) বা কাহ্ন পা বা কনহপা বা কাহ্নিল পা বা কৃষ্ণপাদ বা কৃষ্ণাচার্য্য চুরাশিজন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন ছিলেন। বাংলা সাহিত্যের আদি নির্দশন চর্যাপদের কবিগোষ্ঠীর মধ্যে তিনি শ্রেষ্ঠ ও সর্বাধিক ১৩টি পদের রচয়িতা।

কাহ্নপাদ: চর্যাগীতির পদকর্তা
কাহ্ন পা

পরিচয়

তিব্বতী ঐতিহ্যানুসারে, ব্রাহ্মণ বংশজাত নাথপন্থী ও পরে সহজিয়া মতে দীক্ষাপ্রাপ্ত আচার্য কৃষ্ণপাদ বা কাহ্ন পা বৌদ্ধ মহাসিদ্ধ জলন্ধরীপাদের শিষ্য ছিলেন। সহজপন্থী তান্ত্রিক কাহ্ন পা সিদ্ধাচার্য, মন্ডলাচার্য ইত্যাদি উপাধিতে ভূষিত হন। তিব্বতী বৌদ্ধ লামা তারানাথের মতে, বিদ্যানগর নামক স্থানে তাঁর বাসস্থান ছিল। সম্প্রতি বাংলা সাহিত্যের ইতিহাস গবেষক প্রখ্যাত বৌদ্ধ ধর্মীয় অধ্যক্ষ জিতেন্দ্র লাল বড়ুয়া “নেত্রকোণা: অতীত ও বর্তমান” শীর্ষক এক গবেষণামূলক রচনায় ভাষাবিচারে কাহ্নপাকে বাংলাদেশের নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার কৃষ্ঠপুর গ্রামের সন্তান বলে দাবী করেছেন। কাহ্নপা সোমপুর মহাবিহারে সাধনা করতেন। তিনি হেবজ্র, যমান্তক প্রভৃতি বজ্রযান তন্ত্রসাধনার ওপর পঞ্চাশটির ওপর গ্রন্থ রচনা করেন। তিনি চর্যাপদের তেরোটি পদ রচনা করেন। তবে কাহ্নপা রচিত ২৪তম পদটি পাওয়া যায়নি।:৬০১,৬০২ পালরাজবংশের তৃতীয় রাজা দেবপালের রাজত্বকালে (আনু. ৯০০-৫০) তিনি বর্তমান ছিলেন।

কাহ্নপার পদগুলো

চর্যাদের কবিদের মধ্যে সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপা পদসংখ্যা ১৩ টি। পদ নং ৭, ৯,১০,১১,১২,১৩,১৮,১৯,৩৬,৪০,৪২,৪৫ এবং ২৪ তম পদ পাওয়া যায়নি। ১৩ ও ১৮ নং পদে তার বিবাহের সংবাদ পাওয়া যায়।

তথ্যসূত্র

Tags:

চর্যাপদচর্যাপদের কবিগণমহাসিদ্ধ

🔥 Trending searches on Wiki বাংলা:

কোষ বিভাজনবাংলা লিপিমাযহাবললিকন০ (সংখ্যা)বাঙালি হিন্দুদের পদবিসমূহপর্যায় সারণী (লেখ্যরুপ)গাণিতিক প্রতীকের তালিকাবলশাবনূরতেজস্ক্রিয়তাগেরিনা ফ্রি ফায়ারআমাশয়বাংলাদেশের প্রধানমন্ত্রীরক্তশ্রীকান্ত (উপন্যাস)পরমাণুফিদিয়া এবং কাফফারাগুগল৮৭১গ্রহভারতের ভূগোলদৈনিক প্রথম আলোইস্তেখারার নামাজগোলাপশ্রীকৃষ্ণকীর্তনযোনিবৃহস্পতি গ্রহতাকওয়াসাইপ্রাসসালাতুত তাসবীহআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাজার্মানিআইনজীবীগ্রিনহাউজ গ্যাসমামুনুর রশীদস্নায়ুকোষহান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনকুরাসাওআর্-রাহীকুল মাখতূমপাল সাম্রাজ্যমৌর্য সাম্রাজ্যভীমরাও রামজি আম্বেদকরফিলিস্তিনআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলবুধ গ্রহমুহাম্মাদহরে কৃষ্ণ (মন্ত্র)তক্ষক২০২৩ তুরস্ক–সিরিয়া ভূমিকম্পকোষ প্রাচীরবাংলাদেশ সেনাবাহিনীর পদবিহিরো আলমবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাহৃৎপিণ্ডন্যাটোখুররম জাহ্‌ মুরাদলিঙ্গ উত্থান ত্রুটিমুহাম্মদ ইউনূসউসমানীয় সাম্রাজ্যআব্দুল কাদের জিলানীচর্যাপদআতাজনগণমন-অধিনায়ক জয় হেইশার নামাজসূরা আর-রাহমানইসলামে যৌনতাইলন মাস্কশয়তানজান্নাতবঙ্গবন্ধু-১মানব দেহঋগ্বেদপায়ুসঙ্গমতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ভগবদ্গীতাপাখিডিম্বাশয়মুঘল সাম্রাজ্য🡆 More