কায়কোবাদ: বাঙালি কবি

কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (২৫ শে ফেব্রুয়ারি, ১৮৫৭ - ২১ জুলাই, ১৯৫১) বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। “মীর মশাররফ, কায়কোবাদ, মোজাম্মেল হকের মধ্যে কায়কোবাদই হচ্ছেন সর্বতোভাবে একজন কবি। কাব্যের আদর্শ ও প্রেরণা তাঁর মধ্যেই লীলাময় হয়ে ওঠে। সেজন্য একথা বেশ জোরের সঙ্গে বলা যায় যে কবি কায়কোবাদই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি”

মহাকবি

কায়কোবাদ
কায়কোবাদের সাদাকালো আলোকচিত্র
১৯৩২ খ্রিস্টাব্দে কায়কোবাদ
স্থানীয় নাম
কাজেম আল কোরায়শী
জন্ম(১৮৫৭-০২-২৫)২৫ ফেব্রুয়ারি ১৮৫৭
আগলা পোস্ট অফিস, নবাবগঞ্জ উপজেলা, ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু২১ জুলাই ১৯৫১(1951-07-21) (বয়স ৯৪)
ঢাকা
সমাধিস্থলআজিমপুর কবরস্থান
ছদ্মনামকায়কোবাদ
পেশা
ভাষাবাংলা, ইংরেজি
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্বব্রিটিশ ভারতীয়
উল্লেখযোগ্য রচনাবলিঅশ্রুমালা (১৮৯৬), বিরহ বিলাপ, মহাশ্মশান (১৯০৪),

তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা।

কায়কোবাদ: জন্ম ও শিক্ষাজীবন, কাব্যগ্রন্থ, পুরস্কার ও সম্মাননা
কবি কায়কোবাদের “অশ্রুমালা” কাব্যের নামপাতা, ১৩৫৬ বঙ্গাব্দ (প্রথম প্রকাশ ১৮৯৬)

জন্ম ও শিক্ষাজীবন

কায়কোবাদ ১৮৫৭ সালের ২৫ শে ফেব্রুয়ারি (বর্তমানে বাংলাদেশের) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা-পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঢাকা জেলা জজ কোর্টের একজন আইনজীবী শাহামাতুল্লাহ আল কোরেশীর পুত্র। কায়কোবাদ সেন্ট গ্রেগরি স্কুলে অধ্যয়ন করেন। পিতার অকালমৃত্যুর পর তিনি ঢাকা মাদ্রাসাতে (বর্তমান কবি নজরুল সরকারি কলেজ) ভর্তি হন যেখানে তিনি প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত অধ্যয়ন করেছিলেন। উপরন্তু, তিনি পরীক্ষা দেননি, বদলে তিনি পোস্টমাস্টারের চাকরি নিয়ে তার স্থানীয় গ্রামে ফিরে আসেন, যেখানে তিনি অবসর গ্রহণের আগ পর্যন্ত কাজ করেছেন। ১৯৩২ সালে, তিনি কলকাতাতে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলন-এর প্রধান অধিবেশনে সভাপতিত্ব করেন।

কাব্যগ্রন্থ

  • বিরহ বিলাপ (১৮৭০) (এটি তার প্রথম কাব্যগ্রন্থ)
  • কুসুম কানন (১৮৭৩)
  • অশ্রুমালা (১৮৯৬);
  • মহাশ্মশান (১৯০৪), এটি তার রচিত মহাকাব্য
  • শিব-মন্দির বা জীবন্ত সমাধি (১৯২১),
  • অমিয় ধারা (১৯২৩),
  • শ্মশানভষ্ম (১৯২৪)
  • মহররম শরীফ (১৯৩৩), ‘মহররম শরীফ' কবির মহাকাব্যোচিত বিপুল আয়তনের একটি কাহিনী কাব্য।
  • শ্মশান ভসন (১৯৩৮)।
  • প্রেমের বাণী (১৯৭০)
  • প্রেম পারিজাত (১৯৭০)

পুরস্কার ও সম্মাননা

বাংলা মহাকাব্যের অস্তোন্মুখ এবং গীতিকবিতার স্বর্ণযুগে মহাকবি কায়কোবাদ মুসলিমদের গৌরবময় ইতিহাস থেকে কাহিনী নিয়ে ‘মহাশ্মশান’ মহাকাব্য রচনা করে যে দুঃসাহসিকতা দেখিয়েছেন তা তাকে বাংলা সাহিত্যের গৌরবময় আসনে স্থান করে দিয়েছে। সেই গৌরবের প্রকাশে ১৯৩২ সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন কবি কায়কোবাদ। তিনি আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি। বাংলা কাব্য সাহিত্যে অবদানের জন্য ১৯২৫ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ’ ও ‘সাহিত্যরত্ন’ উপাধিতে ভূষিত করেন।

মৃত্যু

১৯৫১ সালের ২১ জুলাই কায়কোবাদ ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

কায়কোবাদ জন্ম ও শিক্ষাজীবনকায়কোবাদ কাব্যগ্রন্থকায়কোবাদ পুরস্কার ও সম্মাননাকায়কোবাদ মৃত্যুকায়কোবাদ তথ্যসূত্রকায়কোবাদ বহিঃসংযোগকায়কোবাদ

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডশিবসিরাজউদ্দৌলাবাংলাদেশের প্রধান বিচারপতিসিয়াচেন হিমবাহভূমি পরিমাপরাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কারনোয়াখালী জেলাচ্যাটজিপিটিদুরুদইস্তেখারার নামাজবাংলাদেশ সরকারি কর্ম কমিশনকরোনাভাইরাসআরবি ভাষাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসিফিলিসবাঙালি হিন্দুদের পদবিসমূহবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধচট্টগ্রাম জেলারামায়ণজহির রায়হানকবিতাডায়াজিপামএইচআইভিকালিদাসইসলামের ইতিহাসসুভাষচন্দ্র বসুবাংলা বাগধারার তালিকাট্রপোমণ্ডলবাংলাদেশের বিমানবন্দরের তালিকাআসসালামু আলাইকুমঢাকা বিভাগজ্বীন জাতিবৈষ্ণব পদাবলিআন্তর্জাতিক মাতৃভাষা দিবসসিন্ধু সভ্যতাআবুল খায়ের গ্রুপবাঙালি হিন্দু বিবাহচট্টগ্রামকম্পিউটার কিবোর্ডশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাযমুনা নদী (বাংলাদেশ)পহেলা বৈশাখগোত্র (হিন্দুধর্ম)কাজী নজরুল ইসলামের রচনাবলিকমলাকান্তউত্তর চব্বিশ পরগনা জেলাহুমায়ূন আহমেদজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাগোপাল ভাঁড়ইতালিপর্যায় সারণিবীর্যহস্তমৈথুনের ইতিহাসবিভক্তিকৃষ্ণগহ্বরইরানইউটিউবআডলফ হিটলারপ্লাস্টিক দূষণচর্যাপদজীবনানন্দ দাশমানুষনিরাপদ যৌনতাভাষা আন্দোলন দিবসপদ্মা সেতুঅপারেশন সার্চলাইটপৃথিবীভারতের প্রধানমন্ত্রীদের তালিকারংপুরআনারসবাংলাদেশের জেলাদীপু মনিঘূর্ণিঝড়২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পরিসংখ্যানমহানগর প্রভাতী/গোধূলী এক্সপ্রেসকাঠগোলাপদেবেন্দ্রনাথ ঠাকুর🡆 More