সংবেদী স্নায়ু

সংজ্ঞাবহ স্নায়ু (ইংরেজি: sensory nerve) বা সংবেদনশীল স্নায়ু যা অ্যাফেরেন্ট নার্ভ নামেও পরিচিত হচ্ছে এমন এক প্রকার স্নায়ু যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের (সিএনএস) দিকে সংবেদনশীল তথ্য বহন করে। এটি একগুচ্ছ তারের আঁটির মতো অ্যাফারেন্ট স্নায়ুতন্তুর একটি সমষ্টি যা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের (পিএনএস) সংজ্ঞাবহ স্নায়ুকোষ (সেনসরি রিসেপ্টর) থেকে সৃষ্ট। মোটর স্নায়ুগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে তথ্য পরিবহন করে এবং উভয় প্রকার স্নায়ু-ই প্রান্তীয় স্নায়ু হিসেবে পরিচিত।

সংজ্ঞাবহ স্নায়ু
শনাক্তকারী
টিএ৯৮A14.2.00.022
টিএ২6132
এফএমএFMA:5868
শারীরস্থান পরিভাষা

অ্যাফারেন্ট স্নায়ুতন্তুগুলো সারা শরীরে ছড়িয়ে থাকা সংজ্ঞাবহ স্নায়ুকোষের মধ্যে সংযোগ স্থাপন করে। আর এই স্নায়ু পথে আদান-প্রদানকৃত তথ্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রাসঙ্গিক সার্কিটে প্রক্রিয়াকৃত হয়।

অ্যাফেরেন্ট স্নায়ুতন্তু প্রায় সময়ই মোটর স্নায়ুকোষ সংবলিত ইফারেন্ট স্নায়ুতন্তুর সাথে জোড়াবদ্ধ থাকে যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন স্নায়ুতে তথ্য পরিবহন করে। উদ্দীপনা বা স্টিমুলাই উদ্দীপনা গ্রহণকারী বা রিসেপ্টরগুলোতে নার্ভ ইমপালসের সৃষ্টি করে যা সৃষ্ট কাজের সম্ভাব্যতার পর সেনসরি ট্রান্সডাকশন হিসেবে পরিচিত।

স্নায়ুর ক্ষতি

কাজের ব্যাপকতার কারণে সংজ্ঞাবহ স্নায়ুর ক্ষতির ফলে অনেক ধরনের উপসর্গ দেখা যায়। এ ধরনের স্নায়ুর আঘাতজনিত বা অন্যান্য কোনো ক্ষতির হলে তা পেরিফেরাল নিউরোপ্যাথির কারণ হতে পারে। সেই সাথে কোনো অবস্থানে থাকার অনুভূতির হ্রাস পাওয়া, সমন্বয় ও ভারসাম্য ঠিক রাখার ক্ষমতা কমে যাওয়াও এই কারণে হতে পারে। এর পাশাপাশি শরীরের তাপমাত্রার পরিবর্তন ও ব্যাথার অনুভূতি কমে যাওয়ার কারণে অন্যান্য শারীরিক সমস্যার দিকে মোড় নিতে পারে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইংরেজি ভাষাকেন্দ্রীয় স্নায়ুতন্ত্রপ্রান্তীয় স্নায়ুতন্ত্রসংজ্ঞাবহ স্নায়ুতন্ত্রস্নায়ু

🔥 Trending searches on Wiki বাংলা:

অণুজীববাংলাদেশের প্রশাসনিক অঞ্চলকালবৈশাখীনরেন্দ্র মোদীবাংলা ভাষাফজরের নামাজইন্দোনেশিয়াউজবেকিস্তানকামরুল হাসানশিল্প বিপ্লবশুক্রাণুঢাকা বিভাগদুধপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১মিজানুর রহমান আজহারীজয় চৌধুরীসৌদি রিয়ালসুনীল নারাইনবিদায় হজ্জের ভাষণকিশোরগঞ্জ জেলাবেদভাইরাসবাংলাদেশী টাকাঅর্থনীতিসাজেক উপত্যকাপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমচীনসিরাজগঞ্জ জেলাফিলিস্তিনউদারনীতিবাদবিসিএস পরীক্ষাপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯এ. পি. জে. আবদুল কালামযৌনসঙ্গমঈদুল ফিতরজীববৈচিত্র্যচিরস্থায়ী বন্দোবস্তভারতীয় সংসদচাঁদঔষধ প্রশাসন অধিদপ্তরসাঁওতাল বিদ্রোহশাকিব খানবাঁশইসলামের ইতিহাসঅমর সিং চমকিলাআর্জেন্টিনাভিটামিনমুনাফিকক্যামেরাআব্বাসীয় খিলাফতবাংলাদেশের রাষ্ট্রপতিতাজমহলহামরবীন্দ্রসঙ্গীতবল্লাল সেনপুলিশউহুদের যুদ্ধহিলি স্থল বন্দর, বাংলাদেশভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিসতীদাহবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলচ্যাটজিপিটিগেরিনা ফ্রি ফায়ারনীলদর্পণজীবনানন্দ দাশনামবটমৃত্যু পরবর্তী জীবনরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মব্যাংকপ্রেমালুপরীমনিভারতীয় জনতা পার্টিসম্প্রসারিত টিকাদান কর্মসূচিআবহাওয়া🡆 More