অসুর: পৌরাণিক মানবেতর জাতি

অসুর (সংস্কৃত: असुर) হল একটি নির্দিষ্ট শ্রেণীর জীব বা শক্তিকামী গোত্র যা হিন্দুধর্মের কল্যাণকামী সত্ত্বা দেবের (সুর নামেও পরিচিত) সঙ্গে অধিক সম্পর্কযুক্ত। পরিভাষাটিক ভাষাগতভাবে ইন্দো-ইরানীয় ও প্রাক-জরাথুস্ট্রবাদী যুগের অহুরের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়।

অসুর: পৌরাণিক মানবেতর জাতি
কম্বোডিয়ার আংকরওয়াটে, সমুদ্রমন্থনের টেরাকোটা, যাতে দেখা যাচ্ছে সর্বমধ্যস্থলে বিষ্ণু, তার অবতার কূর্মে আসীন, সঙ্গে উভয় পাশে অসুর ও দেবতা। উইকিমিডিয়া কমন্সে এর একটি চিহ্নিত সংস্করণ দেখুন।

অসুরেরা সবসময় দেবদের সঙ্গে যুদ্ধ করে থাকে। ভারতীয় পাণ্ডুলিপিতে অসুরদেরকে শক্তিশালী অতিমানব অর্ধদেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে, যাদের ভালো কিংবা খারাপ গুণাবলি থাকে। ভালো অসুরদের বলা হয় আদিত্য আর তারা বরুণের দ্বারা পরিচালিত হয়, অপরদিকে অকল্যাণকামী অসুরদের বলা হয় দানব এবং তারা বৃত্রের দ্বারা পরিচালিত হয়। বৈদিক পাণ্ডুলিপির প্রাচীনতম অংশগুলোতে অগ্নি, ইন্দ্র ও অন্যান্য দেবতাদেরকেও অসুর বলে ডাকা হয়েছে, কারণ তারা নির্দিষ্ট কিছু ক্ষেত্র, জ্ঞান বা ক্ষমতার "অধিপতি"। পরবর্তী বৈদিক ও বৈদিক-পরবর্তী লেখনীসমূহে, কল্যাণকামী দেবতাদের দেব বলা হয়েছে, যেখানে অকল্যাণকামী অসুরেরা উক্ত দেবদের বিরুদ্ধে প্রতিযোগিতা করে, যাদেরকে "দেবতাদের শত্রু" হিসেবে বিবেচনা করা হয়।

দেব, যক্ষ (প্রাকৃতিক আত্মা) ও রাক্ষসদের (ভূত, দৈত্য) পাশাপাশি অসুররা হল ভারতীয় পৌরাণিকতার অংশ। হিন্দুধর্মে বহু মহাজাগতিক তত্ত্বে অসুরদেরকে তুলে ধরা হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

অহুরইন্দো-ইরানীয়জরাথুস্ট্রবাদদেবসংস্কৃত ভাষাহিন্দুধর্ম

🔥 Trending searches on Wiki বাংলা:

স্বত্ববিলোপ নীতিইক্বামাহ্‌আবদুর রব সেরনিয়াবাতবঙ্গাব্দআলবার্ট আইনস্টাইনদোয়া কুনুতআফরান নিশোখোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরইমাম বুখারীপথের পাঁচালীসংযুক্ত আরব আমিরাতযতিচিহ্নব্রহ্মপুত্র নদমিয়া খলিফাজিমেইলবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষহরমোনরাবণইসলামে যৌনতামার্কসবাদআয়নিকরণ শক্তিচোখপায়ুসঙ্গমইসলামি সহযোগিতা সংস্থাভারতের ভূগোলমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)অ্যান মারিআবুল কাশেম ফজলুল হকমালয় ভাষাসোমালিয়াকারকহরিপদ কাপালীমোহনদাস করমচাঁদ গান্ধীআন্তর্জাতিক নারী দিবসটেনিস বলডাচ-বাংলা ব্যাংক লিমিটেডকাবারাম নবমীফ্রান্সহিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণপশ্চিমবঙ্গরাশিয়াবিপন্ন প্রজাতিসেহরিসাতই মার্চের ভাষণপিরামিডওজোন স্তরআসসালামু আলাইকুমজাতিসংঘবাংলাদেশের রাষ্ট্রপতিএইচআইভি/এইডসইন্সটাগ্রামব্রিটিশ ভারতগৌতম বুদ্ধকুরাসাওফুটবলরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)জাহাঙ্গীরবিষ্ণুরাজশাহীব্রাজিলসুন্দরবনক্যান্সারন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালবাংলাদেশ আওয়ামী লীগথাইরয়েড হরমোনহরপ্পাইসলামসাইপ্রাসউইকিবইপর্যায় সারণীর‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নজলাতংকচাঁদপুর জেলাহিন্দুধর্মের ইতিহাসআগরতলা ষড়যন্ত্র মামলাফেসবুক🡆 More