এম. এ. হান্নান

এম.

এ. হান্নান হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। জিয়াউর রহমানের পূর্বেই তিনি বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রেরিত স্বাধীনতার ঘোষণা কালুরঘাট স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে পাঠ করেছিলেন। মুক্তিযুদ্ধে অনন্য সাধারণ অবদানের জন্য ২০১৩ সালে তাকে “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।

মোঃ আব্দুুুল হান্নান
এম. এ. হান্নান
জন্ম১০ ফেব্রুয়ারি, ১৯৩০
মৃত্যু১১ জুন, ১৯৭৪
মৃত্যুর কারণসড়ক দূর্ঘটনা
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
মাতৃশিক্ষায়তনদারিয়াপুর হাইস্কুল, মেহেরপুর
কুষ্টিয়া সরকারি কলেজ
জগন্নাথ কলেজ
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
পেশারাজনীতি
প্রতিষ্ঠানবাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ
বাংলাদেশ রেল শ্রমিক লীগ
আদি নিবাসমেহেরপুর, বাংলাদেশ
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস

মুসলিম লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ (১৯৬৪ সাল থেকে)
পিতা-মাতামওলানা মোহাম্মদ মুহিবুর রহমান (পিতা)
পুরস্কারস্বাধীনতা পুরস্কার (২০১৩)

জন্ম ও পারিবারিক পরিচিতি

জন্ম ১৯৩০ সালের ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার খাসপুর গ্রামে। তার পিতা মওলানা মোহাম্মদ মুহিবুর রহমান ব্রিটিশ ভারতে কংগ্রেস ও পরে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ভারত বিভাগের পর মুহিবুর রহমান ১৯৪৮ সালে সপরিবারে মেহেরপুর জেলার আমঝুপিতে এসে বসতি স্থাপন করেন।

শিক্ষাজীবন

এম.এ হান্নান ১৯৪৯ সালে মেহেরপুরের দারিয়াপুর হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫১ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে আই.এ পাস করেন। ঢাকার জগন্নাথ কলেজে বি.এ অধ্যয়নকালে তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। পরে তিনি চট্টগ্রাম নাইট কলেজে নৈশ বিভাগে ভর্তি হন।

কর্মজীবন

তিনি চার্টার্ড ব্যাংকে চাকরি গ্রহণ করেন। পরে তিনি আলফা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপক হিসেবেও চাকরি করেন।

এম.এ হান্নান ১৯৭৩ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সম্মেলনে (আই এল ও কনভেনশন) যোগ দেন। তিনি বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ রেল শ্রমিক লীগের সভাপতি, চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

অবদান

এম.এ হান্নান চট্টগ্রামে আওয়ামী লীগে যোগ দেন। তিনি ১৯৬৪ সালে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা বিরোধী আন্দোলনে তিনি অংশ নেন। ১৯৬৮ সালে তিনি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৭০ সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৭১ সালে অসহযোগ আন্দোলন চলাকালে তিনি ২৪ মার্চ চট্টগ্রাম বন্দরে ‘সোয়াত’ জাহাজ থেকে পাকিস্তানিদের অস্ত্র খালাসের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতাকে নিয়ে প্রতিরোধ সৃষ্টি করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরিত স্বাধীনতার ঘোষণা কালুরঘাট স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে পাঠ করেন। পরে তিনি আগরতলা যান এবং সেখানে হরিনা যুব শিবির প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

মৃত্যু

এম.এ হান্নান ১৯৭৪ সালের ১১ জুন চৌদ্দগ্রামে এক সড়ক দূর্ঘটনায় আহত হন এবং পরদিন ফেনী হাসপাতালে তার মৃত্যু হয়।

পুরস্কার ও সম্মাননা

এদেশের স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য ২০১৩ সালে বাংলাদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার” হিসাবে পরিচিত স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

এম. এ. হান্নান জন্ম ও পারিবারিক পরিচিতিএম. এ. হান্নান শিক্ষাজীবনএম. এ. হান্নান কর্মজীবনএম. এ. হান্নান অবদানএম. এ. হান্নান মৃত্যুএম. এ. হান্নান পুরস্কার ও সম্মাননাএম. এ. হান্নান আরও দেখুনএম. এ. হান্নান তথ্যসূত্রএম. এ. হান্নান বহিঃসংযোগএম. এ. হান্নানকালুরঘাট বেতার কেন্দ্রজিয়াউর রহমানবাংলাদেশবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধশেখ মুজিবুর রহমানস্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার

🔥 Trending searches on Wiki বাংলা:

শবনম বুবলিভারতীয় সংসদশ্রাবন্তী চট্টোপাধ্যায়রাজশাহী বিভাগপ্রথম উসমানআন্তর্জাতিক শ্রমিক দিবসঅসমাপ্ত আত্মজীবনীকিরগিজস্তানজিএসটি ভর্তি পরীক্ষাবাংলাদেশের জেলাগজলরামায়ণনারী খৎনাদৈনিক যুগান্তরস্ক্যাবিসজলবায়ুহিসাববিজ্ঞাননকশীকাঁথা এক্সপ্রেসইসলামে যৌনতাঅনাভেদী যৌনক্রিয়াপৃথিবীর বায়ুমণ্ডলজ্ঞানদেব (অভিনেতা)রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুটুইটারতাহসান রহমান খানব্যক্তিনিষ্ঠতাসূরা ইয়াসীনহোয়াটসঅ্যাপইসনা আশারিয়াইউরোপীয় ইউনিয়নদারাজএল নিনোবাণাসুরবঙ্গভঙ্গ আন্দোলনঊনসত্তরের গণঅভ্যুত্থানবাগদাদইন্সটাগ্রামমমতা বন্দ্যোপাধ্যায়ম্যালেরিয়াঐশ্বর্যা রাইপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১কাজী নজরুল ইসলামের রচনাবলিসূরা ফাতিহাজরায়ুকুমিল্লা জেলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)বাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাবাস্তুতন্ত্রবিশেষণবাংলাদেশের মন্ত্রিসভাপর্তুগিজ সাম্রাজ্যনাদিয়া আহমেদবাংলা বাগধারার তালিকাবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাচৈতন্য মহাপ্রভুবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডজালাল উদ্দিন মুহাম্মদ রুমিজহির রায়হানপ্রথম বিশ্বযুদ্ধের কারণজান্নাতুল ফেরদৌস পিয়াসিলেট২৫ এপ্রিললালনইউরোপরংপুরচেন্নাই সুপার কিংসআলাউদ্দিন খিলজিমাযহাবমুস্তাফিজুর রহমানচর্যাপদময়ূরী (অভিনেত্রী)রেজওয়ানা চৌধুরী বন্যাইতালিবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়উপজেলা পরিষদসিরাজগঞ্জ জেলা🡆 More