ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি

ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি, মূলত ইলিনয় টেক বা আইআইটি নামে পরিচিত আমেরিকার শিকাগোতে অবস্থিত বেসরকারি পিএইচডি ডিগ্রী প্রদানকারী গবেষণা বিশ্ববিদ্যালয়। এখানে প্রকৌশল, মনোবিজ্ঞান, স্থাপত্য, ব্যবসা, যোগাযোগ, শিল্প প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, নকশা ও আইন বিভাগে গবেষণা করা হয।

ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি
Illinois Institute of Technology
ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি
নীতিবাক্যTransforming Lives. Inventing the Future.
পরিবর্তিত জীবন, ভবিষ্যৎ স্রষ্টা
ধরনবেসরকারি, Space-grant
স্থাপিত১৮৯০
বৃত্তিদান$194.2 million
সভাপতিJohn L. Anderson
প্রাধ্যক্ষAlan W. Cramb
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৬৫৯
শিক্ষার্থী৭৭৮৭
স্নাতক২৮০১
স্নাতকোত্তর৩২৭১
১৫২৮
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহর, ১২০ একর (৪৮.৬ হেক্টর)
পত্রিকাTechNews
পোশাকের রঙIIT Scarlet      and IIT Gray     
ক্রীড়াবিষয়কNCAA Division III (in transition)
Formerly NAIA – CACC
সংক্ষিপ্ত নামScarlet Hawks
অধিভুক্তি
ক্রীড়া১০ টি দল
মাসকটTalon the Hawk
ওয়েবসাইটওয়েবসাইট
ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি

ইতিহাস

আরমর ইন্সিটিউট অব টেকনোলজি (স্থাপিত ১৮৯০)এবং লুইস ইন্সিটিউট (স্থাপিত ১৮৯৫) কে একীভূত করে আইআইটি গঠিত হয়।

আরমর ইন্সিটিউট অব টেকনোলজি

ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি 
Main building of Armour Tech on right ca. 1914

আরমর ইন্সিটিউট অব টেকনোলজি ১৮৯০ সালে প্রতিষ্ঠিত হয়। ফিলিপ ডানফোর্থ আরমর নামে শিকাগোর এক বিশিষ্ট মাংস এবং শস্য ব্যাবসায়ী ১০ লাখ টাকা অনুদান দিয়ে ($২ কোটি ৫২ লাখ - ২০১২ মুল্যমানে)এটি প্রতিষ্ঠা করেন। আরমর জানতে পারেন, শিকাগোর ধর্মমন্ত্রী ফ্রাঙ্ক ডব্লিউ. গনজালুস ১০ লাখ ডলার দিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান, যেখানে শুধু ধনীর সন্তানেরা নয় ববং সর্বস্তরের ছাত্রদের পড়ার সুযোগ থাকবে। এর পর তিনি ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং স্কুল প্রতিষ্ঠার জন্য টাকা প্রদান করেন। আরমর ইন্সিটিউট অব টেকনোলজি চালু হয় ১৪ সেপ্টেম্বর, ১৮৯০।

লুইস ইন্সিটিউট

ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি 
Lewis Institute ca. 1903

শিকাগো রিয়েল এস্টেট বিনিয়োগকারী আলেন ক্লেভল্যান্ড লুইস ১৮৯৫ সালে লুইস ইন্সিটিউট প্রতিষ্ঠা করেন। ১৮৭১ সালে মহাআগুনে পুরে যাওয়া শিকাগো শহর পুনর্গঠনের জন্য অনেক ব্যাবসায়ীর সঙ্গে আলেন লুইসও বিনিয়োগ করেন এবং পশ্চিম দিক পুনর্গঠনের দায়িত্ব পান। জর্জ নোবেল কারমান প্রথম পরিচালক যার অধীনে আমেরিকার প্রথম ইন্সিটিউট যেখানে বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু হয়। এখানে প্রকৌশল, বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ থাকলেও অন্যান্য সাধারণ বিভাগও চালু ছিল।

