ইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১

ইয়েতি এয়ারলাইন্স দ্বারা পরিচালিত একটি এটিআর ৭২-৫০০ উড়োজাহাজ নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সেতি নদীর তীরে ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি ৪ জন ক্রুসহ মোট ৭২ জনকে নিয়ে কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে সবার মৃত্যু হয়েছে। যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক ছিলেন।

ইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১
দুর্ঘটনা
তারিখ১৫ জানুয়ারি ২০২৩ (2023-01-15)
সারমর্মঅবতরণের স্টল, তদন্ত চলছে
স্থাননেপালের পোখারার পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে
২৮°১১′৫২″ উত্তর ৮৩°৫৯′০৬″ পূর্ব / ২৮.১৯৭৭৮° উত্তর ৮৩.৯৮৫০০° পূর্ব / 28.19778; 83.98500
উড়োজাহাজ
বিমানের ধরনএটিআর ৭২-৫০০
পরিচালনাকারীইয়েতি এয়ারলাইন্স
আইএটিএ ফ্লাইট নম্বরYT691
আইসিএও ফ্লাইট নম্বরNYT691
কল সাইনইয়েতি এয়ারলাইন্স ৬৯১
নিবন্ধন৯এন-এএনসি
ফ্লাইট শুরুত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, কাঠমান্ডু, নেপাল
গন্তব্যপোখারা আন্তর্জাতিক বিমানবন্দর, পোখারা, নেপাল
মোট ব্যক্তি৭২
যাত্রী৬৮
কর্মী
নিহত৭২ (সবাই)

উড়োজাহাজ

দুর্ঘটনায় কবলে পড়া বিমানটির মডেল ছিল এটিআর ৭২-৫০০, যার সিরিয়াল নম্বর ৭৫৪ এবং নিবন্ধন নম্বর ৯এন–এএনসি। ফ্লাইটরাডার২৪ সাইটের দেওয়া তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ১৫ বছরের পুরনো ছিল।

দুর্ঘটনা

দুর্গম হিমালয়ের দেশ নেপালে আবহাওয়া খুব ঘন ঘন বদলায়। সে কারণে প্রায়ই সেখানে বিমান দুর্ঘটনা ঘটে। নেপালের মধ্যে পোখারা একটি অন্যতম আকর্ষনীয় পর্যটনস্থল। উড়োজাহাজটি ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭২ জনকে নিয়ে কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল। পোখারা বিমানবন্দরে নামার সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবি ও ভিডিওতে পাহাড়ি এলাকায় বিমানের জ্বলন্ত ধ্বংসস্তূপের কাছে উদ্ধারকর্মীদের আগুন নেভাতে দেখা গেছে।

যাত্রী ও কর্মী

বিমানটিতে ৬৮ জন যাত্রী ও চারজন কর্মী ছিল। যাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৫ জন নারী ও ৬ জন শিশু ছিল, শিশুদের মধ্যে ৩ জন বাচ্চা ছিল। দুর্ঘটনায় সকলেই মৃত্যুবরণ করেন।

সিনিয়র ক্যাপ্টেন কামাল কেসি এবং সহযোগী-পাইলট অঞ্জু খাতিওয়াদা বিমানটি চালনার দায়িত্বে ছিলেন। খাতিওয়াদার স্বামী দীপক পোখরেলও ইয়েতি এয়ারলাইন্সের হয়েও কাজ করতেন, যিনি ২০০৬ সালে ইয়েতি এয়ারলাইন্সের টুইন অটার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এই ফ্লাইটটি সফলভাবে সম্পন্ন করার পর, খাতিওয়াদার ক্যাপ্টেন হওয়ার লাইসেন্স পাওয়ার কথা ছিল।

জাতীয়তা যাত্রী কর্মী মোট সূত্র
নেপাল ৫৩ ৫৭
ভারত
রাশিয়া
দক্ষিণ কোরিয়া
আর্জেন্টিনা
অস্ট্রেলিয়া
ফ্রান্স
যুক্তরাজ্য
মোট ৬৮ ৭২

উদ্ধার কার্যক্রম

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালাতে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ও রাষ্ট্রীয় সংস্থাগুলোকে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী জানান, এই মর্মান্তিক ও দুঃখজনক দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।

দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয় ১৬ জানুয়ারিকে শোক দিবস হিসেবে ঘোষণা করে। এই দিন অর্ধনমিত অবস্থায় নেপালের পতাকা উত্তোলন করা হয়। ইয়েতি এয়ারলাইন্স ১৬ জানুয়ারির জন্য নির্ধারিত সমস্ত নিয়মিত ফ্লাইট বাতিল করে।

তদন্ত

নগেন্দ্র ঘিমিরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি নেপাল সরকারের পক্ষে দুর্ঘটনার তদন্ত করছে। তাদের সাহায্য করছে ফরাসি বেসামরিক বিমান চলাচল নিরাপত্তার জন্য অনুসন্ধান ও বিশ্লেষণ ব্যুরো।

অভিজ্ঞ পাইলট এবং ইন্ডিয়াস সেফটি ম্যাটার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অমিত সিং অনুমান করে জানান যে, বিমানটির বাম পাখনা হঠাৎ পড়ে গিয়ে বিমানটি দৃষ্টির বাইরে চলে যাওয়ার আগ পর্যন্ত, দুর্ঘটনার আগে ও দুর্ঘটনার মূহূর্তে তোলা ভিডিওতে বিমানের নাক উল্লেখযোগ্যভাবে উঁচু দেখা গেছে, যা সম্ভবত স্টল হবার ইঙ্গিত দেয়। একজন মুখপাত্র বলেন যে বিমানটি বিমানবন্দরের কাছাকাছি আসার সময় পাইলট "অপ্রীতিকর কিছু" রিপোর্ট করেন নি।

১৬ জানুয়ারি, বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উভয়ই পাওয়া যায়। ১৭ জানুয়ারি, কর্তৃপক্ষ নিহতদের দেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে শুরু করে এবং বিশ্লেষণের জন্য ফ্লাইট রেকর্ডার ফ্রান্সে প্রেরণ করে।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

ইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১ উড়োজাহাজইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১ দুর্ঘটনাইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১ যাত্রী ও কর্মীইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১ উদ্ধার কার্যক্রমইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১ তদন্তইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১ আরও দেখুনইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১ তথ্যসূত্রইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১ইয়েতি এয়ারলাইন্সএটিআর ৭২নেপালপোখরা বিমানবন্দর

🔥 Trending searches on Wiki বাংলা:

মোবাইল ফোনগানা ডট কমতথ্য ও যোগাযোগ প্রযুক্তিইলন মাস্কসামন্ততন্ত্রব্রাজিলফরিদপুর জেলাগ্রীন-টাও থিওরেমইসলামি সহযোগিতা সংস্থাশাবনূরভারী ধাতুসিলেটজাকির নায়েকফেসবুকবিশ্ব ব্যাংকপৃথিবীর ইতিহাসফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাপদার্থের অবস্থাস্নায়ুকোষনাইট্রোজেনপর্যায় সারণী (লেখ্যরুপ)প্লাস্টিক দূষণআকাশবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানহিন্দি ভাষাহিন্দুধর্মের ইতিহাসসুনামগঞ্জ জেলাওয়ালাইকুমুস-সালামফুলবাংলাদেশের জনমিতিবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাআইনজীবীবাজিবিপন্ন প্রজাতিদৈনিক প্রথম আলোনামের ভিত্তিতে মৌলসমূহের তালিকাজননীতিবাংলাদেশের উপজেলাশিয়া ইসলামসেশেলস জাতীয় ফুটবল দলরোনাল্ড রসমামুনুল হকপেশীময়মনসিংহকুরআনের ইতিহাসমালয় ভাষাকারকইসবগুলভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাকুলম্বের সূত্রআকবরকুরাকাওতেজস্ক্রিয়তাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধআফতাব শিবদাসানিঅক্সিজেনসূরা লাহাবকন্যাশিশু হত্যাডিরেক্টরি অব ওপেন অ্যাক্সেস জার্নাল্‌সছিয়াত্তরের মন্বন্তরসতীদাহআহসান মঞ্জিলরনি তালুকদারঅকালবোধনপরিমাপ যন্ত্রের তালিকাআমাশয়বাংলাদেশ ছাত্রলীগবাংলাদেশের বিমানবন্দরের তালিকাচড়ক পূজাশীতলাপশ্চিমবঙ্গের জেলাকার্বন ডাই অক্সাইডশুক্র গ্রহযিনাবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাআযানরক্তের গ্রুপসিরাজউদ্দৌলালালবাগের কেল্লা🡆 More