মাহফুজ উল্লাহ: সাংবাদিক

মাহফুজ উল্লাহ (১০ মার্চ ১৯৫০-২৭ এপ্রিল ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ। বাংলাদেশে তিনিই পরিবেশ সাংবাদিকতার সূচনা করেন।

মাহফুজ উল্লাহ
মাহফুজ উল্লাহ: প্রারম্ভিক জীবন, কর্মজীবন, গ্রন্থ
জন্ম(১৯৫০-০৩-১০)১০ মার্চ ১৯৫০
মৃত্যু২৭ এপ্রিল ২০১৯(2019-04-27) (বয়স ৬৯)
বামরুনগ্রাদ হাসপাতাল, ব্যাংকক
জাতীয়তাবাংলাদেশি
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব

প্রারম্ভিক জীবন

মাহফুজ ১৯৫০ সালের ১০ মার্চ নোয়াখালী জেলার বেগমগঞ্জের গোপালপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাবিবুল্লাহ এবং মাতার নাম ফয়জুননিসা বেগম। মাহফুজ ভারতীয় উপমহাদেশে সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রদূত মুজফ্‌ফর আহ্‌মেদের দৌহিত্র। তার বড় ভাই অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ও ১৯৭৪ সালে সাংবাদিকতায় পুনরায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্র রাজনীতির কারণে আইয়ুব খানের সামরিক শাসনামলে তাকে ঢাকা কলেজ থেকে বহিষ্কার করা হয়।

তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে ঊনসত্তরের ১১ দফা আন্দোলনে অংশগ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

কর্মজীবন

ছাত্রাবস্থাতেই মাহফুজ উল্লাহ সাংবাদিকতা পেশায় কাজ শুরু করেন। ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রার জন্মলগ্ন থেকেই এ পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। মাঝে চীন গণপ্রজাতন্ত্রে বিশেষজ্ঞ হিসেবে, কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসে কাজ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। বিভিন্ন সময়ে বাংলাদেশের নেতৃস্থানীয় বাংলা ও ইংরেজি দৈনিকে কাজ করেছেন। রেডিও ও টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনাসহ একাধিক টক শো অনুষ্ঠানে অতিথি হিসেবে সংবাদরাজনীতি নিয়ে নানামুখী বিশ্লেষণ করতেন। মৃত্যুর পূর্বে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট নামে একটি পরিবেশবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত একজন সক্রিয় পরিবেশবিদ ছিলেন এবং বাংলাদেশে তিনিই পরিবেশ সাংবাদিকতার সূচনা করেন। এছাড়ও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার-এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের প্রথম বাংলাদেশী সদস্য হিসেবে নির্বাচিত হন।

গ্রন্থ

বিভিন্ন বিষয়ে মাহফুজ উল্লাহ বাংলা ও ইংরেজি ভাষায় ৫০-এর অধিক গ্রন্থ রচনা করেছেন। যার মধ্যে বেশ কিছু পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সহায়ক গ্রন্থ হিসেবে সংগ্রহিত আছে। তার গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল:

  • বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়া: রাজনৈতিক জীবনী
  • যাদুর লাউ
  • যে কথা বলতে চাই
  • অভ্যুত্থানের ঊনসত্তর
  • পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন : গৌরবের দিনলিপি (১৯৫২-৭১)
  • উলফা ও অ্যাসোসিয়েশন ইন আসাম
  • বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি

মৃত্যু

২০১৯ সালের ২৭ এপ্রিল ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ও পরে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। এরপূর্বে ২১ এপ্রিল বাংলাদেশের সব প্রধান গণমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পরে। যদিও একই দিন সন্ধ্যায় তিনি জীবিত হিসেবে সংবাদ প্রকাশ করে।

তথ্যসূত্র

Tags:

মাহফুজ উল্লাহ প্রারম্ভিক জীবনমাহফুজ উল্লাহ কর্মজীবনমাহফুজ উল্লাহ গ্রন্থমাহফুজ উল্লাহ মৃত্যুমাহফুজ উল্লাহ তথ্যসূত্রমাহফুজ উল্লাহ

🔥 Trending searches on Wiki বাংলা:

পুদিনাশ্রীকৃষ্ণকীর্তনদিনাজপুর জেলাখালিদ বিন ওয়ালিদকুলম্বের সূত্রসূরা নাসরধর্মীয় জনসংখ্যার তালিকাভাইরাসবেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশপ্রীতিলতা ওয়াদ্দেদারগোপনীয়তাশেখ হাসিনাবুড়িমারী এক্সপ্রেসকুরআনসংযুক্ত আরব আমিরাতমেঘনাদবধ কাব্যমহামৃত্যুঞ্জয় মন্ত্রইসরায়েল–হামাস যুদ্ধযোগাযোগইন্দোনেশিয়ালাহোর প্রস্তাববাংলাদেশের রাষ্ট্রপতিবাংলাদেশের উপজেলাসেন্ট মার্টিন দ্বীপচাঁদআবু বকররক্তশূন্যতাব্রাহ্মী লিপিবেল (ফল)তরমুজঅসমাপ্ত আত্মজীবনীগারোভারতীয় জনতা পার্টিসজনেজালাল উদ্দিন মুহাম্মদ রুমিএইচআইভি/এইডসজাযাকাল্লাহতামান্না ভাটিয়াবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাবন্ধুত্ববাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩লোহিত রক্তকণিকাখ্রিস্টধর্মত্বরণরাজনীতিপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাকোষ নিউক্লিয়াসহরে কৃষ্ণ (মন্ত্র)বিতর নামাজদেলাওয়ার হোসাইন সাঈদীনারীলোকসভা কেন্দ্রের তালিকাপারাঅর্শরোগভারতের সংবিধানরোজাবাংলাদেশের স্বাধীনতার ঘোষকসানরাইজার্স হায়দ্রাবাদমুনাফিককোণঅ্যান্টিবায়োটিক তালিকাশাহবাজ আহমেদ (ক্রিকেটার)জসীম উদ্‌দীনভারতের নির্বাচন কমিশননামাজের সময়সমূহপরমাণুকুড়িগ্রাম জেলামাদার টেরিজাজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)ডুগং২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বআফ্রিকাকম্পিউটারআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসরক্তঅস্ট্রেলিয়া (মহাদেশ)দ্বিতীয় বিশ্বযুদ্ধবাউল সঙ্গীত🡆 More