ক্লদ কার্টার: দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

ক্লদ প্যাজেট কার্টার (ইংরেজি: Claude Carter; জন্ম: ২৩ এপ্রিল, ১৮৮১ - মৃত্যু: ৮ নভেম্বর, ১৯৫২) কোয়াজুলু-নাটাল প্রদেশের ডারবান এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯১২ থেকে ১৯২৪ সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ক্লদ কার্টার
ক্লদ কার্টার: প্রথম-শ্রেণীর ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট, ব্যক্তিগত জীবন
১৯২৪ সালের সংগৃহীত স্থিরচিত্রে ক্লদ কার্টার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামক্লদ প্যাজেট কার্টার
জন্ম(১৮৮১-০৪-২৩)২৩ এপ্রিল ১৮৮১
ডারবান, নাটাল উপনিবেশ
মৃত্যু৮ নভেম্বর ১৯৫২(1952-11-08) (বয়স ৭১)
ডারবান, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৭৯)
১০ জুন ১৯১২ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৬ আগস্ট ১৯২৪ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৮৯৭/৯৮ - ১৯০৭/০৮,
১০১২/১৩ - ১৯২৩/২৪
নাটাল
১৯১০/১১ট্রান্সভাল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১০ ১০৭
রানের সংখ্যা ১৮১ ১৩৩৩
ব্যাটিং গড় ১৮.১০ ১১.৬৯
১০০/৫০ ০/০ ০/৩
সর্বোচ্চ রান ৪৫ ৮০*
বল করেছে ১৪৭৫ ১৫৭৩৫
উইকেট ২৮ ৩৬৬
বোলিং গড় ২৪.৭৮ ১৮.৫৬
ইনিংসে ৫ উইকেট ২৩
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৫০ ৭/৩৭
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- ৬৪/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২১ আগস্ট, ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল ও গটেং দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন ক্লদ কার্টার

প্রথম-শ্রেণীর ক্রিকেট

ডারবান বয়েজ মডেল স্কুলে অধ্যয়ন করেছেন। বিদ্যালয় জীবন ত্যাগ করার পর ১৬ বছর বয়সে নাটালের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেন। ১৮৯৮ সাল থেকে ১৯২৩ সাল পর্যন্ত দলটিতে খেলেন। তন্মধ্যে, ১৯১০-১১ মৌসুমে ট্রান্সভালের পক্ষে খেলেছিলেন তিনি।

১৮৯৭-৯৮ মৌসুম থেকে ১৯২৩-২৪ মৌসুম পর্যন্ত ক্লদ কার্টারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। সর্বমোট ২৬ বছরে প্রথম-শ্রেণীর ক্রিকেটে সমুজ্জ্বল ছিলেন। তন্মধ্যে, অভিষেক ঘটা ১৮৯৭-৯৮ মৌসুমে ট্রান্সভালের বিপক্ষে ৫/১৭ বোলিং পরিসংখ্যান দাঁড় করান তিনি।

দক্ষিণ আফ্রিকার ইতিহাসে ম্যাটিং উইকেটে সর্বাপেক্ষা বিপজ্জ্বনক বামহাতি স্লো বোলারের স্বীকৃতি পেয়ে আসছেন। নাটালের পক্ষে ১৬.৫০ গড়ে ১৫৫ উইকেট পান। এ সংগ্রহের তুলনায় কেবলমাত্র চারজন বোলার - ই. পি. নুপেন, জে ওয়াডিংটন, জে. এইচ. সিনক্লেয়ার ও জে. পি. ম্যাকনালি এগিয়েছিলেন। ১৯২১ সালে স্বর্ণালী সময় অতিবাহিত করেন তিনি। জেএল কক্সের সাথে বোলিং অপরিবর্তিত অবস্থায় ১১-৫-১১-৬ বোলিং পরিসংখ্যান দাঁড় করান। ফলশ্রুতিতে বর্ডার দল মাত্র ২৩ রানে গুটিয়ে যেতে বাধ্য হয়। এ সংগ্রহটি অদ্যাবধি কারি কাপের সর্বনিম্ন দলীয় সংগ্রহরূপে বিবেচিত হয়ে আসছে।

আন্তর্জাতিক ক্রিকেট

সমগ্র খেলোয়াড়ী জীবনে দশটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ক্লদ কার্টার। ১০ জুন, ১৯১২ তারিখে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৬ আগস্ট, ১৯২৪ তারিখে ওভালে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯১২ ও ১৯২৪ সালে দুইবার দক্ষিণ আফ্রিকার সদস্যরূপে ইংল্যান্ড গমন করেছিলেন। ১৯১২ সালের ত্রি-দেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এইচ. ডব্লিউ. টেলরের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। এ সফরে ১৯.৮৬ গড়ে ৬৫ উইকেট নিয়ে দলে শীর্ষস্থান দখল করেন। এ সফর শেষে ইংল্যান্ডে ফিরে যান ও কর্নওয়ালের পক্ষে পেশাদারী পর্যায়ে খেলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ার কিছুদিন পূর্বে দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন করেন।

