আদিত্য শ্রীবাস্তব: ভারতীয় অভিনেতা

আদিত্য শ্রীবাস্তব একজন ভারতীয় অভিনেতা ও মডেল। তিনি সিআইডি ধারাবাহিকে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি সিআইডি ধারাবাহিকের সবচেয়ে জনপ্রিয় অফিসারদের মধ্যে একজন।

(ভারতীয় টেলিভিশন ধারাবাহিক)">সিআইডি ধারাবাহিকে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি সিআইডি ধারাবাহিকের সবচেয়ে জনপ্রিয় অফিসারদের মধ্যে একজন।

আদিত্য শ্রীবাস্তব
আদিত্য শ্রীবাস্তব: জন্ম, পারিবারিক জীবন, অভিনয় জীবন
লা মেরিডিয়ান, দিল্লিতে প্রেস কনফারেন্সে উপস্থিত আদিত্য শ্রীবাস্তব
জন্ম (1968-07-21) ২১ জুলাই ১৯৬৮ (বয়স ৫৫)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, মডেল
কর্মজীবন১৯৯২–বর্তমান
পরিচিতির কারণসিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিসেবে সিআইডি; বাদশাহ খান হিসেবে ব্ল্যাক ফ্রাইডে
উল্লেখযোগ্য কর্ম
সিআইডি,
ব্ল্যাক ফ্রাইডে ,
গুলাল
দাম্পত্য সঙ্গীমানসি শ্রীবাস্তব
সন্তান

জন্ম

আদিত্য শ্রীবাস্তব ২১ জুলাই ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডি এন শ্রীবাস্তব। তার জন্মস্থান এলাহাবাদ, উত্তরপ্রদেশ, ভারত

পারিবারিক জীবন

আদিত্য শ্রীবাস্তব মানসি শ্রীবাস্তবকে বিয়ে করেছেন। তিনি দুই কন্যার জনক। তার দুই কন্যার নাম যথাক্রমে আরশি শ্রীবাস্তব ও অদিতি শ্রীবাস্তব।

