আদম চূড়া: শ্রীলঙ্কার পর্বত

আদম চূড়া (শ্রী পদ বা পবিত্র পদচিহ্ন), শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া যা বৌদ্ধধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান। এই চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের, হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবের এবং মুসলিম ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব আদম -এর পদচিহ্ন। পাহাড়ের চারপাশের বনাঞ্চল বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণাগার, যেখানে হাতি থেকে চিতাবাঘ পর্যন্ত বিভিন্ন প্রজাতির এবং অনেক স্থানীয় প্রজাতি বাস করে। জল বিভাজিকা হিসেবে আদম চূড়া গুরুত্বপূর্ণ পর্বতটি শ্রীলঙ্কার তিনটি জলস্রোত: কেলানি নদী, ওয়ালাওয়ে নদী এবং কালু গঙ্গা নদীর প্রধান উৎস।

আদম চূড়া
শ্রী পদ
সামানালাকান্দা සමනළ කන්ද
শিবানোলিপাথা মালাই சிவனொளி பாதமலை
আদম চূড়া: ইতিহাস, কিংবদন্তি, বহিঃসংযোগ
দূর থেকে শ্রী পদ
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা২,২৪৩ মিটার (৭,৩৫৯ ফুট)
ভূগোল
আদম চূড়া শ্রীলঙ্কা-এ অবস্থিত
আদম চূড়া
আদম চূড়া
শ্রীলঙ্কা
অবস্থানশ্রীপাড়া, শ্রীলঙ্কা
অঞ্চলLK
মূল পরিসীমাসামানালা

ইতিহাস

বৌদ্ধ ধর্মমতে খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দে পায়ের ছাপটি আবিষ্কার হয়। আবিষ্কৃত হবার পর পদচিহ্নের চারপাশে ঘেরাও করে রাখা হয়েছে। এই চূড়ার উচ্চতা ৭৩৫৯ ফুট বা ২২৪৩ মিটার। চূড়াটির চারপাশে সবুজের বিপুল সমারোহ ও আশেপাশে রয়েছে অসংখ্য ছোট নদী ও ঝরণা।

পাহাড়টি সুউচ্চ হওয়ার কারণে সেখানে পৌঁছানো খুবই কষ্ট সাধ্য। সেখানে পৌছাতে হলে প্রথমে নৌকায় চড়ে কিছু পথ যেতে হয় তারপর পায়ে হেঁটে উঁচু পাহাড়ে উঠতে হয়। পাহাড়েরচূড়ায় পৌঁছানোর জন্য পাহাড়ের গা বেয়ে তিনটি রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও পাহাড়টির অনেকাংশ সবুজ গাছে ঢাকা থাকার কারণে এই পাহাড়ে রয়েছে অনেক বিষাক্ত সাপ ও পোকামাকড়।

বিশ্বের যেসব নামকরা পর্যটক এই চূড়াটি ভ্রমণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইবনে বতুতা ও মার্কো পোলো। ব্রিটিশ ব্যক্তিত্ব রবার্ট পারসিভাল যিনি ঊনবিংশ শতাব্দীর প্রথমদিকে কলম্বোর সেনাদুর্গে কাজ করেছিলেন, তিনি শ্রী-পদের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন,

"আদমের চূড়ার পর্বতে উঠার যে লোহার সিড়ি প্রেথিত বা দেখা যায় তা বহু পূর্বে থেকে আছে , কিন্তু কে বা কারা তা সেখানে স্থাপন করেছে তা জানা যায়নি । যে বিশ্বাস এবং কুসংস্কার স্থানীয়দের মধ্যে রয়েছে তাও খুব জটিল বা দুর্বোধ্য । যাই হোক, সকল সাক্ষ্য প্রমাণ এটাই নির্দেশ করে যে এই চূড়া বিখ্যাত বা লাইম লাইটে ছিলো এই দ্বীপের ইতিহাস লেখার অনেক অনেক আগে থেকেই।”

কিংবদন্তি

চূড়ার যে স্থানে পায়ের চিহ্নটি অবস্থিত সেই স্থানে বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সূর্যের আলো পড়ে না আবার মে থেকে নভেম্বর মাস পর্যন্ত মেঘের ঘনঘটা বা বৃষ্টিও সেখানে পড়ে না।

  • বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন পদ চিহ্নটি গৌতম বুদ্ধের বাম পায়ের। তিনি যখন বৌদ্ধদের দেবতা সেমান এর আমন্ত্রণে শ্রীলঙ্কা সফরে আসেন তখন পায়ের চিহ্নটি রেখে যান। বৌদ্ধ ধর্মের অনুসারীরাই এই চূড়ায় বেশি যাতায়াত করেন। এই ধর্মের অনুসারীরা মনে করেন এই চূড়াটি তাদের অস্তিত্বের আদি প্রতীক।
  • হিন্দুরা এই পায়ের চিহ্নকে তাদের দেবতা শিবের বলে বিশ্বাস করেন। রামায়ণমতে রাবন যখন শ্রীলঙ্কা শাসন করত পদ চিহ্নটি তখনকার।
  • মুসলমান ও খ্রিস্টানদের বিশ্বাস পৃথিবীর প্রথম মানুষ মানব জাতির আদি পিতা হজরত আদম নিষিদ্ধ ফল ভক্ষণের কারণে আল্লাহ কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হন এবং এখানে প্রথম পৃথিবীতে নামেন। মুসলমানদের মতে আদম ৯০ ফুট লম্বা ছিলেন। আদম পৃথিবীতে এসে চরম অণুতপ্ত হয়ে পড়েন এবং তার ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থণা করতে থাকেন। তখন তিনি ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ এক পায়ে হাজার বৎসর দাড়িয়ে থাকেন এবং কান্না-কাটি করতে থাকেন। তার ফলস্বরূপ এখানে তার পবিত্র পায়ের পদচিহ্ন এর দাগ পড়ে যায়।

এ চূড়াটি বছরের পর বছর অবিকল রয়ে গেছে। এ কারণে এ চূড়াটি মানুষের কাছে পবিত্র বলে পরিচিত।

বহিঃসংযোগ

তথ্যসূত্র

Tags:

আদম চূড়া ইতিহাসআদম চূড়া কিংবদন্তিআদম চূড়া বহিঃসংযোগআদম চূড়া তথ্যসূত্রআদম চূড়াআদমগৌতম বুদ্ধশিব

🔥 Trending searches on Wiki বাংলা:

স্বত্ববিলোপ নীতিবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ভিয়েতনাম যুদ্ধকক্সবাজার জেলাচর্যাপদমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরটিম ডেভিডবর্তমান (দৈনিক পত্রিকা)টাঙ্গাইল জেলারক্তশূন্যতাব্রিটিশ রাজের ইতিহাসপ্রাণ-আরএফএল গ্রুপবাংলার প্ৰাচীন জনপদসমূহবিভিন্ন দেশের মুদ্রাকিশোরগঞ্জ জেলাহরে কৃষ্ণ (মন্ত্র)মেটা প্ল্যাটফর্মসলোকসভামেলাবাংলাদেশের জাতিগোষ্ঠীমুসাফিরের নামাজহেফাজতে ইসলাম বাংলাদেশঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকাশ্রীকৃষ্ণকীর্তনরাজশাহী বিশ্ববিদ্যালয়সি. ভি. আনন্দ বোসপ্রযুক্তিজান্নাতুল ফেরদৌস পিয়াভাওয়াইয়াভারতের রাষ্ট্রপতিএশিয়াতানজিন তিশাইন্সটাগ্রামচট্টগ্রামকালবৈশাখীবাস্তুতন্ত্রমেঘনাদবধ কাব্যমানিক বন্দ্যোপাধ্যায়ভূমিকম্পঅপারেশন সার্চলাইটইসলামইসলামে যৌনতাতাজউদ্দীন আহমদএক্সহ্যামস্টারবাংলার ইতিহাসসুনীল নারাইনসুফিবাদভারতের সংবিধাননাজমুল হোসেন শান্তজিম্বাবুয়েযুক্তফ্রন্টভরিকম্পিউটারবাংলাদেশের মেগা প্রকল্পের তালিকাবাঙালি সংস্কৃতিজাতীয় স্মৃতিসৌধযাকাতসিলেট জেলাধর্মপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১মহাসাগরউইকিপিডিয়ামৌলিক সংখ্যানামাজ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাভারতীয় জাতীয় কংগ্রেসবাংলাদেশী দেশাত্মবোধক গানের তালিকামাদার টেরিজাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনদুর্নীতিজাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনপাখিবঙ্গবন্ধু রেলওয়ে সেতুমিশরীয় সভ্যতাইসলামের ইতিহাস🡆 More