২০০৪-এর চলচ্চিত্র দি অ্যাভিয়েটর

দ্য অ্যাভিয়েটর (ইংরেজি: The Aviator, অনুবাদ 'বৈমানিক') ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন জীবনীমূলক নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মার্টিন স্কোরসেজি এবং চিত্রনাট্য লিখেছেন জন লোগান। এতে হাওয়ার্ড হিউজ চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ক্যাথরিন হেপবার্ন চরিত্রে কেট ব্লানচেট, ও আভা গার্ডনার চরিত্রে কেট বেকিনসেল। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইয়ান হোম, জন সি.

রেইলি, আলেক বল্ডউইন, জুড ল প্রমুখ।

দ্য অ্যাভিয়েটর
২০০৪-এর চলচ্চিত্র দি অ্যাভিয়েটর
পৃক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকমার্টিন স্কোরসেজি
প্রযোজক
  • মাইকেল মান
  • স্যান্ডি ক্লিম্যান
  • গ্রাহাম কিং
  • চার্লস ইভানস জুনিয়র
রচয়িতাজন লোগান
শ্রেষ্ঠাংশে
সুরকারহাওয়ার্ড শোর
চিত্রগ্রাহকরবার্ট রিচার্ডসন
সম্পাদকথেলমা শুনমেকার
প্রযোজনা
কোম্পানি
ফরওয়ার্ড পাস
অ্যাপিয়ান ওয়ে প্রোডাকশন
আইএমএফ
ইনিশিয়াল এন্টারটেইনমেন্ট গ্রুপ
পরিবেশকওয়ার্নার ব্রোস. পিকচারস
মিরাম্যাক্স ফিল্মস
মুক্তি
  • ১৪ ডিসেম্বর ২০০৪ (2004-12-14) (নিউ ইয়র্ক)
  • ২৫ ডিসেম্বর ২০০৪ (2004-12-25) (যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১৭০ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১১০ মিলিয়ন
আয়$২১৩.৭ মিলিয়ন

চার্লস হাইয়ামের ১৯৯৩ সালে কল্পকাহিনী হাওয়ার্ড হিউজ: দ্য সিক্রেট লাইফ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এতে বৈমানিকদের পাইওনিয়ার ও হেল্‌স অ্যাঞ্জেলসের পরিচালক হাউয়ার্ড হিউজের জীবনী তুলে ধরা হয়েছে। ছবিতে ১৯২৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তার চলচ্চিত্র প্রযোজনা ও বৈমানিক জীবনের সফলতার পাশাপাশি তার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কারণে তার জীবনের অসামঞ্জস্যতা দেখানো হয়েছে।

চলচ্চিত্রটি ১১টি বিভাগে একাডেমি পুরস্কার মনোনয়ন পায়। যার মধ্যে ছিল শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য, শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা, বিজয়ী পাঁচটি হল শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা, শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা, শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী

কাহিনী সংক্ষেপ

১৯১৩ সালে নয় বছর বয়সী হাওয়ার্ড হিউজকে তার মা তাকে রোগবালাই সম্পর্কে সচেতন করেন। ১৪ বছর পর তিনি হেল্‌স অ্যাঞ্জেলস্‌ পরিচালনা করেন। দ্য জাজ সিঙ্গার চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর, হিউজ তার চলচ্চিত্রকে বাস্তবিকতার সাথে যোগসূত্র স্থাপনের প্রেরণা লাভ করেন এবং চলচ্চিত্রে শব্দ যোগ করার চিন্তা করেন। চলচ্চিত্রটি হিট হওয়া স্বত্ত্বেও তিনি সন্তুষ্ট হতে পারেন না। তিনি অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন-এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

১৯৩৫ সালে হিউজ এক টেস্ট ফ্লাইয়ে হিউজ এইচ-১ রেসার দিয়ে নতুন গতির রেকর্ড করেন। তিন বছর পর তিনি চার দিনে পৃথিবী অতিক্রম করে পূর্বের রেকর্ড ভেঙ্গে দেন। কিছুদিন পর তিনি ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনসের বেশিরভাগ শেয়ার কিনে নেন। তার পরিচিতি বাড়তে থাকলে অনেক সেলিব্রেটিদের সাথে তার পরিচয় হয়। ফলে হেপবার্নের অভিনেতা স্পেন্সার ট্রেসির প্রেমে পড়েছেন এমন রটনায় হেপবার্নের সাথে তার বিচ্ছেদ ঘটে। হিউজ দ্রুত ১৫ বছর বয়সী ফেইথ ডমার্গো ও পরে অভিনেত্রী আভা গার্ডনার-এর প্রেমে পড়েন।

দুটি প্রজেক্টের কল্যাণে মার্কিন বিমান বাহিনীর সাথে তার সখ্যতা গড়ে ওঠে। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার সাথে বিরোপ সম্পর্ক হয় যা তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে।