লুইস/আরমর একীভুতকরন

১৯২০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত মহামন্দা সময়ে আরমর ইন্সিটিউট এবং লুইস ইন্সিটিউট দেনা থেকে মুক্তির জন্য আরও বেশি বিভাগ খোলার প্রয়জনীয়তা দেখা দেয়। ১৯৩০ সালের শেষের দিকে আরমর ইন্সিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য বাড়ানো হয়, বহু শিল্পপতি ও ব্যাবসায়ীকে সদস্য করা হয় তহবিল বাড়াতে ও ইন্সিটিউটকে সাহায্য করতে। যাইহোক, লুইস চেয়ারম্যন আলেক্স বেইলী, আরমর প্রেসিডেন্ট হেনরী টাউনলী হিল্ড কে আইআইটি গঠনের প্রস্তাব দেন। আরমর এই প্রস্তাবকে স্বাগত জানালেও লুইস এর পক্ষ থেকে বিরোধিতা হয়। ১৯৩৯ সালে দুইটি প্রতিষ্ঠান একীভূতকরন এবং একটি নতুন প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়। আরমর ইন্সিটিউট অব টেকনোলজি ও লুইস ইন্সিটিউটের একিভুতকরন ১৯৪০ সালের জুলাই মাসে সম্পন্ন হয় এবং একই বছর ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজী চালু হয়।

তথ্যসূত্র

আরও দেখুন

Tags:

ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি ইতিহাসইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি তথ্যসূত্রইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি আরও দেখুনইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজিআইনতথ্য প্রযুক্তিনকশাপিএইচডিপ্রকৌশলবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যবসামনোবিজ্ঞানযুক্তরাষ্ট্রযোগাযোগশিকাগোস্থাপত্য

🔥 Trending searches on Wiki বাংলা:

সালোকসংশ্লেষণউমাইয়া খিলাফতপ্রথম বিশ্বযুদ্ধফেসবুককুড়িগ্রাম জেলাচট্টগ্রামআবুল আ'লা মওদুদীউপন্যাসসুভাষচন্দ্র বসুইসরায়েল–হামাস যুদ্ধওয়াজ মাহফিলনামাজের সময়সমূহফুসফুসকোটিকুরআনশেখ হাসিনাচর্যাপদঅপারেশন জ্যাকপটদোয়াছোলাগোপাল ভাঁড়মশাপরীমনিপদার্থবিজ্ঞানভারতসিকিমবাংলার ইতিহাসসাতই মার্চের ভাষণবাংলাদেশের জনমিতিসংস্কৃতিসূরা ফাতিহাতাজমহলসেজদার আয়াতবাংলাদেশ বিমান বাহিনীই-মেইলক্রিকেটসুফিয়া কামালঈদুল ফিতরপাবনা জেলাফিফা বিশ্ব র‌্যাঙ্কিংবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাক্যাসিনোজাকির নায়েকআসমানী কিতাবনওগাঁ জেলাসাকিব আল হাসানপারাবিদ্রোহী (কবিতা)প্রেমসিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ডসমূহবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশভারতের জাতীয় পতাকাসৈয়দ মুজতবা আলীমদিনাতিলক বর্মাইন্সটাগ্রামবাংলাদেশের বিভাগসমূহআইজাক নিউটনশিশ্ন বর্ধনঅস্ট্রেলিয়াজানাজার নামাজবাংলা উইকিপিডিয়াআসিফ নজরুলফ্রান্সের ষোড়শ লুইআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসঅসমাপ্ত আত্মজীবনীগৌতম বুদ্ধদর্শনযকৃৎজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)আনন্দবাজার পত্রিকাহিন্দুধর্মের ইতিহাস০ (সংখ্যা)গরুশ্রাবন্তী চট্টোপাধ্যায়চট্টগ্রাম বিভাগবিরাট কোহলি🡆 More