যশোধরা

যশোধরা (সংস্কৃত: यशोधरा) বা সুভদ্দকচ্ছানা (পালি: सुभद्दकच्छाना) বা বিম্বা (সংস্কৃত: बिम्बा) সিদ্ধার্থ গৌতমের পত্নী ছিলেন।

যশোধরা
অজন্তায় চিত্রায়িত গৌতম বুদ্ধের সঙ্গে যশোধরা ও রাহুলের সাক্ষাত

প্রথম জীবন

যশোধরা কোলীয় গণের প্রধান সুপ্পবুদ্ধ এবং তার পত্নী ও শাক্য গণের প্রধান শুদ্ধোধনের ভগিনী অমিতার কন্যা ছিলেন। যশোধরা ও সিদ্ধার্থ গৌতম একই দিনে জন্মগ্রহণ করেছিলেন। ষোল বছর বয়সে যশোধরার সঙ্গে সিদ্ধার্থ গৌতমের বিবাহ সম্পন্ন হয়। উনত্রিশ বছর বয়সে যেদিন তাঁদের রাহুল নামে এক পুত্রসন্তানের জন্ম হয়, সেইদিন সিদ্ধার্থ গৌতম পরম সত্যের সন্ধানে সংসার ত্যাগ করে প্রবজ্যা গ্রহণ করেন। সিদ্ধার্থ গৌতমের কঠিন কঠোর সন্ন্যাস জীবনের বিস্তারিত জানতে পেয়ে যশোধরাও স্বামীর ন্যায় রাজবস্ত্র ও অলঙ্কার ত্যাগ করে সাধারণ হলুদ কাপড় পরতে ও সারাদিনে একবেলা আহার করতে শুরু করেন। কথিত আছে,সে সময় অনেক রাজকুমার তাঁর পাণিগ্রহণ এর প্রস্তাব নিয়ে এলেও তিনি তাঁদের প্রস্তাব ফিরিয়ে দেন।

পরবর্তী জীবন

বুদ্ধত্ব লাভের পর শুদ্ধোধনের অনুরোধে গৌতম বুদ্ধ কপিলাবস্তু যান। দ্বিতীয় দিনে অন্যান্য ভিক্ষুদের সঙ্গে বুদ্ধ শহরে ভিক্ষা করতে বেরোলে যশোধরা সেই সংবাদের সত্যতা বিচারের উদ্দেশ্যে প্রাসাদের জানালা দিয়ে তাকে দেখতে পান। বুদ্ধের ব্যক্তিত্বের গরিমায় মুগ্ধ যশোধরা প্রশংসাসূচক আটটি শ্লোক রচনা করেন, যা নরসীহগাথা নামে পরিচিত। সেই দিন প্রাসাদের সকল নারী বুদ্ধের দর্শনের জন্য এলেও যশোধরা তার নিকটে যেতে অস্বীকৃত হন। তিনি সংবাদ দেন যে, যশোধরার মধ্যে কোন গুণ অবশিষ্ট থাকলে স্বয়ং গৌতম বুদ্ধ তার নিকটে আসবেন। বুদ্ধ তার অনুরোধ রক্ষা করে তার নিকট যান এবং তার ধৈর্য ও আত্মত্যাগের প্রশংসা করেন। কপিলাবস্তু শহরে বুদ্ধের সপ্তম দিন, যশোধরা তার পুত্র রাহুলকে পিতা গৌতম বুদ্ধের নিকট পাঠান এবং পিতার নিকট উত্তরাধিকার চেয়ে নিতে বলেন। রাহুল ভিক্ষু জীবন গ্রহণ করেন এবং গৌতম বুদ্ধের অনুরোধে সারিপুত্ত তাকে উপসম্পদা প্রদান করেন। পরবর্তীকালে গৌতম বুদ্ধ নারীদের সংঘে প্রবেশের অনুমতি দিলে যশোধরা ভিক্ষুণী হিসেবে সংঘে যোগদান করেন ও পরে অর্হৎ প্রাপ্ত হন।

তথ্যসূত্র

Tags:

পালি ভাষাসংস্কৃত ভাষাসিদ্ধার্থ গৌতম

🔥 Trending searches on Wiki বাংলা:

বলাইচাঁদ মুখোপাধ্যায়মহেরা জমিদার বাড়িবাস্তুতন্ত্রমাইশেলফ অ্যালেন স্বপনমানব দেহগ্রামীণ ব্যাংকবাংলা লিপিপৃথিবীর বায়ুমণ্ডলদশমহাবিদ্যাকলকাতা উচ্চ আদালতচাঁদবটযক্ষ্মাআযানঅবনীন্দ্রনাথ ঠাকুরআদমবাংলাদেশ জামায়াতে ইসলামীলোকনাথ ব্রহ্মচারী১ মেবীর শ্রেষ্ঠনালন্দাশনি (দেবতা)দুর্গাপূজাবাবরস্ক্যাবিসচেঙ্গিজ (চলচ্চিত্র)সমাসআফগানিস্তানঅর্শরোগশীতলাবিধবা বিবাহবাংলাদেশে পেশাদার যৌনকর্মমানিক বন্দ্যোপাধ্যায়জনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবিজ্ঞানবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়দশাবতারকাজী নজরুল ইসলামের রচনাবলিধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়বাংলাদেশের অর্থনীতিঅষ্টাঙ্গ যোগপাকিস্তানের আত্মসমর্পণের দলিলথানকুনিকালো জাদুতারেক রহমানবেলি ফুলতৎপুরুষ সমাসমহানগর (ওয়েব ধারাবাহিক)চিকিৎসকবাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকাদ্বিতীয় বিশ্বযুদ্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়আসাদুজ্জামান খাঁন কামালন্যাটোকুতুব মিনারজারুলগঙ্গা নদীআডলফ হিটলাররঙের তালিকাশিবাজীধর্ষণজন্ডিসপদার্থের অবস্থাবাংলাদেশের টেলিফোন নম্বরসমূহপাবনা জেলাআমার দেখা নয়াচীননৃত্যদুধভূমিকম্পহজ্জজীববৈচিত্র্যটাইফয়েড জ্বরওমাননয়নতারা (উদ্ভিদ)কুয়াকাটারামায়ণমেটা প্ল্যাটফর্মসমানব শিশ্নের আকার🡆 More