মে ওয়েস্ট: আমেরিকান অভিনেত্রী

ম্যারি জেন মে ওয়েস্ট (ইংরেজি: Mary Jane Mae West; জন্ম: ১৭ আগস্ট ১৮৯৩ – ২২ নভেম্বর ১৯৮০) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা, নাট্যকার, চিত্রনাট্যকার, কৌতুকাভিনেত্রী এবং যৌন আবেদনের প্রতীক। তিনি বিনোদন কর্মজীবনের ব্যপ্তি সাত দশক।

মে ওয়েস্ট
Mae West
মে ওয়েস্ট: প্রারম্ভিক জীবন, চলচ্চিত্র কর্মজীবন, আরো দেখুন
১৯৩২ সালে নাইট আফটার নাইট-এর প্রচারণামূলক ছবিতে ওয়েস্ট
জন্ম
ম্যারি জেন ওয়েস্ট

(১৮৯৩-০৮-১৭)১৭ আগস্ট ১৮৯৩
মৃত্যু২২ নভেম্বর ১৯৮০(1980-11-22) (বয়স ৮৭)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী, গায়িকা, নাট্যকার, চিত্রনাট্যকার, কৌতুকাভিনেত্রী
কর্মজীবন১৯০৭-১৯৭৮
দাম্পত্য সঙ্গীফ্র্যাংক ওয়ালেস (বি. ১৯১১; বিচ্ছেদ. ১৯৪৩)
সঙ্গীপল নোভাক (১৯৫৪-১৯৮০)

তিনি ভডেভিল ও নিউ ইয়র্ক সিটির মঞ্চে সক্রিয় ছিলেন এবং পরবর্তীকালে হলিউডের চলচ্চিত্রে কৌতুকাভিনেত্রী, অভিনেত্রী ও লেখিকা হিসেবে কাজ করেন। এছাড়া তিনি বেতার ও টেলিভিশনেও অভিনয় করেছেন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাদের ধ্রুপদী মার্কিন চলচ্চিত্রের সেরা নারী তারকা তালিকায় তাকে ১৫তম স্থান প্রদান করে।

প্রারম্ভিক জীবন

ম্যারি জেন ওয়েস্ট ১৮৯৩ সালের ১৭ই আগস্ট নিউ ইয়র্কের কিংস কাউন্টিতে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতা জন প্যাট্রিক ওয়েস্ট ও মাতা মাটিল্ডে "টিলি" ডেলকারের সর্বজ্যেষ্ঠ জীবিত সন্তান ছিলেন। তার পিতা প্রাইজফাইটার ছিলেন, যিনি "ব্যাটলিন জ্যাক ওয়েস্ট" নামে পরিচিত ছিলেন। তিনি পরবর্তীকালে বিশেষ পুলিশ হিসেবে কাজ করতেন এবং পরে নিজেই একটি তদন্তকারী এজেন্সি প্রতিষ্ঠা করেছিলেন। জনের মাতা সাবেক করসেট ও ফ্যাশন মডেল ছিলেন। ম্যারির পিতামহী ম্যারি জেন (জন্মনাম: কপলি) ছিলেন আইরিশ ক্যাথলিক বংশোদ্ভূত। তার নামেই ম্যারির নামকরণ করা হয়েছিল। ম্যারির পিতামহ জন এডউইন ওয়েস্ট ছিলেন ইংরেজ-স্কটস বংশোদ্ভূত এবং মেষ পালক। তার মাতা টিলি ও তার পাঁচ ভাইবোন তাদের পিতা ইয়াকব (১৮৩৫-১৯০২) ও ক্রিস্টিয়ানা (১৮৩৮-১৯০১) ডোয়েলগারের সাথে বাভারিয়া থেকে ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।

ওয়েস্টের বড় বোন কেটি শিশুকালেই মারা যায়। তার অন্যান্য ভাইবোনেরা হলেন ক্যাথরিন ওয়েস্ট (৮ ডিসেম্বর ১৮৯৮ – ১২ মার্চ ১৯৮২), পরবর্তীতে বেভারলি নামে পরিচিত এবং দ্বিতিয় জন এডউইন ওয়েস্ট (১১ ফেব্রুয়ারি ১৯০০ – ১২ অক্টোবর ১৯৬৪)।

চলচ্চিত্র কর্মজীবন

১৯৩২ সালে প্যারামাউন্ট পিকচার্স তাকে একটি চলচ্চিত্রে জন্য চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব দেয়। যদিও তখন তার বয়স ছিল ৪০, যা চলচ্চিত্রে কর্মজীবন শুরুর জন্য অনেক দেরি, বিশেষকরে একজন নারীর জন্য। ১৯৩২ সালে নাইট আফটার নাইট চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এতে তার বিপরীতে অভিনয় করেন জর্জ র‍্যাফ্‌ট। র‍্যাফ্‌টই তাকে এই চরিত্রে নেওয়ার জন্য সুপারিশ করেন। শুরুতে তিনি তাকে দেওয়া পান্ডুলিপির ছোট চরিত্রটি পছন্দ করেন নি এবং তার চরিত্রটি পুনর্লিখনের পর তিনি এই চরিত্রে অভিনয় করেন।

আরো দেখুন

তথ্যসূত্র

উৎস

বহিঃসংযোগ

Tags:

মে ওয়েস্ট প্রারম্ভিক জীবনমে ওয়েস্ট চলচ্চিত্র কর্মজীবনমে ওয়েস্ট আরো দেখুনমে ওয়েস্ট তথ্যসূত্রমে ওয়েস্ট বহিঃসংযোগমে ওয়েস্টইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

আওরঙ্গজেবজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাদুধপাঞ্জাব, ভারতবাবরসমাসতাহাজ্জুদগ্রিনহাউজ গ্যাসব্রিটিশ ভারতবন্ধুত্ববাংলাদেশের পোস্ট কোডের তালিকাবাংলাদেশ সশস্ত্র বাহিনীরামসার কনভেনশনপ্রযুক্তিবিজ্ঞানপাকিস্তানফরাসি বিপ্লবগজইসলামে আদমখেজুরজিৎ (অভিনেতা)চাঁদপুর জেলাসহীহ বুখারীকানাডাশিখধর্মইসলামসূরা মাউনরাগবি ইউনিয়নআমার সোনার বাংলামারি অঁতোয়ানেতকৃষ্ণগহ্বরকুরাসাওসাইবার অপরাধহেপাটাইটিস বিপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাইতিহাসশেখ হাসিনারোমানিয়াচাশতের নামাজকাজী নজরুল ইসলামচিকিৎসকভরিমাহদীমালয় ভাষাইলেকট্রন বিন্যাসরেনেসাঁবাংলাদেশশবনম বুবলিঅ্যালবামক্যালাম চেম্বার্সআগরতলা ষড়যন্ত্র মামলাভারতের জনপরিসংখ্যাননরেন্দ্র মোদীপ্রধান পাতাবাংলাদেশের ডেন্টাল কলেজসমূহের তালিকাচীনপরিমাপ যন্ত্রের তালিকাডিজেল গাছজাতীয় স্মৃতিসৌধপিরামিডসমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক বিচারালয়স্লোভাক ভাষাপ্রথম বিশ্বযুদ্ধঢাকাতথ্য ও যোগাযোগ প্রযুক্তিযুক্তরাজ্যক্রিটোআল্লাহহরিপদ কাপালীছারপোকাতুরস্কশেখ মুজিবুর রহমানমোহাম্মদ সাহাবুদ্দিনসভ্যতাভুট্টাধর্মসুকুমার রায়মানুষ🡆 More