আরশ

ইসলাম ধর্মমতে আরশ (আরবী: العرش‎) হচ্ছে আল্লাহর সব থেকে বড় সৃষ্টি। মুসলমানগণ বিশ্বাস করেন আল্লাহ তার ক্ষমতার নিদর্শন স্বরূপ আরশ সৃষ্টি করেছেন।

কুরআন

কুরআনের ২৫ জায়গায় আরশের উল্লেখ আছে। কুরআনের কয়েকটি আয়াতের (বাক্য) সম্ভাব্য অনুবাদ হল,

"নিশ্চয় তোমাদের রব আল্লাহ। যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন ছয় দিনে, তারপর আরশে উঠেছেন। তিনি সব বিষয় পরিচালনা করেন। তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই। তিনিই আল্লাহ, তোমাদের রব। সুতরাং তোমরা তাঁর ইবাদাত কর। তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?"

তিনিই আসমান ও যমীন ছয় দিনে তৈরী করেছেন, তাঁর আরশ ছিল পানির উপরে, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে, তোমাদের মধ্যে কে সবচেয়ে ভাল কাজ করে। আর যদি আপনি তাদেরকে বলেন যে, "নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত ওঠানো হবে, তখন কাফেরেরা অবশ্য বলে এটা তো স্পষ্ট যাদু!"

"সুতরাং আল্লাহ্‌ মহিমান্বিত, প্রকৃত মালিক, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই; তিনি সম্মানিত ‘আরশের অধিপতি।"

"আর আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন যে, তারা 'আরশের চারপাশে ঘিরে তাদের রবের সপ্ৰশংস পবিত্ৰতা ও মহিমা ঘোষণা করছে। আর তাদের মধ্যে বিচার করা হবে ন্যায়ের সাথে এবং বলা হবে, সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর প্রাপ্য।"

আল কোরআনে আল্লাহর সিংহাসন বা কুরসি সম্পর্কে সুরা বাকারায় আয়াতুল কুরসি নাজিল হয়েছে। এই আয়াতে আল্লাহর নাম আল-হাইয়্যু, আল-কাইয়ুম এর কথা বলা হয়েছে।

হাদিস

হাদিসে আছে, ইসলামের নবী মুহাম্মাদ (সা.) বলেছেন, প্রতি নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার পুরস্কার জান্নাত এবং এটা পাঠ করলে শয়তানের হাত থেকে পরিত্রাণ লাভ করা যায়।. হাদিস থেকে জানা যায় আরশ মঞ্জিলের অবস্থান সর্বোচ্চ জান্নাত 'জান্নাতুল ফিরদাউস'এর উপরে।

মুসলিম পণ্ডিতদের অভিমত

কিছু মুসলিম, যেমন আছারীসালাফিগণ বিশ্বাস করেন, আল্লাহ আরশকে তার ক্ষমতার নিদর্শ‌ন ও বাসস্থান উভয় হিসেবে সৃষ্টি করেছেন;, কিছু মুসলিম, যেমন অধিকাংশ সুফিআশআরী-মাতুরিদীগণ বিশ্বাস করেন যে, আল্লাহ শুধুমাত্র তার ক্ষমতার নিদর্শ‌ন হিসেবে আরশকে সৃষ্টি করেছেন, বাসস্থান হিসেবে নয়; । আবার অনেকে একে রূপক হিসেবে বর্ননা করেন, এবং অনেকে বলেন, মুমিনের অন্তর হচ্ছে আল্লাহর আরশ (قلب المؤمن عرش الله), যা সালাফী মুসলিম পণ্ডিতদের দ্বারা সমালোচিত একটি বিষয়।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

আরশ কুরআনআরশ হাদিসআরশ মুসলিম পণ্ডিতদের অভিমতআরশ আরও দেখুনআরশ তথ্যসূত্রআরশআরবী

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের উপজেলাআসামআবুল খায়ের গ্রুপভারতের স্বাধীনতা আন্দোলনমুসাভারতের সংবিধানঘূর্ণিঝড়বাংলাদেশ ব্যাংকবিমান বাংলাদেশ এয়ারলাইন্সরক্তচাপবাংলাদেশের জনমিতিমৌলিক বলফজরের নামাজঅভিস্রবণজ্ঞানইডেন গার্ডেন্সকৃষ্ণমাযহাবসূরা কাহফঅবনীন্দ্রনাথ ঠাকুরবাঙালি হিন্দুদের পদবিসমূহতুলসীগাঁজামান্নাইন্দোনেশিয়াভালোবাসাঢাকাডেল্টা প্ল্যান-২১০০মুহাম্মাদের সন্তানগণসেন রাজবংশবৌদ্ধধর্মবাংলাদেশের পোস্ট কোডের তালিকালোকসভা কেন্দ্রের তালিকাঢাকা মেট্রোরেলনুসরাত ইমরোজ তিশামুনাফিকবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরবৈষ্ণব পদাবলিরামলিঙ্গ উত্থান ত্রুটিবাংলাদেশের অ্যাটর্নি জেনারেলদুষ্মন্ত চামিরাইহুদি গণহত্যাসম্প্রসারিত টিকাদান কর্মসূচিকালো জাদুশিবা শানুজুমার নামাজভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিবিভিন্ন দেশের মুদ্রাআন্তর্জাতিক ন্যায়বিচার আদালতনরসিংদী জেলাহরমোনসিলেট বিভাগশশাঙ্ক সিংবীর উত্তমউপজেলা পরিষদসন্ধিদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাএইচআইভি/এইডসসাপবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সুফিয়া কামালবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহভারতে নির্বাচনহোমিওপ্যাথি২০২২ ফিফা বিশ্বকাপআনন্দবাজার পত্রিকাঊনসত্তরের গণঅভ্যুত্থানজয়া আহসাননীলদর্পণগারোবরিশালজাতিসংঘের মহাসচিববাগানবিলাসলালসালু (উপন্যাস)অ্যান্টিবডিদুরুদ🡆 More