প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন/প্রশাসন

এই পৃষ্ঠায় প্রশাসকদের সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন/প্রশাসন সাহায্য:সূচী

প্রশাসন ও প্রশাসক বিষয়ক প্রাজিপ্র

আরো দেখুন: বাংলা উইকিপিডিয়ার প্রশাসকবৃন্দ

    এ দুটো শব্দ একই অর্থ প্রকাশ করে। প্রশাসক একজন সাধারণ উইকিপিডিয়ান যিনি নির্দিষ্ট কিছু সফটওয়্যারের সুরক্ষিত দিকগুলো ব্যবহার করতে পারেন। যেমন: কোনো নিবন্ধ মুছে ফেলা, কোনো পৃষ্ঠাকে সুরক্ষিত করা, এবং নির্দিষ্ট কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা আইপি ঠিকানা ব্লক করা। আর সফটওয়্যার প্রশাসকদের চিহ্নিত করতে যে শব্দটি ব্যবহার করে সেটাই হচ্ছে "sysop"। একজন ব্যবহারকারীকে সহায়তা করতে তাঁরা সবসময়ই নিবেদিত। আপনি তাদের সাহায্য চাইলে তাদের আলাপ পাতায় তাদের কাছে প্রশ্ন রাখতে পারেন। বাংলা উইকিপিডিয়ার বর্তমান প্রশাসকদের সম্মন্ধে জানতে প্রশাসকদের তালিকা দেখুন

    প্রশাসকরাই নিজেরাই একে অপরকে পর্যবেক্ষণ করেন। সকল প্রশাসকের ক্ষমতা একই। তারা সবাই পৃষ্ঠা মুছে ফেলা বা সংরক্ষিত করা, বাধাদানসহ, বিশেষ পৃষ্ঠাগুলো সম্পাদনা করার ক্ষমতা রাখেন। আরোপণ কমিটিও প্রশাসকদের নিয়ম-শৃঙ্খলা আনয়নের ক্ষমতা রাখে, এবং প্রযোজ্য ক্ষেত্রগুলোতে তাঁরা তা করেনও। খুব কমক্ষেত্রে উইকিমিডিয়া ট্রাস্টি বোর্ডের সদস্যরা ভূমিকা রাখেন। আপনি কোনো প্রশাসককে তাঁর ক্ষমতার অপব্যবহার করতে দেখলে উইপিডিয়া প্রশাসকদের আলোচনা সভায় আপনার অভিযোগ জানাতে পারেন।

    শুধুমাত্র প্রশাসকগণ এই বাধা উঠিয়ে নিতে পারেন। ডেভলপাররা একই সাথে একাধিক আইপি আনব্লক করতে পারেন। আপনার কোনো আইপির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেবার জন্য আবেদন করার সুযোগ রয়েছে। আবেদনের জন্য ব্লকের আবেদন লিঙ্কে যান এবং নির্দেশনা অনুসরণ করুন।

কীভাবে আমি একজন প্রশাসককে কোনো আইপিকে বাধাদান করার জন্য অনুরোধ করবো?

    আপনি মারত্মক ধ্বংসপ্রবণতার জন্য কোনো আইপিকে বাধাদান করার জন্য আপনি কোনো প্রশাসককে অনুরোধ করতে পারেন। এ সংক্রান্ত উপযোগীতা জানতে ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে প্রশাসকের ভূমিকা পাতায় যান। আরো জটিল কোনো পরিস্থিতিতে উইকিপিডিয়া প্রশাসকদের আলোচনাসভায আপনার বার্তা জানান।


Tags:

প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন/প্রশাসন কোনো নীতি কীভাবে নির্ধারিত হয়?প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন/প্রশাসন প্রশাসক কী? sysop কী?প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন/প্রশাসন কীভাবে আমি একজন প্রশাসক হতে পারি?প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন/প্রশাসন প্রশাসকের ভূমিকা কে পর্যবেক্ষণ করে?প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন/প্রশাসন কীভাবে আমি কোনো আইপির নিষিদ্ধকরণ উঠিয়ে নিতে পারি?প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন/প্রশাসন কীভাবে আমি একজন প্রশাসককে কোনো আইপিকে বাধাদান করার জন্য অনুরোধ করবো?প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন/প্রশাসন

🔥 Trending searches on Wiki বাংলা:

উর্ফি জাবেদআধারদিনাজপুর জেলাবাংলা সাহিত্যের ইতিহাসউপন্যাসকুরাকাওরবীন্দ্রনাথ ঠাকুরআবদুর রব সেরনিয়াবাতইন্দোনেশিয়াবীর শ্রেষ্ঠসাপপশ্চিমবঙ্গের জেলাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঅপু বিশ্বাসহান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ২০২৩ ক্রিকেট বিশ্বকাপমানিক বন্দ্যোপাধ্যায়শামীম শিকদারসূরা বাকারাহিমোগ্লোবিনক্যান্টনীয় উপভাষামুজিবনগরবাংলাদেশের বিভাগসমূহকনমেবলনামাজের বৈঠকভূগোলমহেরা জমিদার বাড়িপরিমাপ যন্ত্রের তালিকামেসোপটেমিয়াময়মনসিংহ জেলাগঙ্গা নদীবুধ গ্রহসন্ধিটাঙ্গাইল জেলাবন্ধুত্বহরে কৃষ্ণ (মন্ত্র)হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণকোষ প্রাচীরইমাম বুখারীতাল (সঙ্গীত)ভারতআকাশসভ্যতাপ্রযুক্তিফাতিমাপায়ুসঙ্গমখেজুরনীল তিমিও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদবাংলার ইতিহাসকৃষ্ণগহ্বরআগরতলা ষড়যন্ত্র মামলামারি অঁতোয়ানেতনারী ক্ষমতায়নসমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক বিচারালয়নেপোলিয়ন বোনাপার্টবগুড়া জেলাঅভিমান (চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাসেহরিরোমান সাম্রাজ্যজিয়াউর রহমানশিবযক্ষ্মাসূরা আর-রাহমানমুহাম্মাদলাহোর প্রস্তাবমোহনদাস করমচাঁদ গান্ধীআওরঙ্গজেবমুসাফিরের নামাজললিকনই-মেইলনোয়াখালী জেলাবাংলাদেশ জাতীয় ফুটবল দলইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকা🡆 More