সৌদ বিন আবদুল আজিজ: সৌদি আরবের বাদশাহ

সৌদ বিন আবদুল আজিজ আল সৌদ (/sɑːˈuːd/; আরবি: سعود بن عبد العزيز آل سعود Su'ūd ibn 'Abd al-'Azīz Āl Su'ūd; ১৫ জানুয়ারি ১৯০২ –২৩ ফেব্রুয়ারি ১৯৬৯) ছিলেন সৌদি আরবের বাদশাহ। ১৯৫৩ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বপালন করেন। তার বাবা আবদুল আজিজ ইবনে সৌদের মৃত্যুর পর তিনি সৌদি আরবের বাদশাহ হন।

সৌদ বিন আবদুল আজিজ
সৌদ বিন আবদুল আজিজ: প্রারম্ভিক জীবন, শাসন, ফয়সালের সাথে দ্বন্দ্ব
সৌদি আরবের বাদশাহ
রাজত্ব৯ নভেম্বর ১৯৫৩ –
২ নভেম্বর ১৯৬৪
পূর্বসূরিআবদুল আজিজ ইবনে সৌদ
উত্তরসূরিফয়সাল বিন আবদুল আজিজ
জন্ম(১৯০২-০১-১৫)১৫ জানুয়ারি ১৯০২
কুয়েত সিটি
মৃত্যু২৩ ফেব্রুয়ারি ১৯৬৯(1969-02-23) (বয়স ৬৭)
এথেন্স, গ্রীস
সমাধি
আল আউদ কবরস্থান, রিয়াদ
পূর্ণ নাম
সৌদ বিন আবদুল আজিজ বিন আবদুর রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন সৌদ
রাজবংশআল সৌদ
পিতাআবদুল আজিজ ইবনে সৌদ
মাতাওয়াদাহ বিনতে মুহাম্মদ বিন আকাব
ধর্মইসলাম
গুরুত্বপূর্ণ ঘটনা
১৯৫৬ সুয়েজ সংকটের কারণে সৌদি আরব ব্রিটেন ও ফ্রান্সে তেল রপ্তানি বন্ধ করে দেয়।
১৯৫৭ আইসেনহাওয়ারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর।
১৯৫৭ সৌদি আরব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য হয়।
১৯৬১ জনপ্রশাসন ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রাজকীয় ফরমান জারি।
১৯৬১ সৌদ অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান।
১৯৬২ সৌদি টেলিভিশন প্রতিষ্ঠা।
১৯৬৩ ইরাকি-কুয়েতি সংঘর্ষের পর সৌদি আরব কুয়েত থেকে সেনা ফিরিয়ে নেয়।

প্রারম্ভিক জীবন

যুবরাজ সৌদ ১৯০২ সালের ১৫ জানুয়ারি কুয়েত সিটিতে জন্মগ্রহণ করেন। আমির আবদুর রহমান বিন ফয়সালের ঘরে তার জন্ম হয়। রিয়াদ থেকে বহিষ্কার হওয়ার পর তার পরিবার সাক্কাত আনাজা জেলায় অবস্থান করছিল। ১৯০২ সালে তার বাবা আবদুল আজিজ রিয়াদ জয় করার পর সৌদ তার মা ও ভাইদের সাথে সেখানে চলে যান।

যুবরাজ সৌদের একমাত্র আপন ভাই ছিলেন তুর্কি বিন আবদুল আজিজ। তার মা ওয়াদাহ বিনতে মুহাম্মদ বিন আকাব ছিলেন আবদুল আজিজের দ্বিতীয় স্ত্রী এবং কাহতান গোত্রীয়।

পাঁচ বছর বয়সে তাকে শেখ আবদুর রহমান মুফাইরিজের কাছে পাঠানো হয়। তিনি কুরআন ও শরিয়া বিষয়ে শিক্ষালাভ করেন। তীরনিক্ষেপ ও অশ্বারোহণও তিনি শিক্ষালাভ করেন। রাজনৈতিক দক্ষতার উন্নয়নের জন্য আবদুল আজিজ তাকে বিভিন্ন মিটিঙে উপস্থিত রাখতেন।[অকার্যকর সংযোগ][তথ্যসূত্র প্রয়োজন]

