এদের মিলিতাও: ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়

এদের গাব্রিয়েল মিলিতাও (পর্তুগিজ: Éder Militão, ব্রাজিলীয় পর্তুগিজ: ; জন্ম: ১৮ জানুয়ারি ১৯৯৮; এদের মিলিতাও নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

এদের মিলিতাও
এদের মিলিতাও: প্রারম্ভিক জীবন, ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল
২০১৮ সালে পোর্তুর হয়ে মিলিতাও
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এদের গাব্রিয়েল মিলিতাও
জন্ম (1998-01-18) ১৮ জানুয়ারি ১৯৯৮ (বয়স ২৬)
জন্ম স্থান সের্তাওজিনিয়ো, সাও পাওলো, ব্রাজিল
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল মাদ্রিদ
জার্সি নম্বর
যুব পর্যায়
২০১০–২০১৭ সাও পাওলো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০১৮ সাও পাওলো ৩৫ (৩)
২০১৮–২০১৯ পোর্তু ২৯ (৩)
২০১৯– রিয়াল মাদ্রিদ ৬৩ (২)
জাতীয় দল
২০১৫ ব্রাজিল অনূর্ধ্ব-১৭ (০)
২০১৮– ব্রাজিল ২২ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:২৯, ১৪ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৯, ১৪ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১০–১১ মৌসুমে, মাত্র ১৩ বছর বয়সে, ব্রাজিলীয় ফুটবল ক্লাব সাও পাওলোর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মিলিতাও ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৭ সালে, সাও পাওলোর মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন; সাও পাওলোর হয়ে তিনি ৩৫ ম্যাচে ৩টি গোল করেছেন। অতঃপর ২০১৮–১৯ মৌসুমে তিনি প্রায় ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে পর্তুগিজ ক্লাব পোর্তুয় যোগদান করেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পোর্তু হতে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন।

২০১৫ সালে, মিলিতাও ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৮ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২২ ম্যাচে ১টি গোল করেছেন। তিনি ব্রাজিলের হয়ে এপর্যন্ত ২টি কোপা আমেরিকায় (২০১৯ এবং ২০২১) অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০১৯ সালে তিতের অধীনে কোপা আমেরিকার শিরোপা জয়লাভ করেছেন।

ব্যক্তিগতভাবে, মিলিতাও বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৮–১৯ প্রিমেইরা লিগার বর্ষসেরা দলে অন্তর্ভুক্তি অন্যতম। দলগতভাবে, মিলিতাও এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ২টি রিয়াল মাদ্রিদের হয়ে এবং ২টি ব্রাজিলের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

এদের গাব্রিয়েল মিলিতাও ১৯৯৮ সালের ১৮ই জানুয়ারি তারিখে ব্রাজিলের সাও পাওলোর সের্তাওজিনিয়োয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

ক্লাব ফুটবল

সাও পাওলো

মিলিতাও ২০১০ সালে ব্রাজিলীয় ফুটবল ক্লাব সাও পাওলোর যুব দলের হয়ে খেলা শুরু করেছিলেন। ২০১৬ সালে ব্রাজিলীয় ফুটবল প্রতিযোগিতা কোপা পাউলিস্তার আসরের জন্য গঠিত দলে স্থান পাওয়ার মাধ্যমে তিনি প্রথমবারের মতো ক্লাবটির প্রথম সারির দলে ডাক পেয়েছিলেন। ২০১৬ সালের ২রা জুলাই তারিখে ইতুয়ানোর বিরুদ্ধে ম্যাচে তিনি সাও পাওলোর হয়ে অভিষেক করেছিলেন; উক্ত ম্যাচের সাও পাওলো ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। উক্ত প্রতিযোগিতায় তিনি ১১ ম্যাচে ২টি গোল করেছিলেন, যার প্রথমটি ছিল ১৮ই সেপ্টেম্বর তারিখে নিজেদের মাঠে আয়োজিত ম্যাচে জুভেন্তুসের বিরুদ্ধে, উক্ত ম্যাচটি তার দল ৪–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।

২০১৭ সালের ১৪ই মে তারিখে মিলিতাও কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ-এর উদ্বোধনী ম্যাচে ক্রুজেইরোর বিরুদ্ধে তার প্রথম পেশাদার ম্যাচে অংশগ্রহণ করেছিলেন, ক্রুজেইরোর মাঠে অনুষ্ঠিত উক্ত ম্যাচটি তার দল ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।

