সেকেন্ড লেফটেনেন্ট

বেশিরভাগ সামরিক বাহিনীতেই সেকেন্ড লেফটেনেন্ট হলো কমিশনপ্রাপ্ত আফিসারগণের মধ্যে সর্ব কনিষ্ঠ পদ। উল্লেখ্য যে, ব্রিটিশ ইংরেজিতে এর উচ্চারণ সেকেন্ড /lɛf'tɛnənt/(লেফ্-টেনেন্ট) অপরদিকে আমেরিকান ইংরেজিতে উচ্চারণ হলো সেকেন্ড /lu'tɛnənt/ (লু-টেনেন্ট)।

প্রচলিত ইংরেজিভাষী সামরিক পদমর্যাদা
নৌবাহিনী সৈন্যবাহিনী বিমানবাহিনী
কর্মকর্তারা
অ্যাডমিরালিসিমো জেনারেলিসিমো
অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট মার্শাল  /
ফিল্ড মার্শাল
মার্শাল
অফ দ্য এয়ারফোর্স
অ্যাডমিরাল জেনারেল এয়ার মার্শাল
কমোডর ব্রিগেডিয়ার এয়ার কমোডর
ক্যাপ্টেন কর্নেল গ্রুপ ক্যাপ্টেন
কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল উইং কমান্ডার
লেফটেন্যান্ট
কমান্ডার
মেজর /
কমান্ড্যান্ট
স্কোয়াড্রন লিডার
লেফটেন্যান্ট ক্যাপ্টেন ফ্লাইট লেফটেন্যান্ট
সাব-লেফটেন্যান্ট লেফটেন্যান্ট ফ্লাইং অফিসার
এনসাইন সেকেন্ড লেফটেন্যান্ট পাইলট অফিসার
মিডশিপম্যান অফিসার ক্যাডেট অফিসার ক্যাডেট
নৌকর্মী, সৈনিক এবং বিমানকর্মী
ওয়ারেন্ট অফিসার সার্জেন্ট মেজর ওয়ারেন্ট অফিসার
পেটি অফিসার সার্জেন্ট সার্জেন্ট
লিডিং সিম্যান কর্পোরাল কর্পোরাল
সিম্যান প্রাইভেট / সৈনিক এয়ারক্রাফটম্যান

যুক্তরাজ্য ও কমনওয়েলথ

১৮৭১ হতে ব্রিটিশ সেনা বাহিনীর সকল শাখায় একযোগে সেকেন্ড লেফটেনেন্ট পদটির ব্যবহার শুরু হয়, যা পূর্বে ব্যবহৃত এনসাইন (ক্যাভলারীতে ব্যবহৃত করনেট) পদটিকে প্রতিস্থাপিত করে। যদিও রয়েল আর্টিলারি, রয়েল ইনজিনিয়ার্স, ফুসিলার এবং রাইফেল রেজিমেন্টগুলোতে অনেক আগে থেকেই এই পদটির ব্যবহার প্রচলিত ছিল। প্রথম দিকে এই পদটিতে কোন পার্থক্যকারী পদচিহ্ণ ব্যবহৃত হতো না। ১৯০২ সালে পদচিহ্ণ হিসাবে প্রথম একটি একক তারকা (বর্তমানে যাকে সচারাচর পিপ বলা হয়) সংযুক্ত হয়। এই পদটি বর্তমানে রয়েল মেরিন বাহিনীতেও ব্যবহৃত হয়।

রাজকীয় বিমান বাহিনীতে এর সমতুল্য পদের নাম পাইলট অফিসার। রাজকীয় নৌ বাহিনীতে এই পদের সমতুল্য কোনপদ নাই এবং একজন সেকেন্ড লেফটেনেন্ট রাজকীয় নৌ বাহিনীর সাব-লেফটেনেন্ট হতে নিচের ও মিডশিপম্যান হতে উপরের পদ। রাজকীয় নিউজিল্যান্ড নৌ বাহিনী রাজকীয় নৌ বাহিনীর ঐতিয্য ভেঙ্গে সেকেন্ড লেফটেনেন্টের সমতুল্য পদ হিসাবে এনসাইন ব্যবহার করছে। রাজকীয় অস্ট্রেলীয় নৌ বাহিনী‌ও ঐতিয্য ভেঙ্গে এই পদ সমতুল্য “একটিং সাব লেফটেনেন্ট” পদের সৃষ্টি করেছে।

কানাডীয় সামরিক বাহিনী ১৯৬৮ সালের একত্রিকরণের পর হতে সেনা ও বিমান শাখায় এই পদের ব্যবহার শুরু হয় এবং পদচিহ্ণ হিসাবে সামারিক পোশাকের হাতার চারপাশে একটি একক সোনালি রিং ব্যবহৃত হয়। কিছু সময়ের জন্য নৌ সদস্যরা এই পদ ব্যবহার করলেও পরে রাজকীয় কানাডীয় নৌ বাহিনীর পদ একটিং সাব-লেফটেনেন্ট ফিরিয়ে আনা হয়। যদিও মধ্য-আশির দশক পর্যন্ত নৌ শাখায় কানাডীয় সামরিক বাহিনীর সবুজ সামরিক পোশাক বহাল থাকে।

আরও দেখুন

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

সত্যজিৎ রায়ের চলচ্চিত্রবাংলাদেশের বিভাগসমূহদক্ষিণবঙ্গআদমজিয়াউর রহমানপ্রোফেসর শঙ্কুহিন্দুধর্মের ইতিহাসলোকসভাবুর্জ খলিফাপ্লাস্টিক দূষণপুলিশবাংলা ভাষা আন্দোলনপাল সাম্রাজ্যভারতে নির্বাচনসতীদাহইসলামের ইতিহাসভারতইউটিউববইনিমযুক্তফ্রন্টভিটামিনসুফিয়া কামালপর্তুগিজ ভারতদ্বিতীয় মুরাদজ্ঞানবাংলাদেশ সরকারি কর্ম কমিশনবঙ্গভঙ্গ আন্দোলনলক্ষ্মীশীর্ষে নারী (যৌনাসন)বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকার তালিকাআবদুল মোনেম লিমিটেডআলিধানকুরআনবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকানামাজহরে কৃষ্ণ (মন্ত্র)আবু হানিফাকশ্যপভারতীয় সংসদরাশিয়ারাষ্ট্রবিজ্ঞাননামাজের নিয়মাবলীখিলাফতইসনা আশারিয়ামিয়া খলিফাবাংলাদেশের মন্ত্রিসভাবৃত্তস্নায়ুযুদ্ধচাকমাবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহভাষাসাদ্দাম হুসাইননরেন্দ্র মোদীদোয়া কুনুতবাংলাদেশের জেলাশিববাংলাদেশরেওয়ামিলকনডমরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঐশ্বর্যা রাইকোষ (জীববিজ্ঞান)তক্ষকক্ষুদিরাম বসুউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাইতিহাসজলাতংকঅস্ট্রেলিয়ানাটকআওরঙ্গজেববাস্তুতন্ত্রময়ূরী (অভিনেত্রী)জ্বীন জাতিইহুদি ধর্মফাতিমা🡆 More