আবদুর রহমান ইবনে আবি বকর

আবদুর রহমান ইবনে আবু বকর (মৃত্যুঃ ৬৬৬) হলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর-এর বড় ছেলে। তার মায়ের নাম উম্মে রুম্মান বিনতে আমির ইবনে উয়াইমির ইবনে যুহাল ইবনে দাহমান। তিনি আয়িশার সহোদর ভাই ছিলেন।

পিতা আবু বকর ও বোন আয়িশা প্রথমদিকে ইসলাম গ্রহণ করলেও তিনি হুদাইবিয়ার সন্ধির পূর্বে ইসলাম গ্রহণ করেননি।

আবদুর রহমানের পরিবারের চার প্রজন্ম, তথা তিনি, তার পিতা আবু বকর, তার দাদা আবু কুহাফা ও তার পুত্র আবু আতিক মুহাম্মাদ - সকলেই নবি মুহাম্মদ-এর সাহাবা ছিলেন। সে সময় এমন বৈশিষ্ট্যের অধিকারী আর কোন পরিবার ছিল না বলে ধারণা করা হয়।

যুদ্ধে অংশগ্রহণ

কাফির থাকাবস্থায় তিনি বদরউহুদে কুরাইশদের পক্ষে যুদ্ধ করেন।

উহুদের যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে সামনে এসে তিনি দ্বন্দ্ব্বযুদ্ধের আহ্বান করেছিলেন। আবু বকর তার ডাকে সাড়া দিয়েছিলেন, কিন্তু মুহাম্মাদ তাকে থামিয়ে বলেন, "তোমার তলোয়ার খাপের ভিতরে ঢুকাও, এবং তোমার বুদ্ধিদীপ্ত পরামর্শ দিয়ে আমাদেরকে সাহায্য করা অব্যাহত রাখ।

এ যুদ্ধে তিনি তাঁর পিতা আবু বকরকে হত্যা করার সুযোগ পান। কিন্তু অন্যদিকে সরে পড়েন। মুসলমান হওয়ার পর তিনি যখন এ ঘটনা বর্ণনা করেন, তখন আবু বকর বলেন," আমি যদি এ সুযোগ পেতাম তবে আব্দুর রাহমান অবশ্যই হত্যা করতাম।" (As Suyuti, Tarikh al-khulafa)

মুসলমান হওয়ার পর আবদুর রহমান প্রতিটি যুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করেছেন এবং সাহসী যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি দক্ষ মুবারিজুন ছিলেন এবং মুসলিম সেনাবাহিনীর পক্ষে দ্বন্দ্ব্বযুদ্ধে লড়াই করতেন। রাশিদুন সেনাবাহিনীর মুবারিজুন ইউনিট সাজানো হত দক্ষ তলোয়ারধারী, বর্শাধারী ও তীরন্দাজ সৈনিকদের নিয়ে। যুদ্ধের ময়দানে তার দায়িত্ব ছিল প্রতিপক্ষের দক্ষ দ্বন্দ্ব্বযোদ্ধাকে হত্যা করে যু্দ্ধ শুরু হওয়ার আগেই তাদের মনোবল ভেঙ্গে দেয়া।

ইয়ামামার যুদ্ধে তিনি মুসাইলামার অন্যতম সেনাপতি মুহকাম আল ইয়ামামাকে হত্যা করেছিলেন।

ইায়ারমুকের যুদ্ধে বাইজেনটাইন সেনাপতি পাঁচ জন দক্ষ দ্বন্দ্ববযোদ্ধাকে চিহ্নিত করে তাদের সাথে লড়াই করার জন্য মুসলিম সৈন্যদের আহবান করেন। এ ডাকে সাড়া দিয়ে আব্দুর রাহমান ইবনে আবু বকর উক্ত পাঁচ জন সহ আরও বহু সংখ্যক কাফের দ্বন্দ্বযোদ্ধাকে হত্যা করেন। (SIDIQ-I-AKBAR HAZRAT ABU BAKR BY PROF MASUD- UL-HASAN OCLC 478821)

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

আবদুর রহমান ইবনে আবি বকর যুদ্ধে অংশগ্রহণআবদুর রহমান ইবনে আবি বকর আরও দেখুনআবদুর রহমান ইবনে আবি বকর তথ্যসূত্রআবদুর রহমান ইবনে আবি বকর বহিঃসংযোগআবদুর রহমান ইবনে আবি বকরআবু বকরআয়িশা

🔥 Trending searches on Wiki বাংলা:

খুলনা বিভাগমহাদেশহেপাটাইটিস বিশিয়া ইসলামের ইতিহাসশিবলী সাদিকভারতের প্রধানমন্ত্রীদের তালিকামার্কিন যুক্তরাষ্ট্রমোশাররফ করিমজাতীয় নিরাপত্তা গোয়েন্দারাজনীতিহারুনুর রশিদপরমাণুতক্ষকবাঙালি হিন্দু বিবাহরাশিয়াকানাডা৬৯ (যৌনাসন)ভারতের রাষ্ট্রপতিদীন-ই-ইলাহিপ্লাস্টিক দূষণমাযহাবডিএনএবিদ্যাপতিপ্রথম উসমানহরে কৃষ্ণ (মন্ত্র)ভারতপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)মৃত্যু পরবর্তী জীবনবাংলাদেশের নদীর তালিকাইউক্রেনচর্যাপদরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসমাজবিজ্ঞানমহাত্মা গান্ধী১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনজাযাকাল্লাহবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাযক্ষ্মাপথের পাঁচালীব্রিক্‌সনারায়ণগঞ্জ জেলারবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)জয়নুল আবেদিননোয়াখালী জেলাগীতাঞ্জলিচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগর্ভধারণহিট স্ট্রোকবীর্যনাহরাওয়ানের যুদ্ধশিয়া ইসলামআকিজ গ্রুপবাংলা লিপিপ্রথম বিশ্বযুদ্ধহিন্দি ভাষাপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমসাধু ভাষাহীরক রাজার দেশেবাংলাদেশের নদীবন্দরের তালিকাদুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)বিসিএস পরীক্ষাপদ্মা সেতুনামাজবাংলাদেশের ইতিহাসআমার সোনার বাংলাবাল্যবিবাহঅর্থ (টাকা)সতীদাহকমনওয়েলথ অব নেশনসসম্প্রসারিত টিকাদান কর্মসূচিলগইনসাকিব আল হাসানকুমিল্লাসালোকসংশ্লেষণডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঅসহযোগ আন্দোলন (১৯৭১)🡆 More