১৩ বছর বয়সে সৌদের প্রথম রাজনৈতিক মিশন শুরু হয়। তিনি কাতারে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ১৯২১ সালে তিনি হাইলের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং ইয়েমেনে লড়াই করা সৌদি সেনাদের প্রধান হয়ে উঠেন। বাদশাহ হওয়ার আগে তিনি আটটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন।[অকার্যকর সংযোগ][তথ্যসূত্র প্রয়োজন]

১৯৩৩ সালের ১১ মে তিনি তার পিতা কর্তৃক যুবরাজ ঘোষিত হন। ১৯৩৭ সালে তিনি ও তার ভাই মুহাম্মদ বিন আবদুল আজিজ লন্ডনে রাজা ষষ্ঠ জর্জের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে তাদের বাবা ইবনে সৌদের প্রতিনিধি হিসেবে যোগ দেন। বাদশাহ আবদুল আজিজের মৃত্যুর পূর্বে ১৯৫৩ সালের ১১ অক্টোবর যুবরাজ সৌদকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। সৌদ তার বাবার খুব ঘনিষ্ঠ ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি বলেন, “আমি আমার বাবাকে হারিয়েছি...এবং আমার বন্ধুকে”।[তথ্যসূত্র প্রয়োজন]

শাসন

১৯৫৩ সালের ৯ নভেম্বর সৌদ তার বাবার উত্তরসুরি হিসেবে সৌদি আরবের বাদশাহ হন। তিনি তার বাবার তুলনায় কম যোগ্য ছিলেন। রাষ্ট্র দেওলিয়া হওয়ার দিয়ে এগিয়ে যাচ্ছিল। সেসময় সৌদি আরব অর্থনৈতিকভাবে সংগ্রামরত হলেও তিনি রাষ্ট্রীয় কোষাগার নিজের পারিবারিক কাজে ব্যবহার করেন।

জাতীয় নীতি

বাদশাহ সৌদ বেশ কিছু সরকারি মন্ত্রণালয় স্থাপন করেছেন। ১৯৫৭ সালে তিনি রিয়াদে কিং সৌদ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন।

সৌদ তার ছেলেদেরকে দায়িত্বপূর্ণ পদ দেয়ার পক্ষে ছিলেন। তাদের তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের সরকারি পদে বসান। ১৯৫৭ সাল নাগাদ তার ছেলে ফাহাদ প্রতিরক্ষামন্ত্রী, মুসাইদ রয়েল গার্ডের প্রধান, খালিদ ন্যাশনাল গার্ডের দায়িত্ব ও সাদকে স্পেশাল গার্ডে নিয়োগ দেয়া হয়। অন্যান্য ছেলেরা গুরুত্বপূর্ণ সরকারি পদ লাভঁ করেন, এদের মধ্যে ছিলেন দ্বিতীয় প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মদ, রিয়াদ প্রদেশের গভর্নর বদর ও মক্কা প্রদেশের গভর্নর আবদুল্লাহ যিনি “ছোট রাজা” বলে পরিচিত হন। তার এসকল নিয়োগ তার সৎভাইদের অসন্তুষ্ট করে। তাদের মত ছিল যে সৌদের সন্তানরা এখনো অনভিজ্ঞ। সৌদ তার সন্তানদের কাউকে উত্তরসুরি করবেন বলে তাদের আশঙ্কা ছিল।