অভিনয় জীবন

এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করার সময়, আদিত্য শ্রীবাস্তব সংগীত সমিতি, সিভিল লাইন, এলাহাবাদ এ থিয়েটার নাটক মঞ্চস্থ করা শুরু করেছিলেন। তিনি অভিনয় জীবনে দক্ষতা অর্জন করতে ১৯৮৯ সালে দিল্লিতে চলে এসেছিলেন এবং বেশিরভাগ সময় শ্রী রাম সেন্টার অফ পারফর্মিং আর্টস-এর নাট্যকর্মে জড়িত ছিলেন। শেখর কাপুরের আলোচিত ব্যান্ডিট কুইন সিনেমায় তিনি প্রথম অভিনয় করেছেন, যেখানে তিনি পুতিলাল চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরে, তিনি ১৯৯৫ সালে মুম্বাই চলে এসেছিলেন। তিনি ব্যোমকেশ বক্সীআহট এ মুখ্য পর্বের ভূমিকা পালন করেছিলেন। কমেডি সার্কাস কা নয়া দৌড়, ৯ মালাবার হিল এবং ইয়ে শাদি না হো শক্তি ইত্যাদি টিভি সিরিয়ালে তিনি পূর্ণ-বিশিষ্ট এবং বিশিষ্ট চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৯৭ সালে চলচ্চিত্র করতে তিনি টিভি সিরিয়াল থেকে বিরতি নিয়েছিলেন। পরে তাকে সিআইডিতে এ অভিনয় করার অফার দেওয়া হয়েছিল ১৯৯৯ সালে। বি.পি. সিং তাকে সত্য এ লক্ষ্য করার পরে এই অফারটি দিয়েছিলেন। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ এর চরিত্রে অভিনয় করতে তাকে আশুতোষ গোয়ারিকর এর (সিআইডিতে ইন্সপেক্টর ভিরেনের চরিত্রে অভিনয় করেছেন) স্থলে নেয়া হয়। যদিও তিনি ততক্ষণে সিআইডি এর একটি পর্বে (দ্য কেস অফ দ্য স্টোলেন গান) একজন অপরাধী পরেশের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি প্রাথমিকভাবে সিআইডিতে অভিনয় করতে অনিচ্ছুক ছিলেন। তিনি মাত্র ২৬টি পর্বের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, যা পরে বৃদ্ধি পেয়েছিল। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিসাবে সিআইডিতে তাঁর প্রথম পর্বটি ছিল দ্য কেস অফ দ্য স্টোলেন ডায়নামাইট। আজ তিনি অনুষ্ঠানের অন্যতম স্তম্ভ এবং সবচেয়ে জনপ্রিয় অফিসার।ইতিমধ্যে তিনি অনেকগুলি চলচ্চিত্রও করেছিলেন। ২০০৫ সালে তাকে হংসল মেহতার দিল পে মাত লে ইয়ার!! এ পুরুষ চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু পরে মনোজ বাজপেয়ীর ঐ চরিত্রে অভিনয় করা হয়েছিল। একক পুরুষ নায়ক চরিত্রে অভিনয় করার মতো তাঁর প্রথম ছবি দিল সে পুছ .. কিধার যানা হ্যায়। যদিও এটির অনেক বাণিজ্যিক ব্যর্থতা ছিল, কারণ সান প্রযোজনা ঘর প্রচারগুলি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে, এটি তার অভিনয়ের জন্য সমালোচকদের কাছে প্রশংসা অর্জন করেছিল। তার নায়ক হিসেবে আরও একটি অভিনীত চলচ্চিত্র কালোকালোর শুটিং চলাকালীন একটি বাস দুর্ঘটনায় কাঁধে আঘাত পেয়েছিলেন তিনি। আন্তর্জাতিকভাবে, তিনি দিল সে.., মোহনদাস, দানশ, সত্য , মাতৃভূমি, ব্ল্যাক ফ্রাইডে এবং গুলাল এর মতো ছবিতে তাঁর কাজের জন্য বেশি পরিচিত, এগুলোর সবই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সার্কিটে সাফল্যের সাথে ছড়িয়ে পড়ে, যা তাকে সমালোচকদের কাছে অপ্রতিদ্বন্দ্বী আসনে বসায়। তিনি অন্যান্য অনেকগুলি চলচ্চিত্র করেছিলেন এবং সমালোচকদের দাবি অনুসারে সেগুলির প্রতিটিতে তাঁর উপস্থিতি জানান দিয়েছিলেন। তার শো সিআইডির দ্য ইনহেরিটেন্স নামক পর্বটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ছিল। সেখানে দীর্ঘতম ধারাবাহিকের শুটিংয়ের জন্য যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে তিনিও রয়েছেন। এটি তার জীবনের একটি বিরল অর্জন। একটি গান সিআইডির একটি পর্বের জন্য রেকর্ড করা হয়েছিল,যা ২১ জানুয়ারী ২০১২ এ প্রচারিত, যা ছিল আদিত্য শ্রীবাস্তব এবং তাঁর সহকর্মী শিবাজী সতম এবং দয়ানন্দ শেঠিদের গাওয়া একটি লোলি গান। ২০১৪ তে, দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহের জন্য আদিত্য শ্রীবাস্তব, শিবাজি সত্যম, দয়ানন্দ শেঠি এবং নরেন্দ্র গুপ্ত উপস্থিত ছিলেন কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তার দীর্ঘদিন কাজের কারণে এক বিরতির পরে, তিনি আবার বড় পর্দায় ফিরে এসেছিলেন। বর্তমানে সিআইডি আপাতত বন্ধ থাকার কারণে তিনি বড় পর্দার দিকে মনোযোগী হয়েছেন।

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র চরিত্র
১৯৯৪ ব্যান্ডিট কুইন পুতিলাল
১৯৯৬ সংশোধন চুন্নি সিং
১৯৯৮ হাজার চুরাশির মা
১৯৯৮ সত্য ইন্সপেক্টর খান্দিলকার
১৯৯৮ দিল সে.. সন্ত্রাসবাদী
২০০০ দিল পে মাত লে ইয়ার!! টিটো
২০০২ সাথিয়া এসিপি আদিত্য সিং রাঠোর
২০০৩ পাঁচ মুরগি
২০০৩ মোদ্দা - দ্যা ইস্যু হারপুল সিং
২০০৩ মাতৃভূমি রঘুর চাচা
২০০৪ এক হাসিনা থি অ্যাডভোকেট কমলেশ মথুর
২০০৪ লক্ষ্য লেফটেন্যান্ট কর্নেল প্রদীপ
২০০৪ দিওয়ার ইজাজ
২০০৫ দানশ ডা. জন
২০০৬ নালাই আদি
২০০৬ দিল সে পুছ .. কিধার যানা হ্যায় অবিনাশ শ্রীবাস্তব
২০০৭ আলওয়ার ইন্সপেক্টর
২০০৭ ব্ল্যাক ফ্রাইডে বাদশাহ খান / নাসির খান
২০০৭ রাখ ইউসুফ
২০০৯ গুলাল করণ সিং
২০০৯ মোহনদাস অ্যাডভোকেট হর্ষবর্ধন সোনি
২০১০ কালো সমীর
২০১৭ জুলি ২ এসিপি দেবদূত
২০১৯ সুপার থার্টি লাল্লান সিং
২০২০ রাত আকেলি হ্যায় মুন্না রাজা
২০২১ হাসিন দিলরুবা
২০২১ বলে চুড়িয়া

