শহীদ ডা. মিলন দিবস

প্রতিবছর ২৭ নভেম্বর বাংলাদেশে শহীদ ডা.

মিলন দিবস পালিত হয়। ১৯৯০ খ্রিষ্টাব্দের ২৭শে নভেম্বর স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সময় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ডা: শামসুল আলম খান মিলন নিহত হন। এই শোকাবহ ঘটনার স্মরণে ১৯৯১ খ্রীস্টাব্দ থেকে প্রতি বছর শহীদ ডা. মিলন দিবস উদযাপিত হয়ে আসছে। ডা. মিলনের মধ্য দিয়ে তখনকার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। এবং অল্প কয়েক সপ্তাহের মধ্যে এরশাদ সরকারের পতন ঘটে।

শহীদ ডা. মিলন দিবস
শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ম্যুরাল ও স্মৃতি-ফলক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশের সড়ক, ঢাকা।

ডা. শামসুল আলম খান

ডা. শামসুল আলম খান মিলনকে সচরাচর শহীদ ডা. মিলন হিসাবে অভিহিত করা হয়। তার মত্যুকে মহান আত্মত্যাগ হিসাবে গণ্য করা হয়। মৃত্যুকালে পেশায় চিকিৎসক শামসুল আলম খান মিলন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের তৎকালীন যুগ্ম-মহাসচিব।

ডা. মিলনের জন্ম ১৯৫৭ খ্রিষ্টাব্দের ২১ আগস্ট ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে। ১৯৭৩ খ্রিষ্টাব্দে তিনি সরকারী বিজ্ঞান কলেজ থেকে শিল্পকলা (ইন্ডাস্ট্রিয়াল আর্টস) বিভাগে ২য় স্থান অধিকার করে এসএসসি পাস করেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দে তিনি এইচএসসি পাশ করেন নটরডেম কলেজের ছাত্র হিসাবে। এর পর চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন (ব্যাচ কে-৩৪)। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তিনি এমবিবিএস ডিগ্রী লাভ করেন ও ডাক্তারী পেশায় যোগ দেন।

ঘটনার বিবরণ

ঘটনাকালে দেশব্যাপী রাজপথ-রেলপথ অবরোধ আন্দোলন চলছিল। ২৭ নভেম্বর ১৯৯০ তারিখে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের একটি সভায় যোগ দিতে রিকশাযোগে পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) যাচ্ছিলেন ডা. মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকা অতিক্রমকালে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে দাফন করা হয়।

তদন্ত ও মামলা

উদযাপন

বাংলাদেশ ডাক বিভাগ ডা. শামসুল আলম খান মিলনের স্মরণে একটি ২ টাকা মূল্যমানের ডাক টিকিট প্রকাশ করেছে। ১৯৯১ থেকে প্রতিবছর রাজনৈতিক ও চিকিৎসক সংগঠনসমূহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ডা. মিলন দিবস পালন করে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে থাকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ, ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. মিলনের কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ইত্যাদি।

স্মরণ

  • মিলনের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের দক্ষিণ-পূর্ব কোণে নির্মিত হয়েছে "নিঝুম" নামে স্মৃতিস্তম্ভ।
  • তার স্মরণে ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্নি ডাক্তারদের হোস্টেলের নামকরণ করা হয় ‘শহীদ ডা. মিলন ইন্টার্নি হোস্টেল’ এবং ছাত্রীদের একটি হলের নাম রাখা হয় 'ডা. মিলন হল'।

চিত্রশালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

শহীদ ডা. মিলন দিবস ডা. শামসুল আলম খানশহীদ ডা. মিলন দিবস ঘটনার বিবরণশহীদ ডা. মিলন দিবস উদযাপনশহীদ ডা. মিলন দিবস স্মরণশহীদ ডা. মিলন দিবস চিত্রশালাশহীদ ডা. মিলন দিবস তথ্যসূত্রশহীদ ডা. মিলন দিবস বহিঃসংযোগশহীদ ডা. মিলন দিবসনব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন

🔥 Trending searches on Wiki বাংলা:

ভারতীয় জনতা পার্টিআমরামায়ণবুধ গ্রহকণাদচাঁদহিন্দি ভাষাব্যবস্থাপনা হিসাববিজ্ঞানবেগম রোকেয়াসূরা নাসবাংলাদেশের অর্থনীতিএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়চর্যাপদঋতুঅস্ট্রেলিয়াঢাকা মেট্রোরেলঅলিউল হক রুমিবাংলাদেশের উপজেলার তালিকাফরিদপুর জেলাগাণিতিক প্রতীকের তালিকাবিদায় হজ্জের ভাষণআহল-ই-হাদীসমুর্শিদাবাদ জেলাজীবনমুঘল সম্রাটতাপপ্রবাহসামন্ততন্ত্রমাহরামভারতের প্রধানমন্ত্রীদের তালিকাজনি সিন্সপেশাযিনাউত্তম কুমারকোণপথের পাঁচালীকৃত্তিবাসী রামায়ণশুক্রাণুউসমানীয় সাম্রাজ্যফেসবুকরামকৃষ্ণ পরমহংসবাংলাদেশের ইউনিয়নবাঙালি হিন্দু বিবাহবায়ুদূষণবন্ধুত্বপলাশীর যুদ্ধশিলাবিদ্রোহী (কবিতা)তিতুমীরসজনেআনু মুহাম্মদভারতঢাকা বিশ্ববিদ্যালয়যশস্বী জয়সওয়ালদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাঈদুল আযহাচুম্বকবাংলা লিপিআরবি বর্ণমালানামাজের নিয়মাবলীজ্বীন জাতিপহেলা বৈশাখআফগানিস্তানমনসামঙ্গলবৃহস্পতি গ্রহভারতের স্বাধীনতা বিপ্লবীদের তালিকালালসালু (উপন্যাস)হিট স্ট্রোকব্যাকটেরিয়াএম. এ. চিদম্বরম স্টেডিয়ামবঙ্গভঙ্গ আন্দোলনভিটামিনযৌন প্রবেশক্রিয়াবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাবাংলাদেশের জাতীয় পতাকামেয়েরাগ (সংগীত)সৈয়দ সায়েদুল হক সুমন🡆 More