ইওয়াখিম ল্যোভ: জার্মান ফুটবলার

ইওয়াখিম ল্যোভ (জার্মান: Joachim Löw; জার্মান উচ্চারণ: ) জার্মান জাতীয় ফুটবল দলের ম্যানেজার এবং এবং সাবেক ফুটবল মিডফিল্ডার। এনাকে জার্মানির অন্যতম সফল ম্যানেজার হিসাবে গণ্য করা হয়। ইওয়াখিম ল্যোভ এর হাত ধরেই জার্মানি ২০১৪ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে চারবার ট্রফি ঘরে তোলে। তবে ২০১৮ ফিফা বিশ্বকাপে গ্রুপ স্টেজেই বিদায় ও উয়েফা ইউরো ২০২০ ( কোভিড মহামারীর জন্যে যেটি ২০২১ এ অনুষ্ঠিত হয়েছিল ) তে জঘন্য পারফর্মের জন্যে তিনি জার্মানি জাতীয় দলের ম্যানেজার পদ থেকে সরে দাঁড়ান।

ইওয়াখিম ল্যোভ
ইওয়াখিম ল্যোভ: ফুটবল ক্যারিয়ার, ম্যানেজার ক্যারিয়ার, তথ্যসূত্র
Löw in 2011
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইওয়াখিম ল্যোভ
জন্ম (1960-02-03) ৩ ফেব্রুয়ারি ১৯৬০ (বয়স ৬৪)
জন্ম স্থান শ্যোনাউ, পশ্চিম জার্মানি
উচ্চতা ১.৮৩ মি (৬ ফু ০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
জার্মানি (ম্যানেজার)
জাতীয় দল
বছর দল ম্যাচ (গোল)
১৯৭৯–১৯৮০ জার্মানি 4 (0)
পরিচালিত দল
বছর দল
১৯৯৪ এফসি উইন্টারথুর (যুব)
১৯৯৪–১৯৯৫ এফসি ফ্রাউয়ানফেল্ড
১৯৯৫–১৯৯৬ স্টুটগার্ট (সহকারী)
১৯৯৬–১৯৯৮ স্টুটগার্ট
১৯৯৮–১৯৯৯ ফেনারবাজে এস কে
১৯৯৯–২০০০ কার্লসরুহা এসসি
২০০১ আদানাস্পোর
২০০৩–২০০৪ এফকে অস্ট্রিয়া ভিন
২০০৪–২০০৬ জার্মানি জাতীয় ফুটবল দল (সহকারী)
২০০৬– ২০২১ জার্মানি

ফুটবল ক্যারিয়ার

১৯৭৮ সালে ল্যোভ এসসি ফ্রাইবুর্গ দলের হয়ে বুন্দেসলিগায় খেলার মাধ্যমে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ক্লাব ছেড়ে তিনি দুইবার চলে গেলেও এই ক্লাবেই তিনি ফিরে আসেন এবং ক্লাবটির সবচেয়ে বেশি গোলদাতার রেকর্ডটি তারই। ১৯৮০ সালে স্টুটগার্টের হয়ে তিনি বুন্দেসলিগায় খেলেন। কিন্তু এই দলের সাথে খেলায় তিনি অসুবিধা বোধ করেন এবং মাত্র চারটী ম্যাচ খেলেন।

১৯৮১-৮২ মৌসুমে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে খেলেন। তবে ১৯৮২-৮৩ সালেই আবার তিনি ফ্রাইবুর্গে ফিরে আসেন। তিনি ৮৪ ম্যাচে আটটি গোল করেন। ১৯৮৩-৮৪ সালে তিনি ১৭টি গোল করেন ৩১টি ম্যাচ খেলে। এরপরে তিনি কার্লসরুহা এসসি-এর হয়ে বুন্দেসলিগায় খেলেন। তবে এ ক্লাবের হয়ে তিনি ২৪টী ম্যাচে মাত্র দুইটি গোল করতে সমর্থ হন। পরবর্তিতে তিনি আবার ফ্রাইবুর্গে ফিরে আসেন এবং ১১৬টি ম্যাচ খেলে ৩৮টি গোল করেন। ল্যোভ তার ক্যারিয়ার সুইজারল্যান্ডে শেষ করেন। এখানে তিনি এফসি শাফহাউসান এবং এফসি উইন্টারথুর-এর হয়ে খেলতেন।