টেলিভিশন সিরিয়াল

বছর সিরিয়ালের নাম চরিত্র নোট
১৯৯২-১৯৯৪ দেরা
১৯৯৩–১৯৯৪ শেষ প্রশ্ন
১৯৯৩-১৯৯৯ ব্যোমকেশ বক্সী মধুময় সুর
১৯৯৫-২০১৫ আহট এপিসোড ১৫০-১৫১ (১৯৯৮), এপিসোড ১৬০–১৬১ (১৯৯৯)
১৯৯৫-১৯৯৭ ইয়ে শাদি নাহি হো শক্তি
১৯৯৭-১৯৯৮ ৯ মালাবার হিল মাজিদ
১৯৯৭-১৯৯৮ মোহনদাস বিএ এলএলবি - ডিবেট (এপিসোড ১৫) রোহিত খান্না
১৯৯৮ স্যাটারডে সাসপেন্স - কেয়া মেইন পাগল হুন? (এপিসোড ৪৬) মাধবন
১৯৯৮ স্যাটারডে সাসপেন্স - পাহেলি (এপিসোড ৪৮) বরুণ
১৯৯৮-২০১৮ সিআইডি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ
১৯৯৮-১৯৯৯ রিশ্তে(এপিসোড ৩৯) রশিদ গুল
১৯৯৮-১৯৯৯ রিশ্তে(এপিসোড ৫৮) বিজয়
১৯৯৯-২০০০ স্টার বেস্টসেলার
২০০৪ রাত আকেলি হোন হ্যায় - লাইফলাইন :পার্ট ১-৪ প্রমোদ (এপিসোড ৪৯-৫২)
২০০৫ সিআইডি:স্পেশাল ব্যুরো সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ
২০০৭ জিনা ইসি কা নাম হ্যায় শিবাজি সত্যম এর বন্ধু হিসেবে
২০১১ কমেডি সার্কাস কা নয়া দৌড় আদিত্য শ্রীবাস্তব অতিথি হিসেবে
২০১২ আদালত সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ
২০১২ সিআইডি বনাম আদালত সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ
২০১৪ তারক মেহতা কা উল্টা চশমা সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ
২০১৪ কৌন বনেগা ক্রোড়পতি আদিত্য শ্রীবাস্তব অতিথি হিসেবে
২০১৬ দ্য কপিল শর্মা শো আদিত্য শ্রীবাস্তব অতিথি হিসেবে
২০১৯ সিআইএফ ইন্সপেক্টর আশফাক আলী খান

