নবি হুদ: কুরআনের বর্ণনা অনুসারে একজন নবী

হুদ (আরবি: هود) একজন নবীর নাম যার সম্পর্কে ইসলামের মূল ধর্মগ্রন্থ কোরআনে কিছু বর্ণনা রয়েছে। কুরআনের ১১তম সূরা হুদে তার নাম ঊল্লেখ করা হলেও এই সূরাটিতে তার সম্পর্কে সামান্য বর্ণনা রয়েছে। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর প্রধান ছয়টি জাতির মধ্যে হযরত নূহের জাতির পরেই হূদের জাতি আদ ছিল।


হুদ
هود
হেবার

هود
নবি হুদ: বংশ পরিচয়, ঘটনা, আপতিত গজব
ইসলামি চারুলিপিতে লিখিত হুদ আলাইহিস সালাম
উপাধিনবী
অন্য নামসম্ভবত: হেবার (হিব্রু ভাষায়: עֵבֶר‎)
তবে এটি বিতর্কিত
ব্যক্তিগত তথ্য
সমাধিস্থলকবর নবী হুদ হাদরামাউত (সম্ভাব্য)
ধর্মইসলাম
অন্য নামসম্ভবত: হেবার (হিব্রু ভাষায়: עֵבֶר‎)
তবে এটি বিতর্কিত
মুসলিম নেতা
পূর্বসূরীনূহ
উত্তরসূরীসালেহ

ধারণা করা হয় বাইবেলীয় চরিত্র এবর এবং নবী হূদ একই ব্যক্তি।

বংশ পরিচয়

হূদ ছিলেন নূহ -এরই বংশধর। আদ জাতি ও ছামূদ জাতি ছিল নূহ -এর পরবর্তী বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ। ইরামপুত্র ‘আদ-এর বংশধরগণ ‘আদ ঊলা’ বা প্রথম ‘আদ এবং অপর পুত্রের সন্তান ছামূদ-এর বংশধরগণ ‘আদ ছানী বা দ্বিতীয় ‘আদ বলে খ্যাত। ‘আদ ও ছামূদ উভয় গোত্রই ইরাম-এর দু’টি শাখা। সেকারণ ‘ইরাম’ কথাটি ‘আদ ও ছামূদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কুরআনে কোথাও ‘আদ ঊলা’ (নাজম ৫০) এবং কোথাও ‘ইরাম যাতিল ‘ইমাদ’ (ফজর ৭) শব্দ ব্যবহৃত হয়েছে।

আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার বা গোত্র ছিল। আম্মান থেকে শুরু করে হাযারামাউত ও ইয়েমেন পর্যন্ত তাদের বসতি ছিল। উল্লেখ্য যে, নূহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তিপূজা শুরু করে।

ঘটনা

হুদ এর জাতির নাম ছিল আ'দ। এটি আরবের প্রাথমিক যুগের একটি জাতি। বনি আদ গোত্রকে "আমালিকা" গোত্রও বলা হয়। খ্রিস্টপূর্ব আনুমানিক দুই হাজার বছর আগে ইয়েমেনের হাজরামাউত অঞ্চলে তাদের বসবাস ছিল বলে অনুমান করা হয়ে থাকে। দীর্ঘাকৃতি, দৈহিক শক্তি ও পাথর ছেদনশিল্পে তাদের বিশেষ খ্যাতি ছিল। কালক্রমে তারা কুসংস্কারাচ্ছন্নতা ও মূর্তি পূজার লিপ্ত হয়ে পড়ে। দৈহিক শক্তির কারণেও তারা বিভিন্ন অত্যাচার ও উচ্ছৃঙ্খলতায় লিপ্ত হয়। এই পরিস্থিতিতে আল্লাহ হুদ -কে তাদের উদ্দেশ্যে পাঠান, আল্লাহর শোকর গোজার ও সৎ কাজের আহবান দেওয়ার জন্য। কিন্তু তাদের সামান্য কিছু ছাড়া বাকি সবাই তাঁকে প্রত্যাখ্যান করল। এ অবস্থায় আল্লাহর শাস্তি তাদের ওপর নেমে আসতে লাগল। প্রথমে তারা দীর্ঘস্থায়ী খরার কবলে পড়ল। হুদ তাদের বললেন, এর মাধ্যমে আল্লাহ তায়ালার পক্ষ থেকে তোমাদের সতর্ক করা হচ্ছে। কিন্তু অত্যাচারী এ জাতির ওপর তাঁর উপদেশের কোনো আসর হলো না। তারা কুফর, শিরক ও উচ্ছৃঙ্খলতার পথেই এগিয়ে চলল। পরিশেষে তাদের প্রতি প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা পাঠানো হলো। এই শাস্তি একাধারে আট দিন তাদের ওপর প্রবাহিত হলো এবং এভাবে সেই আ'দ জাতি ধ্বংস হয়ে গেল। এ জাতির ধ্বংসের ঘটনা কোরআন মজিদের আরো অনেক সুরায় আলোচিত হয়েছে।

