ইন্দিরা গান্ধীর গুপ্তহত্যা

১৯৮৪ সালের ৩১ অক্টোবর, ভারতের তদনীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আততায়ীর গুলিতে নিহত হন। এই ঘটনা ভারতের ইতিহাসে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড নামে পরিচিত। শ্রীমতী গান্ধীর দুই শিখ দেহরক্ষী সৎবন্ত সিংহ ও বিয়ন্ত সিংহ অপারেশন ব্লু স্টার চলাকালীন স্বর্ণমন্দির নামে পরিচিত শিখদের সর্বোচ্চ তীর্থ হরমন্দির সাহিবে সেনা অভিযানের প্রতিশোধকল্পে তাকে হত্যা করে।

ইন্দিরা গান্ধীর গুপ্তহত্যা
ইন্দিরা গান্ধী স্মৃতিস্থল; ১, সফদরজঙ্গ রোড, নতুন দিল্লি। এখানেই নিহত হয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী।
ইন্দিরা গান্ধীর গুপ্তহত্যা
নিহত হওয়ার সময় এই পথ ধরেই হেঁটে যাচ্ছিলেন ইন্দিরা গান্ধী।
ইন্দিরা গান্ধীর গুপ্তহত্যা
নিহত হওয়ার সময় ইন্দিরা গান্ধীর পরিহিত শাড়ি এবং অন্যান্য ব্যবহৃত সামগ্রী; নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্মৃতি সংগ্রহশালায় সংরক্ষিত।

প্রেক্ষাপট

অপারেশন ব্লু স্টার হলো ইন্দিরা গান্ধীর নির্দেশনায় ভারতীয় সেনাবাহিনী কর্তৃক শিখ ধর্মাবলম্বিদের তীর্থস্থান হরমন্দির সাহিব দখলের জন্য পরিচালিত একটি সামরিক অভিযান। সরকারি সূত্র মতে কয়েকজন শিখ বিচ্ছিন্নতাবাদী পালিয়ে হরমন্দির সাহিবে আশ্রয় নেয়। তাদের ধরতেই সরকার এই অভিযান চালায়। অভিযান কালে এক পর্যায়ে সেনাবাহিনী মন্দিরটিতে আগুন ধরিয়ে দেয়। ফলে বিচ্ছিন্নতাবাদীসহ আরো ৪৯২ বেসামরিক ব্যক্তি নিহত হয় এবং মন্দিরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এর পরই ভারত জুড়ে শিখ সম্প্রদায় ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে আন্দোলন-দাঙ্গা শুরু হয়ে যায়।

হত্যাকাণ্ড

আইরিশ টেলিভিশনের জন্য নির্মীয়মান একটি তথ্যচিত্রের প্রয়োজনে ব্রিটিশ অভিনেতা পিটার উস্তিনভকে সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল শ্রীমতী গান্ধীর। নতুন দিল্লির ১ নং সফদরজঙ্গ রোডস্থ প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্যানপথ ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি। সৎবন্ত ও বিয়ন্ত সিংহের দ্বারা রক্ষিত একটি ছোটো দরজার ভিতর দিয়ে যাওয়ার সময় তারা সরাসরি ইন্দিরা গান্ধীকে গুলি করে। বিয়ন্ত সিংহ ধার থেকে তিন রাউন্ড এবং সৎবন্ত সিংহ নিজের স্টেনগান থেকে তার প্রস্টেট লক্ষ্য করে ত্রিশ রাউন্ড গুলি ছোঁড়ে। অন্যান্য দেহরক্ষীরা বিয়ন্তকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে এবং সৎবন্তকে গ্রেফতার করে।

মৃত্যু

গুলিচালনার অব্যবহিত পরেই শীঘ্রাতিশীঘ্র দিল্লির জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় শ্রীমতী গান্ধীকে। অস্ত্রোপচার করে তার শরীরের উনিশটি বুলেটের সাতটি বের করে নেওয়া হয়। কিন্তু গুলিচালনার এক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। ৩ নভেম্বর মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটের নিকটস্থ শক্তিস্থল নামক স্থানে তার সৎকারক্রিয়া সম্পন্ন হয়।