বাদশাহ সৌদ ব্যক্তিগতভাবে ও দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতেন। ব্যক্তির উপর সংগঠনের ধারণা তিনি পোষণ করতেন না। তিনি প্রাচীন আরবের ধারণার অনুবর্তী হলেও সৌদি আরব এসময় বিভিন্ন শক্তি ও নতুন প্রবণতার মুখোমুখি হতে থাকে। অন্যান্য আরব রাষ্ট্রের তুলনায় বেশি বিদেশি শ্রমিকের আগমন শহরের সৌদি নাগরিকদের প্রভাবিত করে এবং বিভিন্ন নতুন মূল্যবোধের সম্মুখীন করে তোলে। আরামকোর কর্মীরা দুইবার ধর্মঘট করেছিল। প্রথমবার ১৯৫৩ সালে যখন অভিবাসী কর্মীদের নেতৃত্বে সৌদি কর্মীরা উন্নততর কাজের পরিবেশ দাবি করে এবং দ্বিতীয়বার ১৯৫৬ সালে যখন আরামকোর কর্মীরা সরকারের বিরুদ্ধে মিছিল করে যার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে দাহরান বিমানঘাটি ব্যবহারের জন্য প্রদত্ত লিজ নবায়ন করা।

বাদশাহ সৌদ মুসলিম ব্রাদারহুডের কর্মীদের সৌদি আরবের স্বাগত জানান। মিশর থেকে ব্রাদারহুড কর্মীরা পালাচ্ছিল।

বৈদেশিক সম্পর্ক

সৌদ বিন আবদুল আজিজ: প্রারম্ভিক জীবন, শাসন, ফয়সালের সাথে দ্বন্দ্ব 
মিশর, সিরিয়া, জর্ডানসৌদি আরবের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, জানুয়ারি ১৯৫৭। সামনে বাম থেকে ডানে, জর্ডানের প্রধানমন্ত্রী সুলাইমান আল নাবুলসি, জর্ডানের বাদশাহ হুসাইন বিন তালাল, সৌদি আরবের বাদশাহ সৌদ বিন আবদুল আজিজ, মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের, সিরিয়ার প্রধানমন্ত্রী সাবরি আল আসালি।

বাদশাহ সৌদ আন্তর্জাতিক ক্ষেত্রে তার বাবার মত জড়িত না হওয়ার নীতি থেকে সরে আসেন। প্রথমে তিনি নিরপেক্ষ থাকার জন্য মিশর ও সিরিয়ার জোটে ভূমিকা রাখেন। পশ্চিমা সাহায্যপ্রাপ্ত আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তি বাগদাদ চুক্তির প্রতিবাদের উদ্দেশ্যে এই নীতি গ্রহণ করা হয়েছিল। ১৯৫৫ সালে মিশর, সিরিয়াসৌদি আরবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। একইসময় সৌদ সুয়েজ খালের গ্রহণ বিষয়ে জামাল আবদেল নাসেরের পদক্ষেপে সমর্থন করেন। ফ্রান্স ও ব্রিটেনের সাথে তিনি কূটনৈতিক সম্পর্ক বজায় রাখেন এবং তাদের তেল সরবরাহ স্থগিত করেছিলেন। দ্বিতীয়ত, ১৯৫৭ সালে তিনি আইজেনহাওয়ার ডকট্রিন সমর্থন করেন। সুয়েজ সংকটের পর মধ্যপ্রাচ্যে রাজনৈতিক শূণ্যতা পূরণের জন্য এর পরিকল্পনা করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে যেকোনো মূল্যে এই অঞ্চল থেকে বাইরে রাখা। ধারণা করা হয়েছিল যে সৌদি সমর্থনের ফলে সব আরব নেতা তা মেনে নেবে। সৌদকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয়। এসময় প্রতিরক্ষা মূল্যের জন্য ২৫০ মিলিয়ন ডলারের ঋণ দেয়া হয়।

