রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামাঙ্কিত। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে তিনটি বিভাগে ১০৫ জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ও ২০২০ সালে সঙ্গীত ও নৃত্যকলা অনুষদের অধীনে সঙ্গীত বিভাগের যাত্রা শুরু হয়। ২০১৫ সালের ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত৮ মে ২০১৭ (2017-05-08)
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ড. মোঃ শাহ্ আজম শান্তনু
অবস্থান,
বাংলাদেশ
শিক্ষাঙ্গন0.00 একর
ভাষাবাংলা, ইংরেজি
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটrub.ac.bd

নামকরণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।

ইতিহাস

২০১০ সালের ৮ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুষ্টিয়া অভিবাসী তাদের এলাকায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দাবি জানালেও বর্তমানে সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় থাকায় পরবর্তী সময়ে আঞ্চলিক বিবেচনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারতের শান্তিনিকেতনবিশ্বভারতীর আদলে সিরাজগঞ্জের শাহজাদপুরে এটি প্রতিষ্ঠিত হয়। ২৫ বৈশাখ কবির ১৫৪তম জন্মবার্ষিকীতে ২০১৫ সালের ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১১ মে ২০১৫ মন্ত্রী সভার বৈঠকে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন,২০১৫'-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। ৮ ফেব্রুয়ারি ২০১৭ বিল টি সংসদে উত্থাপন করার পর পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরবর্তীতে জুলাই ২০১৭ তে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ বিল-২০১৬’ সংসদে পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (স্নাতক) প্রথম বর্ষে ২টি অনুষদের অন্তর্ভুক্ত মোট ৩টি বিভাগে ১০৫ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। । সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে মাওলানা ছাইফ উদ্দিন এহিয়া কলেজকেও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-২ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজনৈতিক সংগঠন

উপাচার্য

উপাচার্যগণের তালিকা
ক্রমিক নং নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর
অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ১১ জুলাই ২০১৭ ১১ জুন ২০২১
অধ্যাপক মো. আব্দুল লতিফ (ভারপ্রাপ্ত) ১২ জুন ২০২১ ৬ ডিসেম্বর ২০২১
অধ্যপক ড. মোঃ শাহ্ আজম শান্তনু ৭ ডিসেম্বর ২০২১ বর্তমান।

অনুষদসমূহ

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদের অধীনে রবীন্দ্র অধ্যয়ন (পরবর্তীতে ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি মাননীয় উপচার্য ড. মোঃ শাহ্ আজম শান্তনু বিভাগের নাম পরিবর্তন করে "বাংলা বিভাগ" ঘোষণা করেন), সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন(পরবর্তীতে "সমাজবিজ্ঞান বিভাগ" নামকরণ করা হয়েছে, ফলে বিভাগটি এখন সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে) এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি বিভাগ চালু হয়। প্রতি বিভাগে ৩৫ জন করে মোট ১০৫ জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করা হয়। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা অনুষদের অধীনে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগ শুরু হয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষে সঙ্গীত ও নৃত্য অনুষদের অধীনে ২০ জন শিক্ষার্থী নিয়ে সংগীত বিভাগ শুরু হয়।

অনুষদ ও বিভাগ

  • কলা অনুষদ
    • বাংলা বিভাগ
  • সমাজবিজ্ঞান অনুষদ
    • সামাজিক বিজ্ঞান বিভাগ
    • অর্থনীতি বিভাগ
  • ব্যবসায় প্রশাসন অনুষদ
    • ব্যবস্থাপনা বিভাগ
  • সংগীত ও নৃত্য অনুষদ
    • সংগীত বিভাগ

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নামকরণরবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতিহাসরবীন্দ্র বিশ্ববিদ্যালয় রাজনৈতিক সংগঠনরবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যরবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনুষদসমূহরবীন্দ্র বিশ্ববিদ্যালয় আরও দেখুনরবীন্দ্র বিশ্ববিদ্যালয় তথ্যসূত্ররবীন্দ্র বিশ্ববিদ্যালয়নোবেল পুরস্কাররবীন্দ্রনাথ ঠাকুরশাহজাদপুর উপজেলাশেখ হাসিনাসরকারি বিশ্ববিদ্যালয়সিরাজগঞ্জ জেলা

🔥 Trending searches on Wiki বাংলা:

সুফিবাদক্ষুদিরাম বসুবঙ্গবন্ধু সেতুনামাজের বৈঠকআলবার্ট আইনস্টাইনপুঁজিবাদইউক্রেনস্টার জলসাঋগ্বেদরামমোহন রায়সিলেটপশ্চিমবঙ্গের জেলাসিরাজউদ্দৌলারেনেসাঁদক্ষিণ চব্বিশ পরগনা জেলাপ্রযুক্তিলোহাডেঙ্গু জ্বরভরিডিজিটাল বাংলাদেশশয়তানগ্রামীণ ব্যাংকরাজনীতিজিৎ অভিনীত চলচ্চিত্রের তালিকামেটা প্ল্যাটফর্মসজনতা ব্যাংক লিমিটেডদর্শনহিমালয় পর্বতমালাবিবাহমীর মশাররফ হোসেনকক্সবাজারফোরাতব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিউমর ইবনুল খাত্তাবসালোকসংশ্লেষণহিরো আলমভারতের প্রধানমন্ত্রীদের তালিকাআডলফ হিটলারআর্যবাংলাদেশের বিভাগসমূহসময়রেখাআংকর বাটমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাইন্সটাগ্রামবাংলাদেশ জাতীয়তাবাদী দলবেলারুশপৃথিবীর বায়ুমণ্ডলইসবগুলগৌতম বুদ্ধমানব দেহবাংলা ভাষাবাংলাদেশের জনমিতিওজোন স্তরযক্ষ্মাভারতের রাষ্ট্রপতিদের তালিকামার্কিন যুক্তরাষ্ট্রখালিস্তানজীববৈচিত্র্যপানি দূষণভারতনালন্দাপ্লাস্টিক দূষণব্রিটিশ ভারতললিকনশাহ জাহানবিশ্ব দিবস তালিকাতারেক রহমানবহুমূত্ররোগনেপোলিয়ন বোনাপার্টজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবাংলাদেশ নির্বাচন কমিশনধান২০২২ ফিফা বিশ্বকাপ🡆 More