সূরা ইয়াসীন: কুরআন শরীফের ৩৬তম সূরা

সূরা ইয়াসীন (আরবি ভাষায়: سورة يس‎) মুসলমানদের ধর্ম-গ্রন্থ আল-কুরআনের ৩৬ তম সূরা, এর আয়াত সংখ্যা ৮৩ এবং এর রূকুর সংখ্যা ৫। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এক হাদিসে রাসূলে আকরাম(ﷺ) বলেন, এই সূরাকে কোরআনের হৃৎপিণ্ড বলা হয়।

ইয়াসীন
سورة يس
সূরা ইয়াসীন: নাম, কুরআনের হৃৎপিণ্ড, ফযিলত
শ্রেণীমক্কী সূরা
নামের অর্থইয়াসীন
পরিসংখ্যান
সূরার ক্রম৩৬
আয়াতের সংখ্যা৮৩
পারার ক্রম২২ এবং ২৩
রুকুর সংখ্যা
← পূর্ববর্তী সূরাসূরা ফাতির
পরবর্তী সূরা →সূরা সাফফাত
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ

নাম

এই সূরা ইয়াসীন নামে প্রসিদ্ধ। এক হাদীসে এ সূরাকে "আয়ীমা" বলা হয়েছে এবং অপর এক হাদীসে পাওয়া যে, তওরাতে এ সূরাকে "মুয়িম্মাহ" বলে উল্লেখিত রয়েছে। এই সূরার পাঠকের নাম "শরীফ" বলে বর্ণিত আছে। আর বলা হয়েছে যে, কেয়ামতের দিন এর সুপারিশ "রবীয়া" গোত্র তুলনায় অধিকসংখ্যাক লোকের জন্য কবুল হবে। এছাড়া বিভিন্ন রেওয়ায়েতে এর নাম "মুদাফিয়াও","কাযিয়া" বলে উল্লেখ রয়েছে। সূরার প্রথম আয়াত থেকে নামকরণ করা হয়েছে।

কুরআনের হৃৎপিণ্ড

ইমাম গযযালী এর মতে, এই সূরায় কেয়ামত ও হাশরের ব্যাপারে দীর্ঘ বর্ণনা থাকার কারণে একে কুরআনের হৃৎপিণ্ড বলা হয়েছে। সবকিছুর একটা হৃৎপিণ্ড আছে, এখান থেকে হৃদপিন্ডের ধারনাটি আসে এবং সূরা ইয়াসীন কোরআনের হৃৎপিণ্ড। বলা হয়, "হৃৎপিণ্ড" এর অর্থ অনেক পাণ্ডিত্যপূর্ণ আলোচনার ভিত্তিতে করা হয়েছে। এটা কোরাআনের অপরিহার্য বিষয়বস্তুর প্রদর্শন করে, যেমন আল্লাহর সার্বভৌমত্ব; আল্লাহর সীমাহীন ক্ষমতার উদাহরণস্বরূপ হিসেবে তার সৃষ্টি, জান্নাত; বহু-ঈশ্বরবাদী এবং অবিশ্বাসীদের জন্য পুনরুত্থানের পরে তার চরম শাস্তি, এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে বিশ্বাসীদের সংগ্রাম; এবং অন্যদের মধ্যে মুমিনরা যে সঠিক পথের উপর ছিল তা পুনরায় নিশ্চিত করা। সূরা ইয়াসীন তার প্রাণবস্ত এবং ছন্দযুক্ত আয়াতের সাথে একটি কার্যকর ও শক্তিশালী পদ্ধতিতে কুরআনের বার্তা প্রদর্শন করে।

ফযিলত

এই সূরা এক বার পাঠ করলে দশ বার পবিত্র কোরআন খতমের সওয়াব অর্জিত হবে। যদি কোন ব্যক্তি নিয়মিত সূরা ইয়াসীন পাঠ করে তবে তার জন্য বেহেশতের ৮টি দরজাই খোলা থাকবে। সে যে কোন দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে এবং কোন ব্যক্তি রাত্রে শোয়ার পূর্বে সূরা ইয়াসীন পাঠ করে রাত্রি যাপন করে তবে সকালে সে নিশ্পাপ অবস্থায় ঘুম হইতে জাগ্রত হবে। এমনকি শুধু পাঠ করলেই নয় এই সূরাটি শুনলেও অনেক সওয়াব।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

সূরা ইয়াসীন নামসূরা ইয়াসীন কুরআনের হৃৎপিণ্ডসূরা ইয়াসীন ফযিলতসূরা ইয়াসীন তথ্যসূত্রসূরা ইয়াসীন বহিঃসংযোগসূরা ইয়াসীনআরবিকুরআনমক্কামুসলমানসূরা

🔥 Trending searches on Wiki বাংলা:

সাঁওতালকনডমসৌদি রিয়ালউয়েফা চ্যাম্পিয়নস লিগবাংলাদেশের ইউনিয়নের তালিকাগোত্র (হিন্দুধর্ম)রবীন্দ্রসঙ্গীতঢাকা কলেজআল হিলাল সৌদি ফুটবল ক্লাবঢাকা জেলাধর্মীয় জনসংখ্যার তালিকাকল্কিশাহরুখ খানওমানবেল (ফল)দুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)যক্ষ্মারামকৃষ্ণ পরমহংসআগ্নেয় শিলাপানিপথের প্রথম যুদ্ধক্লিওপেট্রাঢাকাপদ্মা নদীমহাদেশঢাকা মেট্রোরেলশারীরিক ব্যায়ামদৈনিক যুগান্তরসাদিকা পারভিন পপিচৈতন্যভাগবতঝড়ছিয়াত্তরের মন্বন্তরষাট গম্বুজ মসজিদঅ্যান্টিবায়োটিক তালিকাশবনম বুবলিঅসহযোগ আন্দোলন (১৯৭১)যুক্তফ্রন্টজিএসটি ভর্তি পরীক্ষাচেঙ্গিজ খানউপন্যাসরাগ (সংগীত)মহাত্মা গান্ধীচতুর্থ শিল্প বিপ্লবআন্তর্জাতিক মাতৃভাষা দিবসসৈয়দ সায়েদুল হক সুমনশচীন তেন্ডুলকরবাংলাদেশ সশস্ত্র বাহিনীউসমানীয় সাম্রাজ্যপ্রাকৃতিক ভূগোলসমাজকর্মহিন্দি ভাষাসার্বজনীন পেনশনশিবনারায়ণ দাসরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রজসীম উদ্‌দীনঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)বাংলাদেশের সংস্কৃতিবাংলা একাডেমিকুয়েতবাংলাদেশের প্রধান বিচারপতিসৌদি আরবনেতৃত্বউদ্ভিদভাইরাসভারতীয় দর্শনস্ক্যাবিসবাল্যবিবাহভারত বিভাজনবিশ্ব ব্যাংকআবুল কাশেম ফজলুল হকজয় চৌধুরীচরিত্রহীন (উপন্যাস)রক্তবাংলাদেশের স্বাধীনতা দিবসবাংলাদেশের নদীবন্দরের তালিকাবঙ্গভঙ্গ (১৯০৫)বঙ্গবন্ধু-১মুহাম্মাদ ফাতিহসালমান শাহ🡆 More