সিআইডি এর সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিসেবে

সিআইডির সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিনি সিআইডির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। মূলত দলে যোগ দিয়েছেন ইন্সপেক্টর ভিরেনের স্থলাভিষিক্ত হয়ে। আরেক সিনিয়র ইন্সপেক্টর দয়ার সাথে তার গভীর বন্ধুত্ব। বেশ বড় কিছু বিপদে দয়া তার জীবন বাঁচিয়েছেন। অফিসারদের মধ্যে তিনি সেরা যিনি যথেষ্ট বুদ্ধিমান এবং সৎ সিআইডি অফিসার। তিনি সিআইডির সদস্যদের মধ্যে সেরা একজন শুট্যার যিনি চোখ বন্ধ করে আওয়াজ শুনে নিখুঁত নিশানায় গুলি করতে পারেন।ফরেনসিক ল্যাবের সহকারী ডা. তারিকার প্রতি আলাদা দূর্বলতা আছে তার। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয়ের পূর্বে ১৯৯৮ সালে একটি পর্বে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। প্রতি এপিসোডে অভিনয় করতে আদিত্য শ্রীবাস্তব নেন ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করা আদিত্য শ্রীবাস্তবকে শুরুতে সিআইডি শো-তে অপরাধী হিসাবে পরিচয় দেওয়া হয়েছিল (৩৯ ও ৪০ পর্বে - দ্য কেস অফ দ্য স্টোলেন গান)। পরে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল (পর্ব ৭৩ ও ৭৪ - দ্য কেস অব দ্য স্টোলেন ডায়নামাইট)। "আমি কেবল ২৬টি পর্বই করতে রাজি হয়েছিলাম। ১৯৯৯ সালে, আমি কিছু ছবিও করছিলাম, এবং বি.পি. সিং স্যার যেভাবে ইচ্ছা তেমন আসার জন্য নমনীয়তা দিয়েছিলেন। তবে আমি আমি অভিজিৎ চরিত্রে উপভোগ করতে শুরু করেছি, এবং তাই আমি সিআইডিতে অভিনয় করা চালু রাখলাম", শ্রীবাস্তব বললেন। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিসেবে আদিত্য শ্রীবাস্তব আরও কিছু শো-তে অভিনয় করেছেন। যেমন: সিআইডি :স্পেশাল ব্যুরো, আদালত, তারক মেহতা কা উল্টা চশমা ইত্যাদি। এসব শো সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিসেবে আদিত্য শ্রীবাস্তবকে আরও বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে।

তথ্যসূত্র

Tags:

আদিত্য শ্রীবাস্তব জন্মআদিত্য শ্রীবাস্তব পারিবারিক জীবনআদিত্য শ্রীবাস্তব অভিনয় জীবনআদিত্য শ্রীবাস্তব চলচ্চিত্রআদিত্য শ্রীবাস্তব টেলিভিশন সিরিয়ালআদিত্য শ্রীবাস্তব সিআইডি এর সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিসেবেআদিত্য শ্রীবাস্তব তথ্যসূত্রআদিত্য শ্রীবাস্তবঅভিনেতামডেল (ব্যক্তি)সি.আই.ডি. (ভারতীয় টেলিভিশন ধারাবাহিক)সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ

🔥 Trending searches on Wiki বাংলা:

মুহাম্মদ ইউনূসস্বত্ববিলোপ নীতিক্রোমোজোমসিফিলিসঅসমাপ্ত আত্মজীবনীতায়াম্মুমভারতের জনপরিসংখ্যানফিতরাকাঁঠালবুধ গ্রহপথের পাঁচালীচিঠিরামসার কনভেনশনউর্ফি জাবেদমিয়োসিসক্রিটোবাংলা ভাষা আন্দোলনইসলামে যৌনতাবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকালোহাভূগোলআমার সোনার বাংলাসুভাষচন্দ্র বসুআব্বাসীয় খিলাফতআফতাব শিবদাসানিশর্করাআর্যবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রফিদিয়া এবং কাফফারান্যাটোবাংলা উইকিপিডিয়াশেখ হাসিনাফ্রান্সের ষোড়শ লুইহিন্দি ভাষাণত্ব বিধান ও ষত্ব বিধানহা জং-উসেশেলসবাস্তব সত্যসিপাহি বিদ্রোহ ১৮৫৭জামালপুর জেলাব্রাজিলটাইফয়েড জ্বরউমাইয়া খিলাফতরাষ্ট্রসৌরজগৎপরিমাপ যন্ত্রের তালিকাবাংলাদেশের স্বাধীনতা দিবসমমতা বন্দ্যোপাধ্যায়ছোলারাজশাহী বিশ্ববিদ্যালয়ইজিও অডিটরে দা ফিরেনজেবাংলাদেশ জামায়াতে ইসলামীপদার্থের অবস্থাআলহামদুলিল্লাহঅকালবোধনসূরা মাউনযক্ষ্মাইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডসমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক বিচারালয়অ্যাসিড বৃষ্টিপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমকলা (জীববিজ্ঞান)বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রমোবাইল ফোনসূরা কাফিরুনগুগলচতুর্থ শিল্প বিপ্লবমার্কসবাদপাল সাম্রাজ্যযকৃৎইতিহাসএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)পৃথিবীর ইতিহাসবাংলা স্বরবর্ণস্কটল্যান্ডভারতীয় জনতা পার্টিক্যান্টনীয় উপভাষাঅন্নপূর্ণা (দেবী)🡆 More