আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান

আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান (ইংরেজি: Reality television) বলতে এমন এক ধরনের টেলিভিশন অনুষ্ঠানকে বোঝায় যাতে আগে থেকে লিখিত চিত্রনাট্যনির্ভর নয়, বরং আপাতদৃষ্টিতে বাস্তব জীবন থেকে নেওয়া ঘটনাপঞ্জিকে উপজীব্য করে তৈরি করা হয়। এসব অনুষ্ঠানে এমন সব ব্যক্তিকে দেখানোহয়, যারা আপাতদৃষ্টিতে কোন পেশাদার বা পরিচিত মুখের কোনও অভিনেতা নন। প্রামাণ্যচিত্র অনুষ্ঠানের সাথে এই আপাতবাস্তব টিভি অনুষ্ঠানগুলির পার্থক্য আছে কেন না এগুলিতে দর্শককে তথ্যদানের পরিবর্তে আবেগিক নাটকীয়তা, ব্যক্তিতে ব্যক্তিতে সংঘাত, অনুশোচনা, গোপন কথা, ইত্যাদি বিনোদনমূলক ব্যাপারগুলির ওপর জোর দেওয়া হয়। অনেক সময় এই অনুষ্ঠানগুলিতে ছোট ছোট খণ্ডাংশে অংশগ্রহণকারী ব্যক্তিদের নিজেদের মনের কথা বলতে বা অভিমত দিতে দেখা যায়, আবার কোনও কোনও অনুষ্ঠানে প্রতি পর্বে একজন অংশগ্রহণকারীকে বহিস্কার করা হয়।

আপাতবাস্তব অনুষ্ঠান অনেক আগে থেকেই বিচ্ছিন্নভাবে টেলিভিশনে প্রচারিত হলেও মূলত ১৯৯০-এর দশকের শেষভাগে এবং ২০০০-এর দশকের শুরুর দিকে এগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।

ইতিহাস

অলিখিত পরিস্থিতিতে সাধারণ মানুষকে চিত্রিত করা টেলিভিশন পদ্ধতিগুলি প্রায় টেলিভিশন মাধ্যমের মতোই পুরানো। প্রযোজক-আয়োজক অ্যালেন ফান্টের ক্যান্ডিড ক্যামেরায়, যেভাবে সন্দেহভাজন ব্যক্তিদের মজার, অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি করা হয়েছিল এবং লুকানো ক্যামেরা দিয়ে চিত্রিত করা হয়েছিল এবং যা প্রথম ১৯৪৮ সালে প্রচারিত হয়েছিল। একবিংশ শতাব্দীতে, ধারাবাহিকটিকে প্রায়শই আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের একটি আদিরূপ হিসাবে বিবেচনা করা হয়।

তথ্যসূত্র

Tags:

ইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

যোনিগোপালগঞ্জ জেলারবীন্দ্রসঙ্গীতপেপসিবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিডাচ্-বাংলা ব্যাংক পিএলসিদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাবদরের যুদ্ধবাংলাদেশের উপজেলার তালিকাআন্তর্জাতিক শ্রমিক দিবসচাকমাতুরস্কদিল্লী সালতানাতসালোকসংশ্লেষণশ্রীকৃষ্ণকীর্তনজলাতংকদুধঔষধ প্রশাসন অধিদপ্তরপ্রথম বিশ্বযুদ্ধঅভিষেক বন্দ্যোপাধ্যায়প্রথম উসমানসানি লিওনবাংলাদেশের বন্দরের তালিকাবাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনামহেন্দ্র সিং ধোনিঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)সাজেক উপত্যকাপর্তুগিজ সাম্রাজ্যখুলনা জেলাকক্সবাজারটিকটকসেলজুক রাজবংশশিববাংলাদেশের প্রধান বিচারপতিসম্প্রসারিত টিকাদান কর্মসূচিসোমালিয়াইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিসূরা ফালাকময়মনসিংহপ্লাস্টিক দূষণজাতীয় নিরাপত্তা গোয়েন্দাহারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)জনি সিন্সসাদ্দাম হুসাইনইউরোপীয় ইউনিয়নদাজ্জালহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরনোয়াখালী জেলামাহরামদিনাজপুর জেলাচট্টগ্রাম বিভাগস্নায়ুযুদ্ধ২৫ এপ্রিলনীল বিদ্রোহস্বরধ্বনিজয় চৌধুরীকিরগিজস্তানবাংলাদেশ সরকারি কর্ম কমিশনমানব দেহপশ্চিমবঙ্গের জেলাভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিবিদ্রোহী (কবিতা)বগুড়া জেলাপশ্চিমবঙ্গশর্করাইরানকোকা-কোলাগৌতম বুদ্ধলোহিত রক্তকণিকাকৃত্রিম বুদ্ধিমত্তাএশিয়াসত্যজিৎ রায়ইহুদি ধর্মরাজশাহীএইচআইভি/এইডস🡆 More