আপতিত গজব

আদ-এর অমার্জনীয় পাপের ফলে প্রাথমিক গজব হিসাবে তিন বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগ-বাগিচা জ্বলে-পুড়ে যায়। এতেও তারা শিরক ও মূর্তিপূজা ত্যাগ করেনি। কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা, কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়ায আসে যে, "তোমরা কোনটি পছন্দ করো?" লোকেরা বলল কালো মেঘ। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, "এটি আমাদের বৃষ্টি দেবে"। জবাবে বলা হয়,

ফলে অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গযব নেমে আসে। সাত রাত্রি ও আট দিন ব্যাপী অনবরত ঝড়-তুফান বইতে থাকে(সূরা আল হাক্বকাহ: ৬-৭)। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়ী-ঘর সব ধ্বসে যায়, প্রবল ঘূর্ণিঝড়ে গাছ-পালা সব উপড়ে যায়, মানুষ ও জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সজোরে যমীনে পতিত হয়।

তথ্যসূত্র

বহি:সংযোগ

Tags:

নবি হুদ বংশ পরিচয়নবি হুদ ঘটনানবি হুদ আপতিত গজবনবি হুদ তথ্যসূত্রনবি হুদ বহি:সংযোগনবি হুদআরবি ভাষানূহহুদ (সূরা)

🔥 Trending searches on Wiki বাংলা:

সুকুমার রায়লিটন দাসচীনবাংলাদেশ নৌবাহিনীজনগণমন-অধিনায়ক জয় হেকুরাসাওআমাশয়বাংলাদেশের ভূগোলবঙ্গবন্ধু-১বদরের যুদ্ধগাঁজাহার্নিয়াসমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক বিচারালয়সেন্ট মার্টিন দ্বীপযাকাতক্রোয়েশিয়াহস্তমৈথুনের ইতিহাস০ (সংখ্যা)মানব শিশ্নের আকারপ্রাণ-আরএফএল গ্রুপহৃৎপিণ্ডতাজবিদমেটা প্ল্যাটফর্মসমিয়া খলিফাজেলা প্রশাসকমহাসাগরহিরো আলমবৃহস্পতি গ্রহদেলাওয়ার হোসাইন সাঈদীসংযুক্ত আরব আমিরাতক্ষুদিরাম বসুজানাজার নামাজপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাদুবাইছোটগল্পমামুনুর রশীদপ্রযুক্তিছবিরামছায়াপথগানা ডট কমআসমানী কিতাবকারকবাংলাদেশের জেলাসমূহের তালিকাব্রাজিল জাতীয় ফুটবল দলরোজাকুরআনের ইতিহাসপলাশীর যুদ্ধশিবমুসলিমআব্দুল কাদের জিলানীরাশিয়াজাকির নায়েকভীমরাও রামজি আম্বেদকরবাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকাঈদুল ফিতরতাজমহলসোনালী ব্যাংক লিমিটেডলালনক্রিটোশ্রীবিজয়া এয়ার ফ্লাইট ১৮২আবদুল হামিদ খান ভাসানীমনোবিজ্ঞানআনন্দবাজার পত্রিকাঅযুসতীদাহবাংলাদেশের বিভাগসমূহপাঠশালাফোর্ট উইলিয়াম কলেজশিক্ষাডিরেক্টরি অব ওপেন অ্যাক্সেস জার্নাল্‌সতিমিমারবার্গ ফাইলইহুদিপ্রথম উসমানসাতই মার্চের ভাষণযোহরের নামাজ🡆 More