শিকাগো ফায়ার ফুটবল ক্লাব

শিকাগো ফায়ার ফুটবল ক্লাব (ইংরেজি: Chicago Fire FC; সাধারণত শিকাগো ফায়ার এফসি এবং সংক্ষেপে শিকাগো ফায়ার নামে পরিচিত) হচ্ছে শিকাগো ভিত্তিক একটি মার্কিন পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্তরের ফুটবল লিগ মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সের অংশ হিসেবে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৯৭ সালের ৮ই অক্টোবর তারিখে শিকাগো ফায়ার সকার ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। ৬১,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট সোলজার ফিল্ডে দ্য ফায়ার নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন গ্রিক সাবেক ফুটবল খেলোয়াড় ফ্রাঙ্ক ক্লোপাস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জো মানসুয়েতো। বর্তমানে জার্মান রক্ষণভাগের খেলোয়াড় রাফায়েল শিখোস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

শিকাগো ফায়ার
পূর্ণ নামশিকাগো ফায়ার ফুটবল ক্লাব
ডাকনামদ্য ফায়ার
প্রতিষ্ঠিত৮ অক্টোবর ১৯৯৭; ২৬ বছর আগে (1997-10-08)
শিকাগো ফায়ার সকার ক্লাব হিসেবে
মাঠসোলজার ফিল্ড
ধারণক্ষমতা৬১,৫০০
সভাপতিমার্কিন যুক্তরাষ্ট্র জো মানসুয়েতো
ম্যানেজারগ্রিস ফ্রাঙ্ক ক্লোপাস
লিগমেজর লিগ সকার
২০২২ইস্টার্ন: ১২তম
সামগ্রিক: ২৪তম
প্লে-অফ: অনুত্তীর্ণ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
শিকাগো ফায়ার ফুটবল ক্লাব বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, শিকাগো ফায়ার এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে একটি এমএলএস কাপ, একটি সাপোর্টার্স শিল্ড এবং চারটি ইউএস ওপেন কাপ শিরোপা রয়েছে। লোগান পোজ, গন্সালেস সেগারেস, জ্যাক থর্নটন, আনতে রাজোভ এবং নেমানিয়া নিকোলিচের মতো খেলোয়াড়গণ শিকাগো ফায়ারের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ইতিহাস

১৯৯৮ মৌসুমে শিকাগো ফায়ার প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবলের শীর্ষ স্তর মেজর লিগ সকারে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। ১৯৯৮ সালের সালের ২১শে মার্চ তারিখে, মেজর লিগ সকারে ক্লাব ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে বব ব্র্যাডলির অধীনে শিকাগো ফায়ার মায়ামি ফিউশনের বিরুদ্ধে ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। ১৯৯৮ মেজর লিগ সকারে শিকাগো ফায়ার ১৮টি জয় এবং ২টি ড্রয়ে সর্বমোট ৫৬ পয়েন্ট অর্জন করে সামগ্রিক পয়েন্ট তালিকায় ৩য় স্থান অর্জন করেছিল, যেখানে আনতে রাজোভ ১০টি গোল করে লিগে শিকাগো ফায়ারের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইংরেজি ভাষাফুটবলমার্কিন যুক্তরাষ্ট্রমেজর লিগ সকাররক্ষণভাগের খেলোয়াড়শিকাগো

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকাময়মনসিংহ জেলাপল্লী সঞ্চয় ব্যাংকহরে কৃষ্ণ (মন্ত্র)শাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাচাকমাপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়বাংলা উপন্যাসনিমজাতীয় স্মৃতিসৌধবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকারাবণচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ত্রিভুজআলবার্ট আইনস্টাইনরাজনীতিগুপ্ত সাম্রাজ্যসংস্কৃত ভাষাসালমান শাহজাযাকাল্লাহস্বাধীনতা দিবস (ভারত)প্রিয়াঙ্কা চোপড়ামালয়েশিয়াজিৎ (অভিনেতা)তাজবিদশ্রাদ্ধচাঁদসূরা ফাতিহাবঙ্গবন্ধু সামরিক জাদুঘরমহেরা জমিদার বাড়িহেপাটাইটিস বিমূল (উদ্ভিদবিদ্যা)ভগবদ্গীতাসংযুক্ত আরব আমিরাতবাংলাদেশের নদীর তালিকাপর্যায় সারণীরাগ (সংগীত)আহসান মঞ্জিলরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মইন্দোনেশিয়াঅর্থনীতিতানজিন তিশাবাংলাদেশের পাখির তালিকাবাসকতাজমহলস্ক্যাবিসবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাসজীব ওয়াজেদঈসামঙ্গল গ্রহআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাজিমেইলরক্তশূন্যতামাদার টেরিজালালনকুরআনের ইতিহাসটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাআশাপূর্ণা দেবীসুভাষচন্দ্র বসুভারতের ভূগোলনির্মলেন্দু গুণবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজাহাঙ্গীর আলম (রাজনীতিবিদ)বাংলাদেশে পেশাদার যৌনকর্মজগন্নাথ বিশ্ববিদ্যালয়ঢাকা মেট্রোরেলঅনন্ত জলিলসং অফারিংস (ইংরেজি গীতাঞ্জলি)ভারতের রাষ্ট্রপতিজাতীয় গণহত্যা স্মরণ দিবসরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের খেলোয়াড়ের তালিকাসাদ্দাম হুসাইনলোকসভাহিন্দু-মুসলিম সম্পর্কলোকনাথ ব্রহ্মচারীব্রিটিশ ভারত🡆 More