শ্রমিকদের মধ্যে নারী: নারী শ্রমিক

শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ এবং তা হতে রোজগার আধুনিক কালে লক্ষনীয় যা পুরুষের কর্মক্ষেত্রের বিস্তারের সমসাময়িককালে বিকশিত হয়েছে, কিন্তু কর্মক্ষেত্রের বৈষম্য নারীকে হুমকির সম্মুখীন করেছে। সুদীর্ঘকালের ধর্মীয় ও শিক্ষাগত প্রচলন হতে উদ্ভ’ত সামাজিক ও সাংস্কৃতিক বিধি-নিষেধ নারীকে আধুনিককালের পূর্ব পর্যন্ত কর্মক্ষেত্রে প্রবেশে বাধা সৃষ্টি করেছে। পুরুষের উপর অর্থনৈতিক নিভর্রশীলতা এবং ফলশ্রতিতে নারীর নিম্ন আর্থ-সামাজিক অবস্থান একই প্রভাব ফেলেছে, বিশেষ ভাবে উনবিংশ ও বিংশ শতাব্দীজুড়ে পেশাদারী জীবিকার উদ্ভবের ফলে।

Bangladeshi_women_sewing_clothes

উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ কম থাকায় নারীরা উচ্চ পর্যায়ের ভাল বেতনের চাকরি থেকে বঞ্চিত হয়েছে। নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ এবং সনদ দানে অস্বীকৃতি বিশ্বের প্রায় সব দেশেই তাদেরকে উচ্চমানের পেশায় অংশগ্রহণকে বিলম্বিত করেছে; যেমন ১৯৪৭ সালের শেষ দিকে কেবলমাত্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নারীদের পূর্ণ সনদ লাভের  স্বীকৃতি দেয়, যদিও তা ব্যাপক বিরোধীতা ও তিক্ত বিতর্কের পর। যা হোক, বিংশ শতাব্দী জুড়ে কার্যালয় কেন্দ্রিক শমশক্তির প্রবণতার বৃদ্ধি মানুষের আয়মূলক কাজের ধ্যান ধারনায় পরিবর্তন আনে। এ সময় নারীদের উচ্চশিক্ষা গ্রহণের হার বৃদ্ধি পায়; যা তাদেরকে স্বল্পমেয়াদী ও নিম্নদক্ষতার পেশা হতে দীর্ঘমেয়াদী সুবিধাজনক পেশায় যেতে সাহায্য করে। তা সত্ত্বেও অবধারিত মাতৃত্বের কারণে নারীরা পুরুষের তুলনায় অসুবিধাজনক অবস্থায় আছে। শিশু যতেনর প্রাথমিক দায়-দায়িত্ব নারীদের বলে বিবেচিত, ফলে জননী হিসেবে তাদের বেতন কম হয়, কারণ কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রসবের পর নারীকে দীর্ঘ সময়ের ছুটি দিতে চায় না।

শ্রমশক্তিতে নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণ, সারা বিশ্বব্যাপী আরও অধিক সম-শ্রমঘণ্টা নির্ধারন করেছে। যা হোক, পশ্চিম ইউরোপের দেশগুলিতে কর্মক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণের বিভেদ এখনো উল্লেখযোগ্য পরিমান লক্ষণীয়। উদাহরণ স্বরুপ ব্রিটেনে  খুব অল্প নারীরাই প্রথম সন্তান জন্মাবার পর পূর্ণ-দিবস কাজে থাকে, কারণ যথেষ্ট শিশুযতœকেন্দ্র না থাকা এবং সন্তান জন্মদানের পর বেতন কর্তন, যা প্রথম সন্তানের ক্ষেত্রে ৯% এবং  দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ১৬%।

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

আবদুল হামিদ খান ভাসানীইব্রাহিম (নবী)পারদটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাআহল-ই-হাদীসখালিস্তানবাঙালি জাতিবাংলা লিপিমসজিদে নববীসূরা নাসরযোনিজসীম উদ্‌দীনদুর্গাপূজাবাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকাকৃষ্ণগহ্বরজরায়ুতুরস্কচাকমাযোহরের নামাজটাইফয়েড জ্বরবঙ্গবন্ধু-১কন্যাশিশু হত্যাবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাতারেক রহমানমৌলিক পদার্থসংস্কৃতিআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসতক্ষকআসমানী কিতাবইহুদিবিদায় হজ্জের ভাষণচিঠিতাশাহহুদদেশ অনুযায়ী ইসলামবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ময়ূরতারাসৌদি আরবের ইতিহাসমুহাম্মদ ইকবালসেশেলসকোষ (জীববিজ্ঞান)দক্ষিণ চব্বিশ পরগনা জেলাপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়পাখিহনুমান (রামায়ণ)আগরতলা ষড়যন্ত্র মামলাজাকির নায়েকডিম্বাশয়বিধবা বিবাহমহাস্থানগড়আন্তর্জাতিক নারী দিবসহিমোগ্লোবিনমুঘল সাম্রাজ্যবগুড়া জেলাসিন্ধু সভ্যতাহিন্দুধর্মের ইতিহাসব্রিটিশ ভারতযৌন প্রবেশক্রিয়ামাক্সিম গোর্কিশর্করাশবনম বুবলিক্রিস্তিয়ানো রোনালদোইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাকুরাকাওবাংলাদেশী টাকাভূগোলরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রফিফা বিশ্ব র‌্যাঙ্কিংজিৎ (অভিনেতা)সোমালিয়াসজনেসেন্ট মার্টিন দ্বীপবাংলাদেশব্রহ্মপুত্র নদপাঠশালাহরপ্পাবীরাঙ্গনাবাস্তব সত্য🡆 More