মোহাম্মদ ইউসুফ: পাকিস্তানী ক্রিকেটার

ইউসুফ ইউহানা বা মোহাম্মদ ইউসুফ (উর্দু: محمد یوسف‎‎; জন্ম: ২৭ আগস্ট, ১৯৭৪) লাহোরে জন্মগ্রহণকারী পাকিস্তানের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা। তিনি পাকিস্তান জাতীয় দলের ডানহাতি ব্যাটসম্যান ও অধিনায়কের দায়িত্বে ছিলেন। ২০০৫ সালে তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন। স্বল্পসংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে তিনিও ছিলেন একজন, যিনি পাকিস্তান ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

মোহাম্মদ ইউসুফ

محمد یوسف
মোহাম্মদ ইউসুফ: প্রারম্ভিক জীবন, খেলোয়াড়ী জীবন, নিষিদ্ধতা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ ইউসুফ
জন্ম (1974-08-27) ২৭ আগস্ট ১৯৭৪ (বয়স ৪৯)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১২২)
২৬ ফেব্রুয়ারি ১৯৯৮ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট২৯ আগস্ট ২০১০ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৫২)
২৮ মার্চ ১৯৯৮ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই২২ সেপ্টেম্বর ২০১০ বনাম ইংল্যান্ড
ওডিআই শার্ট নং১৩
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১ওয়ারউইকশায়ার
২০১০লাহোর লায়ন্স
২০১০ইসলামাবাদ লিওপার্ডস
২০০৮ল্যাঙ্কাশায়ার
২০০৪-২০০৮লাহোর লায়ন্স
২০০৩-২০০৪লাহোর
২০০২-২০০৩জেডটিবিএল
২০০০-২০০১লাহোর ব্লুজ
১৯৯৯-২০০২পিআইএ
১৯৯৭-১৯৯৮লাহোর সিটি
১৯৯৭-২০০৮ওয়াপদা
১৯৯৬-১৯৯৭ভাওয়ালপুর
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০ এফসি
ম্যাচ সংখ্যা ৯০ ২৮৮ ১৩৪
রানের সংখ্যা ৭,৫৩০ ৯,৭২০ ৫০ ১০,১৫২
ব্যাটিং গড় ৫২.২৯ ৪১.৭১ ১৬.৬৬ ৪৯.২৮
১০০/৫০ ২৪/৩৩ ১৫/৬৪ ০/০ ২৯/৪৯
সর্বোচ্চ রান ২২৩ ১৪১* ২৬ ২২৩
বল করেছে ১৮
উইকেট
বোলিং গড় ১.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ০/৩ ১/০ –/– ০/৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৬৫/– ৫৮/– ১/– ৮৪/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ২০ এপ্রিল ২০১২

প্রারম্ভিক জীবন

নিম্নশ্রেণীভূক্ত হিন্দু বাল্মিকি গোত্রে জন্মগ্রহণ করেন যারা পরবর্তীতে খ্রিস্টান ধর্মগ্রহণ করেন। বাবা ইয়োহানা মাসেহ রেলওয়ে স্টেশনে কাজ করতেন ও রেলওয়ে কলোনীতে বসবাস করতো তাদের পরিবার। শৈশবে তিনি ব্যাট চালাতে পারতেন না; তাই তার ভাইয়েরা টেনিস বলের সাহায্যে তাকে সাহস যোগাতেন। ১২ বছর বয়সে গোল্ডেন জিমখানা দলের দৃষ্টিতে পড়েন ও ক্রিকেটের সাথে সম্পৃক্ত হন। লাহোরের ফরম্যান ক্রিস্টিয়ান কলেজে অধ্যয়ন করেন ও সেখানেই ১৯৯৪ সালের শুরুর দিক পর্যন্ত খেলতে থাকেন। একসময় তিনি ভাগ্যান্বেষণে ভাওয়ালপুরে রিক্সা চালাতেন।

খেলোয়াড়ী জীবন

২৬ ফেব্রুয়ারি, ১৯৯৮ তারিখে ডারবানে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক ঘটে ইউসুফের। ৫০-এর অধিক গড়ে সাত সহস্রাধিক রান করেন যা যে কোন পাকিস্তানি ব্যাটসম্যানদের চেয়ে বেশি। এছাড়াও তার ২৪টি সেঞ্চুরিও রয়েছে। ২৭ বলে অর্ধ-শতক করেন যা বিশ্বের তৃতীয় দ্রুততম অর্ধ-শতক। ২০০৪ সালের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১১ রান করেন। ডিসেম্বর, ২০০৫ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ২২৩ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। সাত মাস পর জুলাই, ২০০৬ সালে ইংল্যান্ড সফরে একই দলের বিরুদ্ধে প্রথম টেস্টে ২০২ ও ৪৮ রান করে পুনরায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। হেডিংলিতে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ১৯২ ও ওভালের চূড়ান্ত টেস্টে ১২৮ রান সংগ্রহ করেন।