দুইদিক থেকে সৌদকে হারতে হয়। সুয়েজ সংকটের সময় মিশরের পাশে দাড়ানোয় তেল রপ্তানি কমে যায়। অন্যদিকে আইজেনহাওয়ার ডকট্রিন গ্রহণ করায় উদীয়মান আরব জাতীয়তাবাদিনাসেরবাদিরা তার বিপক্ষে চলে যায়। নাসেরের উত্থানের কারণে সৌদ চিন্তিত ছিলেন। মিশরে সামরিক অভ্যুত্থানের পর আরব বিশ্ব থেকে রাজতন্ত্র উৎখাতের প্রচারণা শুরু হয়। জর্ডান, ইরাক, কুয়েত, ইয়েমেন, সৌদি আরবলিবিয়ায় এসময় রাজতন্ত্র ছিল। সিরিয়ায় রাজা হুসাইন বিন তালালকে ক্ষমতচ্যুত করার পরিকল্পনা করা হলে তিনি সৌদি সরকারের কাছে সাহায্য চান। সৌদি আরবের পক্ষ থেকে আম্মানে বেদুইন সেনা ও পাঁচ লক্ষ স্টারলিং অর্থ পাঠানো হয়। এর ফলশ্রুতিতে জর্ডান ও ইরাক পারস্পরিক নিরাপত্তার জন্য আরব ফেডারেশন নামক ইউনিয়ন গঠন করে। এতে সৌদের সমর্থন ছিল। তিনি জর্ডানের বাদশাহ হুসাইনের ক্ষমতার পক্ষে ছিলেন। একই সময় তিনি ইউনাইটেড আরব রিপাবলিক ভাঙার চেষ্টা করেন। জামাল আবদেল নাসেরকে হত্যা পরিকল্পনার পেছনে তিনি ছিলেন বলে অভিযোগ রয়েছে।

১৯৫০ এর দশকের মধ্যভাগ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত সৌদি আরবের সাথে সোভিয়েত ইউনিয়নের সমর্থনপ্রাপ্ত মিশরের মধ্যে তিক্ত সম্পর্ক চলছিল।

ফয়সালের সাথে দ্বন্দ্ব

আবদুল আজিজের মৃত্যুর পর সৌদ ও ফয়সালের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তেল থেকে অর্জিত মুনাফা বৃদ্ধি পেলেও তা রাষ্ট্রের ঋণ সংক্রান্ত অর্থনৈতিক সমস্যা দূর করতে যথেষ্ট ছিল না। ১৯৫৩ সালে এর পরিমাণ ছিল প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। ১৯৫৮ সালে তা দ্বিগুণ হয়ে যায়। মার্কিন ডলারের বিপরীতে সৌদি রিয়ালের মূল্য অর্ধেক নেমে যায়। আরামকো ও আন্তর্জাতিক ব্যাংকগুলো ঋণের জন্য সৌদি আবেদন ফিরিয়ে দেয়। সৌদ তার শুরু করা সরকারি নির্মাণগুলো স্থগিত করেন কিন্তু তার প্রাসাদ নির্মাণ অব্যাহত রাখেন।

রাজনৈতিক দায়িত্ববোধ ও সরকারের স্তর নিয়ে সৌদ ও ফয়সালের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। সৌদকে প্রায় তেলের মুনাফার অপব্যয়, বিলাসবহুল প্রাসাদ ও সৌদি আরবের ভেতরে বাইরে ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত করা হয়। অন্যদিকে ফয়সালকে সম্পর্কিত করা হয় মিতব্যয়ীতা, দয়া, আধুনিকতা ইত্যাদির সাথে। এছাড়াও ভাইয়ের খরচের লাগাম টেনে ধরা ও সৌদি আরবের অর্থনৈতিক সংকট দূর করার জন্য ফয়সালের ইচ্ছাকেও দুই ভাইয়ের দ্বন্দ্বের সাথে সম্পর্কিত করা হয়।

সৌদ একটি ফরমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করেন ফলে বাদশাহ পদাধিকারবলে প্রধানমন্ত্রীর পদ লাভ করেন। অন্যদিকে ফয়সাল যুবরাজ হিসেবে আরো বেশি ক্ষমতার রাখার পক্ষপাতি ছিলেন।

ক্ষমতাচ্যুতি

সৌদ বিন আবদুল আজিজ: প্রারম্ভিক জীবন, শাসন, ফয়সালের সাথে দ্বন্দ্ব 
বাদশাহ সৌদ ও তার ছেলে মাশহুর বিন সৌদ

