প্রশাসক হওয়ার আবেদন

প্রশাসক হওয়ার আবেদন প্রক্রিয়ার মাধ্যমে উইকিপিডিয়াতে কে প্রশাসক হতে পারবেন, তা নির্ধারণ করা হয়। প্রশাসকদের বিশেষ কিছু অধিকার থাকে, যা প্রধানত রক্ষনাবেক্ষণ সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়। প্রশাসকদের সর্বশেষ তালিকা পেতে হলে দেখুন: উইকিপিডিয়া:প্রশাসকবৃন্দ এবং পূর্ববর্তী আবেদনের তালিকা দেখতে হলে দেখুন: পুরোনো আবেদন তালিকা।


প্রক্রিয়া

প্রশাসক হিসাবে আবেদন করতে হলে নিম্নের বর্তমান আবেদন অংশে আবেদন পেশ করুন। প্রতিটি আবেদন ১ সপ্তাহ অর্থাৎ ৭ দিন এখানে থাকবে। এই সময়ের মধ্যে যদি আবেদনের পক্ষে মতামত পাওয়া যায়, তাহলে আপনার আবেদন সফল ধরা হবে। উল্লেখ্য, আবেদন সফল হওয়ার জন্য অন্তত ৭৫% সমর্থন প্রয়োজন। সাধারণত আবেদনের সাফল্য নির্ভর করে আবেদনকারীরা উইকিপিডিয়াতে উল্লেখযোগ্য সময় ধরে সম্পাদনা করে এসেছেন কী না, এবং উইকিপিডিয়াতে তাঁদের আচরণ গ্রহণযোগ্য ও নীতিমালার সাপেক্ষে হয়েছে কী না, তার ওপর। এছাড়াও আপনি কোনো ব্যবহারকারীকেও প্রশাসকত্ব প্রদানের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্র যাঁর জন্য আবেদন পেশ করছেন, তাঁকে এখানে, এই আবেদনের প্রেক্ষিতে সম্মতি প্রদান করতে হবে। এই পাতায় আপনি বুরোক্র্যাট অধিকার পাবার জন্যেও আবেদন করতে পারেন। ব্যুরোক্র্যাটের অধিকার জানতে দেখুন উইকিপিডিয়া:ব্যুরোক্র্যাট।

বর্তমান আবেদন

নতুন আবেদন এই পরিচ্ছেদে যোগ করুন। নিচের বক্সে ‘উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/’ অংশের পর আপনার ব্যবহারকারী নাম লিখুন ও ‘প্রশাসকত্বের জন্য আবেদন’ বোতামে ক্লিক করুন। এর পর নতুন তৈরি হওয়া পাতায় আপনার আবেদন যোগ করতে নিচের ফর্মটি ব্যবহার করুন ও নির্দেশনা অনুযায়ী তা পূরণ করুন। সবশেষে পাতাটির লিংক {{উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/আপনার ব্যবহারকারী নাম}} ফরম্যাটে এই পাতার সবশেষে যোগ করুন।



Tags:

প্রশাসক হওয়ার আবেদন প্রক্রিয়াপ্রশাসক হওয়ার আবেদন বর্তমান আবেদনপ্রশাসক হওয়ার আবেদনউইকিপিডিয়া:প্রশাসক

🔥 Trending searches on Wiki ইমার ঠার/বিষ্ণুপ্রিয়া মণিপুরী:

পলাশবাড়ী ইউনিয়ন, বীরগঞ্জমেসিডোনিয়াআলবেনিয়ামন্টানাতুরস্কআঙ্গুরওমানকম্বোডিয়ান রিয়েলমিসিসিপি (রাজ্য)থানাপূবাইল ইউনিয়ন, গাজীপুর সদরআইসল্যান্ডধোপাদহ ইউনিয়ন, সাঁথিয়াবুরুন্ডিপেনসিলভানিয়াভিয়েতনামমারি ১৪৫৮নবাবগঞ্জ জিলানাইজেরিয়ান নাইরাগোয়াদিয়া ইউনিয়ন, লৌহজংমোগলা বাজার ইউনিয়ন, সিলেট সদরফালটানকর্ণাটককোন্নগরভুবনেশ্বরমারি ১৬৭৭ডেনমার্কমাইক্রোনেশিয়া তিলপারাষ্ট্রJapan.পিজিহাকিমপুর ইউনিয়ন, চৌগাছারামচন্দ্রপুর ইউনিয়ন, গাইবান্ধা সদরখা আফ্রিকামেরিল্যান্ডসানডেনর্থ ক্যারোলাইনাগনতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রচন্দ্রা ইউনিয়ন, চাঁদপুর সদরমারি ১৯৯২লক্ষ্মীপুর ইউনিয়ন, আটগড়িয়াগাম্বিয়াজুনিয়রপ্রকৌশলনাটালখ্রিষ্টপূর্ব ৪২৭.আইএলসিঙ্গাপুরি ডলারলক্ষণপুর ইউনিয়ন, লাকসামচাংৱাত সুরিনহারনি ইউনিয়ন, হাতিয়াগ্রেগরিয়ান পাঞ্জীঅস্ট্রেলিয়াকাত্তিবক্কমব্রাজিলকার্বের কাউন্টি, মিনেসোটানরৱেপ্রাটামার্চ ১০.এসকে.জিজিমিশিগানদোহার উপজিলাআলাস্কামারি ১৯৮১🡆 More