কাংড়া লোকসভা কেন্দ্র

কাংড়া লোকসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের ৪ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ১৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,২৫৮,৬০১ জন।

কাংড়া লোকসভা কেন্দ্র
কাংড়া লোকসভা কেন্দ্র
হিমাচল প্রদেশএর লোকসভা কেন্দ্রসমূহ ও ১ নং স্থানে কাংড়া
অস্তিত্ব১৯৫২-বর্তমান
সংরক্ষণনেই
বর্তমান সাংসদকিশান কাপুর
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যহিমাচল প্রদেশ
মোট ভোটদাতা১,২৫৮,৬০১
বিধানসভা কেন্দ্র১৭ টি

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশের কাংড়া জেলার দক্ষিণ-পশ্চিমাংশ বাদে সমগ্র জেলা ও চম্বা জেলার উত্তর ও দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত।

ইতিহাস

কাংড়া লোকসভা কেন্দ্রে ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি

লোকসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের ৬৮ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য হিমাচল প্রদেশের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ১৭ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা কেন্দ্র (চুরাহ, ইন্দোরা, জয়সিংহপুর, বৈজনাথ) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

    চুরাহ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি চম্বা জেলায় অবস্থিত৷ এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন৷

    চম্বা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩ নং বিধানসভা কেন্দ্র৷ এটি চম্বা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

    ডালহৌসী বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি চম্বা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

    ভাটিয়াৎ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫ নং বিধানসভা কেন্দ্র। এটি চম্বা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

    নূরপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬ নং বিধানসভা কেন্দ্র। এটি কাংড়া জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

    ইন্দোরা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭ নং বিধানসভা কেন্দ্র। এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি কাংড়া জেলায় অবস্থিত৷

    ফতেপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি কাংড়া জেলায় অবস্থিত৷

    জওয়ালী বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি কাংড়া জেলায় অবস্থিত৷

    জ্বালামুখী বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি কাংড়া জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

    জয়সিংহপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৩ নং বিধানসভা কেন্দ্র৷ এটি কাংড়া জেলায় অবস্থিত৷ এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন।

    সুল্লা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি কাংড়া জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

    নাগরোটা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫ নং বিধানসভা কেন্দ্র। এটি কাংড়া জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

    কাংড়া বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬ নং বিধানসভা কেন্দ্র। এটি কাংড়া জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

    শাহপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি কাংড়া জেলায় অবস্থিত৷

    ধর্মশালা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি কাংড়া জেলায় অবস্থিত৷

    পালমপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি কাংড়া জেলায় অবস্থিত৷

    বৈজনাথ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০ নং বিধানসভা কেন্দ্র। এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি কাংড়া জেলায় অবস্থিত৷

তথ্যসূত্র

টেমপ্লেট:হিমাচল প্রদেশের লোকসভা কেন্দ্র

Tags:

হিমাচল প্রদেশ

🔥 Trending searches on Wiki বাংলা:

ভারতের স্বাধীনতা আন্দোলনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ডায়াজিপামভোটরক্তশূন্যতাসমরেশ মজুমদারদেব (অভিনেতা)দারুল উলুম দেওবন্দবাংলাদেশের উপজেলার তালিকাকিশোরগঞ্জ জেলাসংস্কৃত ভাষালালবাগের কেল্লাবাংলাদেশের বিভাগসমূহবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাজওহরলাল নেহেরুভারতীয় জনতা পার্টিসন্ধিবাংলাদেশের কোম্পানির তালিকাবাংলাদেশের জনমিতিসাপনাদিয়া আহমেদহাদিসরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মখিলাফতমালদ্বীপউসমানীয় সাম্রাজ্যগীতাঞ্জলিদীন-ই-ইলাহিপ্রাকৃতিক পরিবেশক্ষুদিরাম বসুউমর ইবনুল খাত্তাবলক্ষ্মীজাতীয় স্মৃতিসৌধআবদুল মোনেম লিমিটেডউত্তম কুমারচাকমাযক্ষ্মাসাঁওতালঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশননরসিংদী জেলাসম্প্রসারিত টিকাদান কর্মসূচিস্ক্যাবিসবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়অষ্টাঙ্গিক মার্গযোনি পিচ্ছিলকারকদারাজবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডমৃত্যু পরবর্তী জীবনবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাদেলাওয়ার হোসাইন সাঈদীব্রাহ্মণবাড়িয়া জেলাবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাকৃষ্ণচূড়াবাণাসুরপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাআব্বাসীয় বিপ্লবমুস্তাফিজুর রহমানস্নায়ুযুদ্ধঅণুজীববাগদাদইউরোপর্যায় সারণিবাংলাদেশ জাতীয়তাবাদী দলশিব নারায়ণ দাসআশারায়ে মুবাশশারামহাদেশরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিফরাসি বিপ্লববৈশাখী মেলাজাযাকাল্লাহকুমিল্লাজরায়ুসূরা কাফিরুনরংপুরবৃত্তসৌরজগৎ🡆 More