বাদশাহ সৌদের অমিতব্যয়িতা ও জামাল আবদেল নাসেরের সমাজতান্ত্রিক চ্যালেঞ্জগুলো প্রতিহত করতে না পারায় পরিবারের সদস্যরা চিন্তিত ছিলেন। দুর্নীতি ও পিছিয়ে থাকার ফলে শাসন দুর্বল হয়ে পড়ছিল। এছাড়া রেডিও কায়রোর সৌদি বিরোধী প্রচারণার চালাচ্ছিল।

১৯৬২ সাল নাগাদ বাদশাহ সৌদ ও যুবরাজ ফয়সালের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলতে থাকে। এসময় সৌদ চিকিৎসার জন্য বিদেশ গেলে ফয়সাল বাদশাহর অনুপস্থিতিতে মন্ত্রিসভা গঠন করেন। ফাহাদসুলতানের সাথে ফয়সাল মিত্রতা গঠন করেন। ফয়সালের নতুন সরকার সৌদের সন্তানদের বাদ দিয়ে দেয়। তিনি দশ দফা সংস্কারের প্রতিশ্রুতি দেন যার মধ্যে মৌলিক আইনের প্রণয়ন, দাস প্রথার বিলুপ্তি ও বিচারিক কাউন্সিল প্রতিষ্ঠার কথা উল্লেখ ছিল।

বাদশাহ সৌদ যুবরাজ ফয়সালের নতুন ব্যবস্থা প্রত্যাখ্যান করেন এবং রয়েল গার্ডকে ব্যবহারের হুমকি দেন। যুবরাজ ফয়সাল ন্যাশনাল গার্ডকে সৌদের বিরুদ্ধে অগ্রসর করেন। উলামাদের মত ও রাজপরিবারের সিনিয়র সদস্যদের চাপের কারণে সৌদ পিছু হটেন ও ক্ষমতা ত্যাগে রাজি হন।

বাদশাহ সৌদ প্রথমে সুইজারল্যান্ডের জেনেভায় ও পরে ইউরোপের অন্যান্য শহরে নির্বাসিত হন। ১৯৬৬ সালে জামাল আবদেল নাসের তাকে মিশরে বসবাস করার জন্য আবেদন জানান। অন্য একটি সূত্র মতে নাসেরের আশ্রয় প্রতিশ্রুতির কারণে সৌদ মিশরে যান এবং সেখানে ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ছিলেন। তাকে রেডিও কায়রো থেকে প্রচারণা চালাতে অনুমতি দেয়া হয়। তার ছেলেদের কয়েকজন খালিদ, বদর, সুলতান ও মনসুর তার সাথে যোগ দেয় এবং তার ক্ষমতালাভের চেষ্টায় সমর্থন দেয়। তবে ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধের পর তিনি মিশরের সমর্থন হারান এবং গ্রীসে চলে যান।

ব্যক্তিগত জীবন

সৌদ বেশ কয়েকটি বিয়ে করেছিলেন। তার ১১৫জন সন্তান ছিল। তবে তাদের মধ্যে অল্প কয়েকজন জনসম্পর্কিত দায়িত্ব পালন করেছেন। তারা মন্ত্রী ও বিভিন্ন প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ পান। তার মেয়ে হাসাহ সৌদি আরবের বিদ্যালয়ে প্রথম নারী প্রধান শিক্ষক।

মৃত্যু ও জানাজা

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি সৌদ মারা যান। তিনি ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার লাশ মক্কায় নিয়ে যাওয়া হয় এবং মসজিদুল হারামে তার জানাজা হয়। রিয়াদের আল আউদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

