লাল পাহাড়ির দেশে যা

লাল পাহাড়ির দেশে যা ১৯৭২ সালে অরুণ চক্রবর্তীর রচিত শ্রীরামপুর ইস্টিশনে মহুয়া গাছটা শীর্ষক কবিতার উপর ভিত্তিকারী একটি বাংলা লোকসংগীত।

অরুণ চক্রবর্তী ১৯৭২ সালের এপ্রিল মাসে শ্রীরামপুর স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় মহুয়া ফুলের গাছ ও ফুল দেখতে পান। এখানে (শ্রীরামপুর) মহুয়া গাছ ও ফুলকে দেখে বড্ড বেমানান মনে হয়েছিল। তার মনে হয়েছিল বাংলার ধান, আলু উৎপাদনের অঞ্চলে মহুয়া ফুলের গাছ ও ফুল কেন থাকবে, মহুয়া তো লাল পাহাড়রের (জঙ্গলমহল) রানি, ওকে তো সেখানেই মানায়। মহুয়া তো লাল মাটির গাছ। তার পর তিনি গানটি রচনা করেন।

এরপর এই কবিতা ১৯৭৯ সালে প্রচলিত সুরে ভি বালসারার ব্যবস্থাপনায় সুভাষ চক্রবর্তী রেকর্ড করেন। বাউলদের অনুরোধে অরুণ আরো দু’টো পংক্তি যোগ করেন। নতুন পংক্তি দু'টিতে সুর করেন কবি নিজেই।

অনেক পরে বাংলা ব্যান্ড ‘ভূমি’ এই গানটি রেকর্ড করে। ব্যাপক জনপ্রিয়তাও পায়।

গানের কথা

হাই দ্যাখো গ' তুই ইখানে কেনে, লালপাহাড়ির দেশে যা

রাঙা মাটির দেশে যা

হেথাকে তুকে মানাইছে নাই গ', ইক্কেবারে মানাইছে নাই

অ-তুই লালপাহাড়ির দেশে যা.....

সিখান গেলে মাদল পাবি

মেইয়ে মরদের আদর পাবি

অ-তুই লালপাহাড়ির দেশে যা

লারবি যদি ইক্কাই যেতে

লিস্ না কেনে তুয়ার সাথে

নইলে অ-তুই মরেই যা

ইক্কেবারেই মরেই যা

হাই দ্যাখো গ', তুই ইখানে কেনে, লালপাহাড়ির দেশে যা

রাঙা মাটির দেশে যা,

রাঙা মাটির দেশে যা.....।

বিতর্ক

‘ভূমি’ এই গানটি রেকর্ড করলেও গীতিকারের নাম উল্লেখ না করায় শুরু হয় বিতর্ক। গান নিয়ে বিতর্ক প্রসঙ্গে সৌমিত্রর জানান ‘‘গীতিকারের নাম জানতাম না। তাই উল্লেখ করিনি। ভুল করেছিলাম। পরে অরুণদার কাছে ক্ষমাও চেয়েছি।’’

সম্মাননা

এই গানের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে ‘সহজিয়া ফাউন্ডেশন’ ২০২২ সালের ৮ জুলাই রবীন্দ্র সদনে ‘লালপাহাড়ি'র স্রষ্টা অরুণ চক্রবর্তীকে সম্মান জানায়। ওই দিন ঝুমুর গায়ক সুভাষ চক্রবর্তীকেও সম্মান জানানো হয়। অনুষ্ঠানে সঙ্গীত জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র

Tags:

লাল পাহাড়ির দেশে যা গানের কথালাল পাহাড়ির দেশে যা বিতর্কলাল পাহাড়ির দেশে যা সম্মাননালাল পাহাড়ির দেশে যা তথ্যসূত্রলাল পাহাড়ির দেশে যাবাংলা ভাষাবাংলা সঙ্গীত

🔥 Trending searches on Wiki বাংলা:

ইন্দিরা গান্ধীবিড়ালকলারবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মমিমি চক্রবর্তীগ্রীষ্মসৌদি আরবনগরায়নবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলঅস্ট্রেলিয়াকুমিল্লাপ্রাকৃতিক সম্পদকৃত্রিম বুদ্ধিমত্তাসমরেশ মজুমদারপর্যায় সারণিসমাজঅসমাপ্ত আত্মজীবনীফরিদপুর জেলাচাঁদডাচ্-বাংলা ব্যাংক পিএলসিকানাডাণত্ব বিধান ও ষত্ব বিধানসার্বিয়াফিলিস্তিনের ইতিহাসসুদীপ মুখোপাধ্যায়সমাজবিজ্ঞানগোপালগঞ্জ জেলাপরিমাপ যন্ত্রের তালিকাবাংলা সাহিত্যদেব (অভিনেতা)জ্ঞানচুয়াডাঙ্গা জেলামহাদেশইসরায়েলবাংলাদেশ আওয়ামী লীগমুজিবনগর সরকারমিজানুর রহমান আজহারীলোকনাথ ব্রহ্মচারীএম. জাহিদ হাসানবাংলাদেশ রেলওয়েবক্সারের যুদ্ধতরমুজপ্রথম বিশ্বযুদ্ধের কারণহামঅর্থ (টাকা)রাজশাহী বিভাগরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাববাংলাদেশের প্রধান বিচারপতিদের তালিকামেটা প্ল্যাটফর্মসতাপমাত্রাই-মেইলমানুষকলকাতা নাইট রাইডার্সনিজামিয়া মাদ্রাসাআনারসগীতাঞ্জলিশিবলী সাদিকমানব দেহকাজী নজরুল ইসলামের রচনাবলিআব্বাসীয় বিপ্লবশক্তিসূরা ফাতিহাবিমান বাংলাদেশ এয়ারলাইন্সবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাজ্বীন জাতিঢাকা জেলাবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রবায়ুদূষণআবহাওয়াপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমসালমান শাহশিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকাকুরআনের সূরাসমূহের তালিকাহিসাববিজ্ঞানরাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ🡆 More