ইয়েয়ামা ভাষা

ইয়েয়ামা ভাষা মূলত দক্ষিণ রাউকিউয়ান দের ভাষা (Southern Ryukyuan language)। এই ভাষায় কথা বলে ইয়েয়ামা দ্বীপের লোকজন। জাপানের দক্ষিণতম অধিষ্ঠিত দ্বীপ এটি, যার জনসংখ্যা মাত্র ৫০,০০০ (২০১১ অনুসারে) ইয়েয়ামা দ্বীপের অবস্থান মিয়াকো দ্বীপ Miyako Islands, রাউকাউস Ryukyus এর দক্ষিণপশ্চিম এবং তাইওয়ানের পূর্বে। ইয়েয়ামা অনেক কাছে মিয়াকোর, স্থানীয় অনেকে এই ভাষায় অচেনা। জাপানি নীতি অনুযায়ী ৬০বছরের নিচে কেউ এই ভাষা বাহিরে ব্যবহার করতে পারবে না যেহেতু এই ভাষা শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলে তবে এই ভাষাই তাদের প্রধান ভাষা। শুধু মাত্র গান এবং তাদের নিজস্ব রীতি-নীতি অনুষ্ঠানে ব্যবহার করতে পারবে তবে বাহিরে না। এই যুগে প্রায় সবাই জাপানিজ ভাষাই ব্যবহার করে, ইয়েয়ামা দ্বীপে পর্যটন শিল্প হওয়ায় অনেক বাহিরের লোক আসে তাই তাদের ভাষাতেও পরিবর্তন এসেছে।

ইয়েয়ামা ভাষা
দেশোদ্ভবজাপান
অঞ্চলইয়েয়ামা দ্বীপ
জাতি৪৭,৬০০ (২০০০)
মাতৃভাষী

জাপোনিক ভাষা
  • রাউকিউয়ান ভাষা
    • রাউকাউসের দক্ষিণপশ্চিম
      • ইয়েয়ামা ভাষা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩rys
গ্লোটোলগyaey1239

উপভাষা

ইয়েয়ামা ভাষার প্রধান তিনটি উপভাষা আছে যা এই দ্বীপ বিবেচিত করেই আলাদা হয়েছে। এবং এই দ্বীপের আশে-পার্শেই ব্যবহার হয় এই ভাষা দ্বীপ অনুসারে নাম করন।

  • ইশিগাকি (Ishigaki)
  • ইরিওমোতি (Iriomote)
  • তাকিটোমি (Taketomi)

যদিও ইয়েয়ামা দ্বীপের লোক জন শুধু ইয়েয়ামা ভাষাতেই কথা বলে।

ইতিহাস

রাউকাউন ভাষা এসেছে প্রতো-জাপোনিক (Proto-Japonic) থেকে যখন তারা রাউকাউস দ্বীপে চলে আসেন।

৮ম শতাব্দীর দিকে নারা কালের সময় তাদের ভাষার পরিবর্তন আসে এবং নার কালের ভাষার কিছুটা এই ভাষায় পাওয়া যায় এখনও যেমন জাপানিজ ভাষায় পি (p) শব্দটা হয়ে গেছে এইচ (h) যদিও তার মানে পি ধরা হয় ইয়েয়ামা ভাষায়।

প্রতো-জাপোনিক বর্তমান জাপানিজ ইয়েয়ামা
"Field (ক্ষেত্র)" para hara paru
"Boat(নৌকা)" pune fune puni
"Dove(পায়রা)" pato hato patu

ইয়েয়ামা ভাষা অনেক রক্ষণশীল এবং তাদের উচ্চারণ ও কিছুটা আলাদা তবে তারা তাদের ভাষার প্রতি অনেক সচেতন। তাদের ভাষা জাপান ভাষা থেকে কিছুটা আলাদা ব্যাকরণ দিক দিয়ে যেমন আদি জাপান ভাষায় স্বরবর্ণ ছিলো বর্তমান জাপান ভাষায় এইটা কমে নিয়ে আসা হয়েছে পাঁচটায়, কিন্তু ইয়েয়ামা ভাষায় স্বরবর্ণ মাত্র তিনটি। বর্তমান জাপান ভাষায় ই(E) উচ্চারন ইয়েয়ামা ভাষায় আই(I) উচ্চারণেই তারা বালে। আবার জাপান ভাষায় ও (O) উচ্চারণ তারা (U) বলে।

বর্তমান জাপানিজ ইয়েয়ামা
"Thing(বস্তু)" mono munu
"Seed(বীজ)" tane tani
"First time(প্রথমবার)" hajimete hajimiti

ওকিনাওয়া Okinawa দ্বীপের এরকম অনেক ভাষা হারিয়ে গেছে কালের স্রোতে। বলা হয়ে থেকে জাপান থেকে ওকিনাওয়া দ্বীপের দূরত্ব অনেক হওয়ায় তাদের ভাষায় বর্তমান সময়ের পরিবর্তন খুব একটা দেখা না গেলেও ইয়েয়ামা ভাষায় অনেক পরিবর্তন এসেছে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইয়েয়ামা ভাষা উপভাষাইয়েয়ামা ভাষা ইতিহাসইয়েয়ামা ভাষা আরও দেখুনইয়েয়ামা ভাষা তথ্যসূত্রইয়েয়ামা ভাষা বহিঃসংযোগইয়েয়ামা ভাষাগানদক্ষিণদ্বীপভাষাশিক্ষা৬০

🔥 Trending searches on Wiki বাংলা:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়রাশিয়ামহেরা জমিদার বাড়িইহুদি ধর্মমানুষসুনামগঞ্জ জেলাপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০ডিম্বাশয়সাহাবিদের তালিকাভারতের জাতীয় পতাকাঅধিবর্ষবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাএইচআইভিবাংলা ব্যঞ্জনবর্ণজ্ঞানফুলআল্প আরসালানসেশেলসখোজাকরণ উদ্বিগ্নতানৈশকালীন নির্গমনউইকিপ্রজাতিতিমিইন্ডিয়ান প্রিমিয়ার লিগবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাসমকামিতাজীবাশ্ম জ্বালানিবিশ্বের ইতিহাসপ্রবালব্যাকটেরিয়াকুমিল্লা জেলাশুক্রাণুহরমোনঅমেরুদণ্ডী প্রাণীমার্কিন যুক্তরাষ্ট্রহজ্জস্বরধ্বনিআকবরতারাসুরেন্দ্রনাথ কলেজরাধাবিষ্ণুবাংলাদেশের জনমিতিঅ্যাসিড বৃষ্টিপ্রাণ-আরএফএল গ্রুপচীননরসিংদী জেলাদুরুদবঙ্গবন্ধু টানেলআর্যজীবনরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)বাংলাদেশের তৈরি পোশাক শিল্পমাযহাবহান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনযাকাতডিএনএসমাসহস্তমৈথুনসত্যজিৎ রায়শুক্র গ্রহআরবি ভাষাসেলজুক সাম্রাজ্যহিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণইউক্রেনবিভিন্ন দেশের মুদ্রাগর্ভধারণ২০২২-এ ইউক্রেনে রুশ আক্রমণসৌদি আরবের ইতিহাসবলসিঙ্গাপুরগায়ত্রী মন্ত্রতাজবিদহরিপদ কাপালীমানব শিশ্নের আকারস্নায়ুকোষঅ্যান মারিইন্সটাগ্রামকালো জাদুদুবাই🡆 More