তথ্যসূত্র

সৌদ বিন আবদুল আজিজ
জন্ম: ১৯০২ মৃত্যু: ১৯৬৯
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
আবদুল আজিজ ইবনে সৌদ
সৌদি আরবের বাদশাহ
৯ নভেম্বর ১৯৫৩ – ২ নভেম্বর ১৯৬৪
উত্তরসূরী
ফয়সাল বিন আবদুল আজিজ
Saudi Arabian royalty
পূর্বসূরী
নেই
সৌদি আরবের যুবরাজ
১১ মে ১৯৩৩ – ৯ নভেম্বর ১৯৫৩
উত্তরসূরী
ফয়সাল বিন আবদুল আজিজ
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
নতুন পদ
সৌদি আরবের প্রধানমন্ত্রী উত্তরসূরী
ফয়সাল বিন আবদুল আজিজ
পূর্বসূরী
ফয়সাল বিন আবদুল আজিজ
সৌদি আরবের প্রধানমন্ত্রী উত্তরসূরী
খালিদ বিন আবদুল আজিজ


Tags:

সৌদ বিন আবদুল আজিজ প্রারম্ভিক জীবনসৌদ বিন আবদুল আজিজ শাসনসৌদ বিন আবদুল আজিজ ফয়সালের সাথে দ্বন্দ্বসৌদ বিন আবদুল আজিজ ক্ষমতাচ্যুতিসৌদ বিন আবদুল আজিজ ব্যক্তিগত জীবনসৌদ বিন আবদুল আজিজ মৃত্যু ও জানাজাসৌদ বিন আবদুল আজিজ তথ্যসূত্রসৌদ বিন আবদুল আজিজ বহিঃসংযোগসৌদ বিন আবদুল আজিজআবদুল আজিজ ইবনে সৌদআরবি ভাষাসাহায্য:আধ্বব/ইংরেজিসৌদি আরব

🔥 Trending searches on Wiki বাংলা:

বঙ্গবন্ধু-১জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক সংস্থাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবিশ্ব মেধাসম্পদ দিবসসিয়াচেন দ্বন্দ্বআন্তর্জাতিক শ্রম সংস্থারাজশাহীমুহম্মদ কুদরাত-এ-খুদাবাংলাদেশ সেনাবাহিনীর পদবিবাংলা উইকিপিডিয়াসাপওয়ার্ল্ড ওয়াইড ওয়েবমালয়েশিয়াযতিচিহ্নচৈতন্য মহাপ্রভুমুসলিমসূরা ফালাকভানুয়াতুসিরাজগঞ্জ জেলানোরা ফাতেহিঅ্যান্টার্কটিকাদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাগঙ্গা নদীশরীয়তপুর জেলাতাপবিশ্ব শরণার্থী দিবসবন্যা নিয়ন্ত্রণইংরেজি ভাষাইন্দিরা গান্ধীসুভাষচন্দ্র বসুমাটি২০২৪ কোপা আমেরিকাকিরগিজস্তানময়মনসিংহ বিভাগজনি সিন্সণত্ব বিধান ও ষত্ব বিধানলালসালু (উপন্যাস)কাতারবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাজাতীয় সংসদঅষ্টাঙ্গিক মার্গরবীন্দ্রজয়ন্তীদোয়া কুনুতবাংলাদেশের শিক্ষামন্ত্রীমানব শিশ্নের আকারহামবগুড়া জেলানারী খৎনাআরবি বর্ণমালাসম্প্রসারিত টিকাদান কর্মসূচিমৃত্যু পরবর্তী জীবনদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাব্যঞ্জনবর্ণদৈনিক ইনকিলাববাংলাদেশের জনমিতিআসামসাইবার অপরাধমৌসুমি বায়ুবেগম রোকেয়াবিদ্যা সিনহা সাহা মীমএভারেস্ট পর্বতশর্করাবাংলাদেশে হিন্দুধর্মউমাইয়া খিলাফতআরজ আলী মাতুব্বরআশারায়ে মুবাশশারাথ্যালাসেমিয়াজাতীয় স্মৃতিসৌধই-মেইলনারায়ণ সান্যালমহামৃত্যুঞ্জয় মন্ত্রটিকটকরক্তপ্রাকৃতিক দুর্যোগলালবাগের কেল্লাপ্রযুক্তিব্যাঙআনারস🡆 More