২৮ মার্চ, ১৯৯৮ তারিখে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন। ওডিআইয়ে ৪০-এর অধিক গড়ে নয় সহস্রাধিক রান করেন যা বিখ্যাত ব্যাটসম্যান জহির আব্বাসের পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড়। ২০০২-২০০৩ মৌসুমে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪০৫ রান সংগ্রহ করেন আউট না হয়েই। ২৩ বলে অর্ধ-শতক এবং ৬৮ বলে সেঞ্চুরি করেছেন তিনি। ২০০২ এবং ২০০৩ সালে ধারাবাহিকভাবে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন।

নিষিদ্ধতা

১০ মার্চ, ২০১০ তারিখে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক ইউসুফকে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গন থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ২০০৯-১০ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে দলের পরাজয়ের পর তদন্ত কমিটির সুপারিশই এর প্রধান কারণ। পিসিবি’র আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয় যে, তিনি পুনরায় দলের পক্ষ হয়ে খেলতে পারবেন না। এরপর তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২৯ মার্চ, ২০১০ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তর থেকে অবসরের ঘোষণা দেন। কিন্তু জুলাই/আগস্ট, ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রথম টেস্টে পাকিস্তানের মারাত্মক বিপর্যয়ের পর অবসর ভেঙ্গে তাকে পুনরায় দলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছিল।

সম্মাননা

ইউসুফ ২০০৭ সালে বছরের সেরা টেস্ট খেলোয়াড় হিসেবে আইসিসি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

পূর্বসূরী
ইউনুস খান
পাকিস্তানি জাতীয় ক্রিকেট অধিনায়ক
২০০৯-২০১০
উত্তরসূরী
শহীদ আফ্রিদি

Tags:

মোহাম্মদ ইউসুফ প্রারম্ভিক জীবনমোহাম্মদ ইউসুফ খেলোয়াড়ী জীবনমোহাম্মদ ইউসুফ নিষিদ্ধতামোহাম্মদ ইউসুফ সম্মাননামোহাম্মদ ইউসুফ তথ্যসূত্রমোহাম্মদ ইউসুফ আরও দেখুনমোহাম্মদ ইউসুফ বহিঃসংযোগমোহাম্মদ ইউসুফঅধিনায়ক (ক্রিকেট)ইসলামউর্দু ভাষাখ্রিস্টানপাকিস্তানপাকিস্তান জাতীয় ক্রিকেট দলব্যাটসম্যানলাহোর

🔥 Trending searches on Wiki বাংলা:

শবনম বুবলিফিলিস্তিনভারতের ভূগোলখোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরশিল্প বিপ্লবজয়নুল আবেদিনজ্বীন (চলচ্চিত্র)জিল্লুর রহমানমদপর্যায় সারণীপল্লী সঞ্চয় ব্যাংকপ্রধান পাতাএকাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাহোয়াটসঅ্যাপবেদতাপমাত্রাবাংলাদেশের জনমিতিঈদুল আযহাজীবনানন্দ দাশআশফাক নিপুণআয়িশাজেলা প্রশাসকহৃৎপিণ্ডমৈমনসিংহ গীতিকাযুক্তরাজ্যবাঙালি জাতিসালমান শাহকলকাতা উচ্চ আদালতমুঘল সাম্রাজ্যহাজংজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাকাজী নজরুল ইসলামব্রাজিল জাতীয় ফুটবল দলঅভিজিৎ গঙ্গোপাধ্যায়বাংলাদেশ ছাত্রলীগআয়াতুল কুরসিলিওনেল মেসিধর্মব্যাকটেরিয়াবহিপীরমুহাম্মদ ইউনূসভারতের প্রধানমন্ত্রীদের তালিকারাজশাহী বিশ্ববিদ্যালয়আকবরমানুষদৌলতদিয়া যৌনপল্লিআলোলক্ষ্মীপুর জেলাগ্রীষ্মদক্ষিণ সুদানইসলামে যৌনতাখাদ্যশয়তানসূরা ফালাকসনাতন ধর্মজগদ্বন্ধুআসমানী কিতাবআবু বকরপর্নোগ্রাফিতুরস্কপায়ুসঙ্গমপশ্চিমবঙ্গের জেলাভারতীয় জাতীয় কংগ্রেসজাতিসংঘসূরা ফাতিহাউমাইয়া খিলাফতভারতের ইতিহাসকমলাপুর রেলওয়ে স্টেশনমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)বাংলাদেশের বিভাগসমূহকৃষ্ণকৃষ্ণচূড়াসিফিলিসযোহরের নামাজরাশিয়াব্রহ্মপুত্র নদঢাকা বিশ্ববিদ্যালয়শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডখন্দকার মোশতাক আহমেদ🡆 More