ওগ্যুস্ত ও লুই ল্যুমিয়ের

ল্যুমিয়ের ভ্রাতৃদ্বয় তথা ওগ্যুস্ত মারি লুই নিকোলা (; ১৯ অক্টোবর ১৮৬২ - ১০ এপ্রিল ১৯৫৪) এবং লুই জঁ (; ৫ অক্টোবর ১৮৬৪ - ৭ জুন ১৯৪৮) ছিলেন চলচ্চিত্রের ইতিহাসের প্রথম দিকের চলচ্চিত্র নির্মাতাদের দুজন। তারা এক ধরনের উন্নতমানের চিত্রগ্রহণের প্যাটেন্ট করেছিলেন, যা টমাস এডিসনের পিপশো কিনেটোস্কোপ থেকে ভিন্ন ছিল এবং একই সাথে একাধিক লোককে দেখার সুযোগ করে দিত।

ওগ্যুস্ত ও লুই ল্যুমিয়ের
Auguste and Louis Lumière
ওগ্যুস্ত ও লুই ল্যুমিয়ের
চলচ্চিত্রের উদ্ভাবক
জন্ম
  • ওগ্যুস্ত মারি লুই নিকোলা ল্যুমিয়ের
  • লুই জঁ ল্যুমিয়ের

  • ওগ্যুস্ত: (১৮৬২-১০-১৯)১৯ অক্টোবর ১৮৬২
  • লুই: (১৮৬৪-১০-০৫)৫ অক্টোবর ১৮৬৪

বেজাঁসোঁ, ফ্রান্স
মৃত্যু
  • ওগ্যুস্ত: ১০ এপ্রিল ১৯৫৪(1954-04-10) (বয়স ৯১)
  • লুই: ৬ জুন ১৯৪৮(1948-06-06) (বয়স ৮৩)

  • ওগ্যুস্ত: লিওঁ, ফ্রান্স
  • লুই: বঁদল, ফ্রান্স
সমাধিনব গিলোতিয়ের সমাধি (অবস্থান এ৬)
মাতৃশিক্ষায়তনলা মার্তিনিয়ে লিওঁ
পেশা
পিতা-মাতা
  • শার্ল-অঁতোয়ান ল্যুমিয়ের (১৮৪০-১৯১১)
  • জান জোসেফিন কস্তিল ল্যুমিয়ের (১৮৪১-১৯১৫)
পুরস্কারএলিয়ো ক্রেসোঁ পদক (১৯০৯)

জীবনী

ল্যুমিয়ের ভ্রাতৃদ্বয় ফ্রান্সের ব্যজঁসোঁ শহরে জন্মগ্রহণ করেন; তন্মধ্যে ওগ্যুস্ত ১৮৬২ সালের ১৯শে অক্টোবর ও লুই ১৮৬৪ সালের ৫ই অক্টোবর। তাদের পিতা শার্ল-অঁতোয়ান ল্যুমিয়ের (১৮৪০-১৯১১) এবং মাতা জান জোসেফিন কস্তিল ল্যুমিয়ের। তারা ১৮৬১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বেজাসোঁ শহরে এসে একটি ছোট আলোকচিত্র পোট্রেট স্টুডিও স্থাপন করেন। সেখানেই এই ভ্রাতৃদ্বয় জন্মগ্রহণ করেন। ১৮৭০ সালে তারা লিওঁ শহরে চলে যান, সেখানে তাদের আরেক পুত্র এদুয়ার ও তিন কন্যা জন্মগ্রহণ করেন। ওগ্যুস্ত ও লুই দুইজনেই লিওঁয়ের সর্ববৃহৎ প্রযুক্তি বিদ্যালয় লা মার্তিনিয়েতে পড়াশোনা করেন। তাদের পিতা শার্ল-অঁতোয়ান আলোকচিত্রের প্লেট প্রস্তুতকারী একটি ছোট ফ্যাক্টরি স্থাপন করেন, কিন্তু লুই ও তার এক ছোট বোনসহ সকাল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করেও তারা দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছান। ১৮৮২ সালের মধ্যে যখন তারা প্রায় ব্যর্থ হওয়ার পথে তখন ওগ্যুস্ত সামরিক সেবা থেকে ফিরে এসে তারা দুই ভাই তাদের পিতার প্লেট প্রস্তুতকে স্বয়ংক্রিয় করার জন্য মেশিনগুলোর নতুন করে নকশা প্রণয়ন করেন। তারা সফলতার সাথে নতুন ছবির প্লেট "এতিকেত ব্লো"-এর নকশা করেন এবং ১৮৮৪ সালে ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ দেন।