কুশীলব

সঙ্গীত

মুক্তি

পরিবেশনা

মিরাম্যাক্স ফিল্মস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইতালি, ফ্রান্স ও জার্মানিতে চলচ্চিত্রটি পরিবেশনা করে। পাশাপাশি মার্কিন টেলিভিশনের পরিবেশনার স্বত্ত্বও মিরাম্যাক্সের ছিল। তবে ওয়ার্নার ব্রস. পিকচারস যুক্তরাষ্ট্র, কানাডা ও লাতিন আমেরিকায় ডিভিডি পরিবেশনা করে। ইনিশিয়াল এন্টারটেইনমেন্ট গ্রুপ অন্যান্য অঞ্চলে চলচ্চিত্রটি পরিবেশনা করে।

হোম ভিডিও

২০০৫ সালের ২৪ মে ওয়াইড স্ক্রিন ও ফুল স্ক্রিন ভার্সনে দুটি ডিস্কে দ্য অ্যাভিয়েটর ছবির ডিভিডি মুক্তি পায়। প্রথম ডিস্কে রয়েছে পরিচালক মার্টিন স্কোরসেজি, সম্পাদক থেলমা স্কুনমেকার, ও প্রযোজক মাইকেন মানের ভাষ্য এবং দ্বিতীয় ডিস্কে রয়েছে দ্য অ্যাভিয়েটরের নির্মাণ, কর্তনকৃত দৃশ্য, বিহাইন্ড দ্য সিনস, দ্য অ্যাভিয়েটরের সঙ্গীত, ভিজুয়াল এফেক্টস ও হাউয়ার্ড হিউজের উপর নির্মিত প্রামাণ্যচিত্র। ডিভিডিটি ২০০৬ সালে ডিভিডি এক্সক্লুসিভ পুরস্কারে শ্রেষ্ঠ অডিও ভাষ্য বিভাগে মনোনীত হয়।

ছবিটি পরে ২০০৭ সালের ৬ নভেম্বর ব্লু-রে ডিস্ক ও এইচডি ডিভিডিতে মুক্তি দেওয়া হয়।

মূল্যায়ন

বক্স অফিস সাফল্য

দ্য অ্যাভিয়েটর চলচ্চিত্রটি ২০০৪ সালের ১৭ ডিসেম্বর ৪০টি প্রেক্ষাগৃহে সীমিতভাবে মুক্তি দেওয়া হয় এবং সেখান থেকে প্রথম সপ্তাহে $৮৫৮,০২১ আয় করে। ২৫ ডিসেম্বর, ২০০৪ সালে সারা যুক্তরাষ্ট্রে ১,৭৯৬টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় এবং প্রথম দিন $৪.২ মিলিয়ন ও প্রথম সপ্তাহে $৮.৬ মিলিয়ন আয় করে। প্রতি প্রেক্ষাগৃহে গড়ে $৪,৮০৫ আয় করে সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে ৪-এ অবস্থান করে। দ্বিতীয় সপ্তাহে প্রতি প্রেক্ষাগৃহে $৬,৩২৭ গড়ে $১১.৪ মিলিয়ন আয় করে র‍্যাঙ্কিংয়ে ৩-এ উঠে আসে। ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় $১০২.৬ মিলিয়ন ও এর বাইরে $১১১.১ মিলিয়ন আয় করে, এবং বিশ্বব্যাপী মোট $২১৩.৭ মিলিয়ন আয় করে।

সমালোচকদের প্রতিক্রিয়া

দ্য অ্যাভিয়েটর ইতিবাচক সমালোচনা লাভ করেছে। সমালোচনাভিত্তিক ওয়েবসাইট রটেন টম্যাটোস-এ ২১৩টি সমালোচনার ভিত্তিতে ছবিটির স্কোর ৮৭% এবং গড় রেটিং ৭.৮/১০। এই ওয়েবসাইটে বলা হয়েছে যে দ্য অ্যাভিয়েটর সে সময়ের পরিপূর্ণ বিবরণ তুলে ধরেছে এবং মার্টিন স্কোরসেজির পরিচালনা ও লিওনার্দো ডিক্যাপ্রিওর অসাধারণ অভিনয়ের কারণে ছবিটি সফলতা লাভ করেছে। মেটাক্রিটিক-এ ৪১টি সমালোচনার ভিত্তিতে ছবিটি ১০০-এ ৭৭ পেয়েছে, যা মূলত ইতিবাচক।