পরবর্তী ঘটনাসমূহ

পরবর্তী চার দিনে ব্যাপক হিংসাত্মক ঘটনায় প্রাণ হারান সহস্রাধিক শিখ। এই ঘটনা ঘটে মূলত দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। ইন্দিরা-হত্যার তদন্তের জন্য গঠিত জাস্টিস ঠক্কর কমিশন ষড়যন্ত্রের জন্য পৃথক তদন্তের পরামর্শ দেয়। সৎবন্ত সিংহ ও ষড়যন্ত্রকারী কেহার সিংহ মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ১৯৮৯ সালের ৬ জানুয়ারি তাদের দণ্ডাদেশ কার্যকর করা হয়। সৎবন্ত সিংহই শেষ ব্যক্তি যাকে দিল্লির তিহার জেলে ফাঁসি দেওয়া হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

ইন্দিরা গান্ধীর গুপ্তহত্যা প্রেক্ষাপটইন্দিরা গান্ধীর গুপ্তহত্যা হত্যাকাণ্ডইন্দিরা গান্ধীর গুপ্তহত্যা মৃত্যুইন্দিরা গান্ধীর গুপ্তহত্যা পরবর্তী ঘটনাসমূহইন্দিরা গান্ধীর গুপ্তহত্যা আরও দেখুনইন্দিরা গান্ধীর গুপ্তহত্যা তথ্যসূত্রইন্দিরা গান্ধীর গুপ্তহত্যাঅপারেশন ব্লু স্টারইন্দিরা গান্ধীদেহরক্ষীবিয়ন্ত সিংহ (হত্যাকারী)ভারতীয় প্রজাতন্ত্রের ইতিহাসভারতের প্রধানমন্ত্রীশিখসৎবন্ত সিংহহরমন্দির সাহিব

🔥 Trending searches on Wiki বাংলা:

ইসলামরামমোহন রায়মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসরবীন্দ্রজয়ন্তীলোকসভাষাট গম্বুজ মসজিদইশার নামাজসীতামুঘল সম্রাটমনোবিজ্ঞানজয়নুল আবেদিনদেশ অনুযায়ী ইসলামহাদিসবাংলাদেশ ব্যাংকদক্ষিণ কোরিয়াযোনি পিচ্ছিলকারকঢাকা মেট্রোরেলআন্তর্জাতিক শ্রম সংস্থামহাসাগরপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০বাংলাদেশের উপজেলার তালিকাশনি (দেবতা)জানাজার নামাজবুদ্ধ পূর্ণিমাপুরুষাঙ্গের চুল অপসারণনুসরাত ইমরোজ তিশাঅস্ট্রেলিয়াদ্রৌপদীইসলামে যৌনতাঋগ্বেদইসলাম ও হস্তমৈথুনবাংলাদেশের স্বাধীনতা দিবসবিশেষণজাহানারা ইমামগাজীপুর জেলাজগদ্বন্ধুবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বাংলাদেশী জাতীয় পরিচয় পত্রসুনামগঞ্জ জেলাকাবাদক্ষিণ চব্বিশ পরগনা জেলামহেরা জমিদার বাড়িবাল্যবিবাহপানাম নগরঅপু বিশ্বাসআর্কিমিডিসের নীতিশামীম শিকদারবাংলার ইতিহাসআসমানী কিতাবঅক্সিজেনবাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকাক্রিয়েটিনিনঅমলা পলরাগ (সংগীত)বাংলাদেশের জেলাসমূহের তালিকাশিশ্ন-মুখমৈথুনকাঁঠাল২০২২ ফিফা বিশ্বকাপসুন্দরবনম্যালেরিয়াপদ্মা নদীপ্রার্থনা ফারদিন দীঘিগোত্র (হিন্দুধর্ম)জয়া আহসানতৎপুরুষ সমাসকলকাতা উচ্চ আদালতজগদীশ চন্দ্র বসুচর্যাপদচাকমাতাল (সঙ্গীত)২০২৩ তুরস্ক–সিরিয়া ভূমিকম্পগোপাল ভাঁড়সিরাজ সিকদারইহুদিআবু হানিফাআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জপলাশীর যুদ্ধসাইপ্রাসআর্জেন্টিনা জাতীয় ফুটবল দল🡆 More