পোর্তু

২০১৮ সালের ৭ই আগস্ট তারিখে মিলিতাও পর্তুগিজ ঘরোয়া লিগের ক্লাব এবং তৎকালীন চ্যাম্পিয়ন পোর্তুর সাথে পাঁচ বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। একই বছরের ২রা সেপ্টেম্বর তারিখে তিনি প্রিমেইরা লিগায় অভিষেক করেছিলেন, মোরেইরেন্সের বিরুদ্ধে অনুষ্ঠিত উক্ত ম্যাচে তার দল ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল; যেখানে তিনি তার দলের অধিনায়ক এক্তোর এরেরার প্রথম গোলে অ্যাসিস্ট করেছিলেন।

রিয়াল মাদ্রিদ

২০১৯ সালের ১৪ই মার্চ তারিখে তিনি স্পেনীয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে ৫ বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

মিলিতাও ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে তিনি দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে তিনি ২০১৫ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, তবে তার দল উক্ত প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল; উক্ত প্রতিযোগিতায় তিনি ৫ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে তিনি সর্বমোট ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৮ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে, মাত্র ২০ বছর ৭ মাস ২৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মিলিতাও এল সালভাদোরের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন, ম্যাচটি ব্রাজিল ৫–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে মিলিতাও মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর ৯ মাস ১৫ দিন পর, ব্রাজিলের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ২০২১ সালের ২৭শে জুন তারিখে, ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

    ১৩ আগস্ট ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ব্রাজিল ২০১৮
২০১৯
২০২১ ১১
২০২২
সর্বমোট ২২

আন্তর্জাতিক গোল

গোল তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র
২৭ জুন ২০২১ পেদ্রো লুদোভিকো অলিম্পিক স্টেডিয়াম, গোইয়ানিয়া, ব্রাজিল এদের মিলিতাও: প্রারম্ভিক জীবন, ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল  ইকুয়েডর –০ ১–১ ২০২১ কোপা আমেরিকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

এদের মিলিতাও প্রারম্ভিক জীবনএদের মিলিতাও ক্লাব ফুটবলএদের মিলিতাও আন্তর্জাতিক ফুটবলএদের মিলিতাও পরিসংখ্যানএদের মিলিতাও তথ্যসূত্রএদের মিলিতাও বহিঃসংযোগএদের মিলিতাওউইকিপিডিয়া:বাংলা ভাষায় পর্তুগিজ শব্দের প্রতিবর্ণীকরণকেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড়ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড়পর্তুগিজ ভাষাফুটবল খেলোয়াড়ব্রাজিল জাতীয় ফুটবল দলরক্ষণভাগের খেলোয়াড়রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবলা লিগা

🔥 Trending searches on Wiki বাংলা:

সুন্দরবননারী ক্ষমতায়নঅসমাপ্ত আত্মজীবনীবেলজিয়ামযক্ষ্মাগায়ত্রী মন্ত্রযৌনসঙ্গমদুর্গাবদরের যুদ্ধসুকুমার রায়গেরিনা ফ্রি ফায়ারভারতের সংবিধানফাতিমাঅন্নপূর্ণা পূজাআতামামুনুল হকমুসাফিরের নামাজবিদায় হজ্জের ভাষণশিখধর্মক্যান্টনীয় উপভাষাখুররম জাহ্‌ মুরাদব্রহ্মপুত্র নদবাংলাদেশ ব্যাংকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়আইজাক নিউটনএম এ ওয়াজেদ মিয়ামুসাবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাসজীব ওয়াজেদরূহ আফজানরেন্দ্র মোদীবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহকার্বনইতালিমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাতরমুজজোয়ার-ভাটাভারতের রাষ্ট্রপতিআফরান নিশোসামাজিক লিঙ্গ পরিচয়অকাল বীর্যপাতপাঠান (চলচ্চিত্র)রাশিয়ায় ইসলামনাইট্রোজেনঅশোক (সম্রাট)দক্ষিণ আফ্রিকাবিধবা বিবাহত্রিপুরাউপসর্গ (ব্যাকরণ)সংস্কৃত ভাষাআরবি বর্ণমালাবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাসিঙ্গাপুরজিৎ (অভিনেতা)মুহাম্মদ ইকবালইউসুফনারায়ণগঞ্জবাংলাদেশের জেলাআবুল আ'লা মওদুদীমানব মস্তিষ্কসূরা কাওসারচাঁদঅগ্নিবীণা (কাব্যগ্রন্থ)সংযুক্ত আরব আমিরাতরোমানিয়ানোরা ফাতেহিসূর্য সেনআয়িশামুজিবনগরবাবরবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাআর্-রাহীকুল মাখতূমহিমোগ্লোবিনবাঙালি জাতিবাংলার প্ৰাচীন জনপদসমূহআব্বাসীয় খিলাফততথ্য ও যোগাযোগ প্রযুক্তি🡆 More