শিকাগো সান-টাইমস-এর রজার ইবার্ট চলচ্চিত্রটিকে ৪-এ ৪ দিয়েছেন এবং এই ছবি ও ছবির প্রধান বিষয়বস্তু, হাওয়ার্ড হিউজে, মুগ্ধ হন। তিনি বলেন পরিচালক স্কোরসেজি ও হিউজের জীবনের মধ্যে একটি মিল রয়েছে। তিনি এই ছবিকে সেই বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র বলে উল্লেখ করেছেন। দ্য ডেইলি টেলিগ্রাফ-এ এক চলচ্চিত্র সমালোচনায় সুখদেব সাধু স্কোরসেজির পরিচালনা, ডিক্যাপ্রিও ও অন্যান্যদের অভিনয়ের প্রশংসা করেছেন, তবে বেকিনসেলকে অভিনয়ে নেওয়াটা ভুল ছিল বলে উল্লেখ করেন। তিনি বলেন এই ছবিটির মাধ্যমে হলিউডের সোনালি যুগকে জাঁকজমকপূর্ণ সম্মাননা প্রদান করা হয়েছে। দ্য জার্নাল অব আমেরিকান হিস্ট্রির ডেভিড টি. কোর্টরাইট দ্য অ্যাভিয়েটর চলচ্চিত্রকে প্রযুক্তিগত দিক থেকে অসাধারণ কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে একটু বিরক্তিকর বলে উল্লেখ করেছেন। তার মতে স্কোরসেজির প্রধান সাফল্য হলে বৈমানিকদের পাইওনিয়ার হিসেবে হাউয়ার্ড হিউজের নামকে পুনরোজ্জীবিত করেছেন।

পুরস্কার

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Tags:

২০০৪-এর চলচ্চিত্র দি অ্যাভিয়েটর কাহিনী সংক্ষেপ২০০৪-এর চলচ্চিত্র দি অ্যাভিয়েটর কুশীলব২০০৪-এর চলচ্চিত্র দি অ্যাভিয়েটর সঙ্গীত২০০৪-এর চলচ্চিত্র দি অ্যাভিয়েটর মুক্তি২০০৪-এর চলচ্চিত্র দি অ্যাভিয়েটর মূল্যায়ন২০০৪-এর চলচ্চিত্র দি অ্যাভিয়েটর তথ্যসূত্র২০০৪-এর চলচ্চিত্র দি অ্যাভিয়েটর আরও পড়ুন২০০৪-এর চলচ্চিত্র দি অ্যাভিয়েটর বহিঃসংযোগ২০০৪-এর চলচ্চিত্র দি অ্যাভিয়েটরআক্ষরিক অনুবাদআভা গার্ডনারআলেক বল্ডউইনইংরেজি ভাষাইয়ান হোমকেট বেকিনসেলকেট ব্লানচেটক্যাথরিন হেপবার্নমার্টিন স্কোরসেজিলিওনার্দো ডিক্যাপ্রিওহাওয়ার্ড হিউজ

🔥 Trending searches on Wiki বাংলা:

ওমানশিবাজীবীর্যকোষ প্রাচীরহনুমান চালিশাসূরা বাকারামহাস্থানগড়আওরঙ্গজেববাবরওজোন স্তরবাংলাদেশের রাষ্ট্রপতি২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপসমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক বিচারালয়পায়ুসঙ্গমবঙ্গাব্দকাবাপৃথিবীসিফিলিসনারী ক্ষমতায়নইস্তেখারার নামাজআবহাওয়াশেখ হাসিনাশেখ মুজিবুর রহমানপ্রথম উসমানশিখধর্মবাংলাদেশে পালিত দিবসসমূহইউরোপীয় ইউনিয়নপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাভূমি পরিমাপআল্লাহর ৯৯টি নামবুর্জ খলিফামারি অঁতোয়ানেতগেরিনা ফ্রি ফায়ারহুমায়ূন আহমেদথাইরয়েড হরমোনমোহনদাস করমচাঁদ গান্ধীবাংলাদেশ পুলিশগ্রিনহাউজ গ্যাসসেশেলস জাতীয় ফুটবল দলমুহাম্মাদের বংশধারাচাঁদমাযহাবক্যালাম চেম্বার্সপদ (ব্যাকরণ)ভারতের রাষ্ট্রপতিউপন্যাসজিৎ (অভিনেতা)বিশ্ব দিবস তালিকাসিলেটজবাভারতের প্রধানমন্ত্রীদের তালিকা২০২৬ ফিফা বিশ্বকাপদ্রৌপদী মুর্মুবেল (ফল)সুলতান সুলাইমানআল্লাহদ্বিপদ নামকরণতুলসীমৃত্যু পরবর্তী জীবনস্নায়ুকোষগঙ্গা নদীন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালক্যান্টনীয় উপভাষাসত্যজিৎ রায়উর্ফি জাবেদমুসলিমগরুটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাইন্দোনেশিয়াদক্ষিণ চব্বিশ পরগনা জেলাইউক্রেনযিনারবীন্দ্রনাথ ঠাকুরসূরা আরাফকলম🡆 More