তৎকালে দক্ষিণ আফ্রিকা দল বেশ দূর্বলমানের ছিল। অংশগ্রহণকৃত দশ টেস্টের কোনটিতেই জয়ের সন্ধান পায়নি তার দল। সাতটি ইংল্যান্ড ও বাদ-বাকি তিনটি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন। তবে, ম্যাটিং উইকেটে ব্যক্তিগতভাবে সফলতার স্বাক্ষর রেখেছিলেন। দুইবার ইনিংসে ছয়-উইকেট পেয়েছিলেন তিনি। ১৯১৩-১৪ মৌসুমে ডারবানে সফরকারী ইংল্যান্ড এবং আট বছর বাদে জোহেন্সবার্গে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে এ সাফল্য পান। ১৯২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়া দল দক্ষিণ আফ্রিকায় পদার্পণ করে। ২১.৯৩ গড়ে ১৫ উইকেট নিয়ে স্বাগতিক দলের শীর্ষস্থানীয় বোলারে পরিণত হয়েছিলেন তিনি। টেস্ট খেলাগুলোয় ২৪.৭৮ গড়ে ২৮ উইকেট পান।

ব্যক্তিগত জীবন

১৯২৫ ও ১৯২৬ সালে দুই বছরে লোয়ার হাউজের পক্ষে ল্যাঙ্কাশায়ার লীগে ক্রিকেট খেলেছেন। ১৯৩০ ও ১৯৩৫ সালে মাইনর কাউন্টিজ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় কর্নওয়ালের প্রতিনিধিত্ব করেছেন।

৮ নভেম্বর, ১৯৫২ তারিখে ৭১ বছর বয়সে নাটালের ডারবান এলাকায় ক্লদ কার্টারের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Tags:

ক্লদ কার্টার প্রথম-শ্রেণীর ক্রিকেটক্লদ কার্টার আন্তর্জাতিক ক্রিকেটক্লদ কার্টার ব্যক্তিগত জীবনক্লদ কার্টার তথ্যসূত্রক্লদ কার্টার আরও দেখুনক্লদ কার্টার বহিঃসংযোগক্লদ কার্টারইংরেজি ভাষাদক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল

🔥 Trending searches on Wiki বাংলা:

সৌরজগৎআহসান মঞ্জিলমনসামঙ্গলশিবনারায়ণ দাসমালদ্বীপঅভিস্রবণতাপ সঞ্চালনশেংগেন অঞ্চলভারতের ইতিহাসদক্ষিণ কোরিয়াটিকটকযকৃৎবৌদ্ধধর্মআলেকজান্ডার বোঅশোকহৃৎপিণ্ডরামকৃষ্ণ পরমহংসহারুনুর রশিদলগইনপুঁজিবাদমানব শিশ্নের আকারগাণিতিক প্রতীকের তালিকাশিল্প বিপ্লবঢাকাসুফিয়া কামালগোপাল ভাঁড়বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহখাদ্যরুয়ান্ডাশিয়া ইসলামসেলজুক সাম্রাজ্যকলকাতাসুকুমার রায়বাংলা সাহিত্যের ইতিহাসউজবেকিস্তানকুষ্টিয়া জেলাআন্তর্জাতিক শ্রমিক দিবসবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকালাহোর প্রস্তাবগোলাপরাজশাহীআয়াতুল কুরসিজিয়াউর রহমানম্যালেরিয়াবাংলাদেশের ইউনিয়নের তালিকাচাঁদপুর জেলাইউরোপ১৮৫৭ সিপাহি বিদ্রোহকাঠগোলাপভাইরাসজয়নুল আবেদিনবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকামহামৃত্যুঞ্জয় মন্ত্রকালেমাবাংলাদেশের ইউনিয়নতানজিন তিশাসজনেউসমানীয় খিলাফতদিনাজপুর জেলাকুমিল্লাইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)জাতীয় স্মৃতিসৌধউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাবাংলাদেশ সিভিল সার্ভিসমোহাম্মদ সাহাবুদ্দিনবাংলাদেশবিমান বাংলাদেশ এয়ারলাইন্সএল নিনোহরে কৃষ্ণ (মন্ত্র)সালাহুদ্দিন আইয়ুবিঅপু বিশ্বাসউত্তম কুমারসমকামিতাগ্রামীণফোনভারতীয় জনতা পার্টিইশার নামাজঅপারেটিং সিস্টেমধর্মীয় জনসংখ্যার তালিকা🡆 More