ওগ্যুস্ত ও লুই ল্যুমিয়ের 
লিওঁ শহরের নতুন গিলোতিয়ের সমাধিতে ল্যুমিয়ের ভ্রাতৃদ্বয়ের কবর।

লুই ১৯৪৮ সালের ৬ই জুন ও ওগ্যুস্ত ১৯৫৪ সালের ১০ই এপ্রিল মৃত্যুবরণ করেন। তাদের লিওঁ শহরের নতুন গিলোতিয়ের সমাধিতে পারিবারিক কবরে সমাহিত করা হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ওগ্যুস্ত ও লুই ল্যুমিয়ের জীবনীওগ্যুস্ত ও লুই ল্যুমিয়ের আরও দেখুনওগ্যুস্ত ও লুই ল্যুমিয়ের তথ্যসূত্রওগ্যুস্ত ও লুই ল্যুমিয়ের বহিঃসংযোগওগ্যুস্ত ও লুই ল্যুমিয়েরউইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণটমাস এডিসন

🔥 Trending searches on Wiki বাংলা:

মুজিবনগর সরকারজি২০ব্যক্তিনিষ্ঠতাজীবনানন্দ দাশআস-সাফাহমুহাম্মাদের সন্তানগণভারতীয় জনতা পার্টিদক্ষিণ কোরিয়াবাউল সঙ্গীতরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুচিকিৎসক২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (এপ্রিল ২০২৩)কৃত্তিবাসী রামায়ণঅব্যয় পদসালোকসংশ্লেষণমাওলানাবাংলাদেশ সরকারি কর্ম কমিশনহেপাটাইটিস বিমাদারীপুর জেলাঅমর সিং চমকিলাবীর্যমেঘনাদবধ কাব্যডায়াজিপামমমতা বন্দ্যোপাধ্যায়সমকামিতাসুকান্ত ভট্টাচার্যবাংলাদেশ পুলিশপ্রথম বিশ্বযুদ্ধচট্টগ্রামজাযাকাল্লাহকিশোরগঞ্জ জেলানামাজবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়যোনি পিচ্ছিলকারকদ্বিতীয় মুরাদবাংলাদেশের উপজেলারেওয়ামিলঅর্থ (টাকা)সৌদি আরবের ইতিহাসকারাগারের রোজনামচাযুক্তরাজ্যবগুড়া জেলাখিলাফতবিভিন্ন দেশের মুদ্রাবঙ্গবন্ধু-১যোগাসনশরৎচন্দ্র চট্টোপাধ্যায়যাকাতরানা প্লাজা ধসউজবেকিস্তানবক্সারের যুদ্ধবাবরআরবি বর্ণমালাইহুদি ধর্মলক্ষ্মীপুর জেলামঙ্গল গ্রহশায়খ আহমাদুল্লাহব্যাকটেরিয়াসালমান বিন আবদুল আজিজপানিপথের যুদ্ধস্নায়ুযুদ্ধউমর ইবনুল খাত্তাব২০২৬ ফিফা বিশ্বকাপবিশ্বের মানচিত্রদুবাইআবুল কাশেম ফজলুল হকউদ্ভিদদক্ষিণ এশিয়াইসলামে বিবাহপ্রাণ-আরএফএল গ্রুপচর্যাপদআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলআমার দেখা নয়াচীনপেশাগাঁজা (মাদক)বাংলাদেশ ব্যাংকথাইল্যান্ড🡆 More