ল্যোভ জার্মান অণুর্ধ ২১ জাতীয় দলের হয়ে চারবার খেলেন।

ম্যানেজার ক্যারিয়ার

ল্যোভ এফসি উইন্টারথুর-এর কোচ হিসেবে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন। এসময় তিনি এফসি ফ্রয়েনফেল্ড ক্লাবের ফুটবলারও ছিলেন।

১৯৯৫-৯৬ সালে ল্যোভ ভিএফবি স্টুটগার্ট-এর সহকারী কোচ নিযুক্ত হন। তার সাথে প্রধান কোচ হিসেবে ছিলেন রোলফ ফ্রিঙ্গার। ফ্রিঙ্গার পরবর্তিতে সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হলে ল্যোভ স্টুটগার্টের ভারপ্রাপ্ত প্রধান কোচ হন। পরে তিনি ক্লাবটির ম্যানেজার নিযুক্ত হন। ক্লাবটির বেশ কয়েকজন ভাল ফুটবলারের কারণে সেসময় একটি সফল মৌসুম পার করে। পরের বছরে ল্যোভের ক্লাব বুন্দেসলিগায় চতুর্থ স্থান অর্জন করে এবং ইউরোপিয়ান কাপ উইনারস কাপের ফাইনালের পৌছায়। তবে তারা ফাইনালে ১-০ গোলে চেলসির কাছে পরাজিত হয়। পরে ইওয়াখিম ল্যোভ জার্মানির জাতীয় দলের ম্যানেজার হন । তিনি জার্মানিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন করে তোলেন ২০১৪ ফিফা বিশ্বকাপ জয়ের মাধ্যমে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইওয়াখিম ল্যোভ ফুটবল ক্যারিয়ারইওয়াখিম ল্যোভ ম্যানেজার ক্যারিয়ারইওয়াখিম ল্যোভ তথ্যসূত্রইওয়াখিম ল্যোভ বহিঃসংযোগইওয়াখিম ল্যোভজার্মান ভাষাজার্মানি জাতীয় ফুটবল দলসাহায্য:আধ্বব/মানক জার্মান

🔥 Trending searches on Wiki বাংলা:

ওমানবিশ্ব দিবস তালিকারূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসেনেগালসোনালী ব্যাংক পিএলসি২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপধর্মীয় জনসংখ্যার তালিকাশীর্ষে নারী (যৌনাসন)পাবনা জেলাদেশ অনুযায়ী ইসলামমোবাইল ফোনজাপানবাউল সঙ্গীতজনগণমন-অধিনায়ক জয় হেজহির রায়হানমহাসাগরমৌলিক সংখ্যাশেখ হাসিনানওগাঁ জেলাতথ্যবাংলাদেশ সেনাবাহিনীর পদবিগুগলযুক্তফ্রন্টপ্রাকৃতিক পরিবেশশুক্রাণুমুহাম্মাদের নেতৃত্বে যুদ্ধের তালিকারাগ (সংগীত)ইউরোপস্বাধীনতামহেন্দ্র সিং ধোনিমাইটোসিসরোডেশিয়ামথুরাপুর লোকসভা কেন্দ্রমানব শিশ্নের আকাররচিন রবীন্দ্রসুভাষচন্দ্র বসুকোপা আমেরিকাবিপাশা বসুজোট-নিরপেক্ষ আন্দোলনআসমানী কিতাববাংলা একাডেমিশরৎচন্দ্র চট্টোপাধ্যায়জাতীয় গণহত্যা স্মরণ দিবস২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বপৃথিবীর বায়ুমণ্ডল১৯৭১ বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডমানিক বন্দ্যোপাধ্যায়ডেঙ্গু জ্বরসিন্ধু সভ্যতাসানরাইজার্স হায়দ্রাবাদকুমিল্লা জেলারামকৃষ্ণ মিশনজগদীশ চন্দ্র বসুস্বাস্থ্যের অধিকারখ্রিস্টধর্মআকিজ গ্রুপসরকারশ্রীলঙ্কানীল বিদ্রোহযাকাতফিফা বিশ্বকাপযৌনাসনইংরেজি ভাষারক্তের গ্রুপকুরআনের সূরাসমূহের তালিকাউসমানীয় সাম্রাজ্যফ্রান্সিস স্কট কী সেতু (বাল্টিমোর)চৈতন্য মহাপ্রভুগ্রাহামের সূত্রআলবার্ট আইনস্টাইনরামকৃষ্ণ পরমহংসতামান্না ভাটিয়াবঙ্গবন্ধু-১অপারেশন জ্যাকপটফরাসি বিপ্লবের পূর্বের অবস্থানামপ্রাকৃতিক সম্পদমদিনা🡆 More